ভাঙর: ভাঙড়ের শানপুকুরে লটারি কেটে রাতারাতি কোটিপতি ভ্যান চালক। রোজ পিক আপ ভ্যানে তিনি মাছ নিয়ে কলকাতায় যাওয়া আসার পথে মাঝেমধ্যেই টিকিট কাটতেন সাদ্দাম। ২-৪ হাজার টাকাও জিতেছেন তিনি। সেই সাদ্দামের হাতে এবার কোটি টাকা! বিশ্বাসই করতে পারছিলেন না সাদ্দাম। এবার তিনি ছ'টাকা মূল্যের কয়েকটা লটারি টিকেট কিনেছিলেন। আর তাতেই কপাল গেল খুলে।
সাদ্দামের বাড়ি কাশিপুর থানার শানপুকুর এলাকায়। কাশিপুর বাজার এলাকা থেকে টিকিট কাটে ওই যুবক। টিকিট মিলিয়ে দেখেন, তিনি এক কোটি টাকা পেয়েছে। আনন্দে আত্মহারা সাদ্দাম-সহ পরিবারের সদস্যরা। নিরাপত্তার অভাব বুঝে কাশিপুর থানার পুলিশকে খবর দিলে পুলিশ এসে সাদ্দামকে থানায় নিয়ে যায়।
আরও পড়ুন: আয়কর ব্যবস্থা সরল হোক, চেয়েছিলেন প্রধানমন্ত্রী! নতুন কর কাঠামো নিয়ে আশাবাদী নির্মলা
আরও পড়ুন: 'ভারতীয় ব্যাঙ্কিং সেক্টর 'নিরাপদ'..., SBI-LIC নিয়ে বড় দাবি নির্মলা সীতারমণের!
সেই খবর জানাজানি হতেই আশপাশের গ্রামের মানুষ ভিড় জমান সাদ্দামের বাড়িতে। প্রচুর লোকের ভিড়, তার সঙ্গে উপহারের দাবিতে সাদ্দামের নাভিশ্বাস ওঠার অবস্থা। তবে এ ব্যাপারে সাদ্দাম বলেন, ''টাকাটা কীভাবে খরচ করব এখনও ভেবে উঠতে পারিনি। তবে অনেকদিন অন্যের গাড়ি চালাচ্ছি। এবার ইচ্ছে আছে নিজে একটা গাড়ি কিনব। আর বাকি টাকা দিয়ে ব্যবসা করার ইচ্ছে আছে।''
শানপুকুর এলাকায় বাবা, মা, বোন ও স্ত্রী-পুত্র নিয়ে দিন আনা দিন খাওয়া সংসার চালান সাদ্দাম। বাড়ির একমাত্র রোজগেরে সেই। প্রত্যেকদিন কাজও থাকে না। ফলে কোনও রকমে সংসার চলে। মাঝেমাঝে টিকিট কাটার অভ্যাস আছে সাদ্দামের। তবে এমন করে রাতারাতি কোটি টাকা পাবেন, আশে করেননি তিনি।
সুমন সাহা
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Lottery