South 24 Parganas News: লটারি জিতে রাতারাতি কোটিপতি! একইসঙ্গে মহা বিপাকে ভ্যানচালক, নাভিশ্বাস উঠছে তাঁর
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Lottery winner van driver: সাদ্দামের বাড়ি কাশিপুর থানার শানপুকুর এলাকায়। কাশিপুর বাজার এলাকা থেকে টিকিট কাটে ওই যুবক। টিকিট মিলিয়ে দেখেন, তিনি এক কোটি টাকা পেয়েছে। আনন্দে আত্মহারা সাদ্দাম-সহ পরিবারের সদস্যরা।
ভাঙর: ভাঙড়ের শানপুকুরে লটারি কেটে রাতারাতি কোটিপতি ভ্যান চালক। রোজ পিক আপ ভ্যানে তিনি মাছ নিয়ে কলকাতায় যাওয়া আসার পথে মাঝেমধ্যেই টিকিট কাটতেন সাদ্দাম। ২-৪ হাজার টাকাও জিতেছেন তিনি। সেই সাদ্দামের হাতে এবার কোটি টাকা! বিশ্বাসই করতে পারছিলেন না সাদ্দাম। এবার তিনি ছ'টাকা মূল্যের কয়েকটা লটারি টিকেট কিনেছিলেন। আর তাতেই কপাল গেল খুলে।
সাদ্দামের বাড়ি কাশিপুর থানার শানপুকুর এলাকায়। কাশিপুর বাজার এলাকা থেকে টিকিট কাটে ওই যুবক। টিকিট মিলিয়ে দেখেন, তিনি এক কোটি টাকা পেয়েছে। আনন্দে আত্মহারা সাদ্দাম-সহ পরিবারের সদস্যরা। নিরাপত্তার অভাব বুঝে কাশিপুর থানার পুলিশকে খবর দিলে পুলিশ এসে সাদ্দামকে থানায় নিয়ে যায়।
advertisement
advertisement
সেই খবর জানাজানি হতেই আশপাশের গ্রামের মানুষ ভিড় জমান সাদ্দামের বাড়িতে। প্রচুর লোকের ভিড়, তার সঙ্গে উপহারের দাবিতে সাদ্দামের নাভিশ্বাস ওঠার অবস্থা। তবে এ ব্যাপারে সাদ্দাম বলেন, ''টাকাটা কীভাবে খরচ করব এখনও ভেবে উঠতে পারিনি। তবে অনেকদিন অন্যের গাড়ি চালাচ্ছি। এবার ইচ্ছে আছে নিজে একটা গাড়ি কিনব। আর বাকি টাকা দিয়ে ব্যবসা করার ইচ্ছে আছে।''
advertisement
শানপুকুর এলাকায় বাবা, মা, বোন ও স্ত্রী-পুত্র নিয়ে দিন আনা দিন খাওয়া সংসার চালান সাদ্দাম। বাড়ির একমাত্র রোজগেরে সেই। প্রত্যেকদিন কাজও থাকে না। ফলে কোনও রকমে সংসার চলে। মাঝেমাঝে টিকিট কাটার অভ্যাস আছে সাদ্দামের। তবে এমন করে রাতারাতি কোটি টাকা পাবেন, আশে করেননি তিনি।
সুমন সাহা
Location :
Kolkata,West Bengal
First Published :
February 04, 2023 1:28 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: লটারি জিতে রাতারাতি কোটিপতি! একইসঙ্গে মহা বিপাকে ভ্যানচালক, নাভিশ্বাস উঠছে তাঁর