Exclusive || Nirmala Sitharaman Interview: 'ভারতীয় ব্যাঙ্কিং সেক্টর 'নিরাপদ'..., SBI-LIC নিয়ে বড় দাবি নির্মলা সীতারমণের!
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Exclusive || Nirmala Sitharaman Interview: নেটওয়ার্ক -এর গ্রুপ এডিটর ইন-চিফ রাহুল জোশীকে দেওয়া সাক্ষাৎকারে এদিন অর্থমন্ত্রী বলেন, দেশের মানুষ এই বাজেটে খুশি। তাঁদের ধন্যবাদ, সরকারের সিদ্ধান্তের পাশে থাকার জন্য।
নয়াদিল্লি : চলতি বছরের বাজেট পেশের দু'দিনের মাথায় প্রথম নেটওয়ার্ক 18 -কে এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। নেটওয়ার্ক -এর গ্রুপ এডিটর ইন-চিফ রাহুল জোশীকে দেওয়া সাক্ষাৎকারে এদিন অর্থমন্ত্রী বলেন, দেশের মানুষ এই বাজেটে খুশি। তাঁদের ধন্যবাদ, সরকারের সিদ্ধান্তের পাশে থাকার জন্য।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ CNN-News18-এর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে বলেন, "আমি যতদূর জানি, SBI এবং LIC উভয়ই সংশ্লিষ্ট সিএমডিদের সঙ্গে বিশদ বিবৃতি জারি করে জানিয়েছে তারা বিপদের মুখে নেই।" তিনি আরও বলেন, "ভারতীয় ব্যাঙ্কিং সেক্টর আজ কম নন-পারফর্মিং অ্যাসেটস (এনপিএ) স্তরের সঙ্গে একটি স্বচ্ছন্দমূলক জায়গায় রয়েছে।"
"Having gone through the twin balance sheet problem, Indian banking sector today is at a comfortable level": FM #NirmalaSitharaman (@nsitharaman) tells News18's @18RahulJoshi #Exclusive #FMToNetwork18 #UnionBudget2023 | @nsitharamanoffc pic.twitter.com/nk1fr5qfEy
— News18 (@CNNnews18) February 3, 2023
advertisement
advertisement
নিউজ 18 লাইভ আপডেটে নির্মল সীতারমণের একান্ত সাক্ষাত্কারে শুক্রবার বলেন, "সরকারের সিদ্ধান্তের সঙ্গে দাঁড়ানোর জন্য ভারতের জনগণকে কৃতিত্ব দিয়েছেন অর্থমন্ত্রী।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বলেন, কেন্দ্রীয় সরকার প্রতিটি সংস্কারের জন্য পর্যাপ্ত হোমওয়ার্ক করেছে। "আমরা কেন একটি নির্দিষ্ট সংস্কার বেছে নিয়েছি এবং কেন অন্যটি নয় তা আমাদের প্রতিষ্ঠা করতে হয়েছে। যে আলোচনার নেতৃত্ব দিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Delhi,Delhi,Delhi
First Published :
February 03, 2023 4:32 PM IST