LIC IPO: PMJJBY সুবিধাভোগীদের জন্য শেয়ার মূল্যে ছাড় দেওয়া হবে! জানুন বিশদে!

Last Updated:

কোম্পানির পলিসি হোল্ডার (LIC Policyholders) এবং কর্মচারীদের জন্য কিছু অংশ সংরক্ষিত করে রাখা হবে (LIC IPO)।

বাজারে আসছে এলআইসি-র আইপিও৷
বাজারে আসছে এলআইসি-র আইপিও৷
#নয়াদিল্লি: দেশের সবচেয়ে বৃহত্তম বিমা কোম্পানি এলআইসি (LIC) ইনিশিয়াল পাবলিক অফারিং (IPO) লিস্টিংয়ের প্রস্তুতি নিচ্ছে। ২০২২ সালে ২২ মার্চ এই আইপিও চালু হতে পারে। জানা গিয়েছে, কোম্পানির পলিসি হোল্ডার (LIC Policyholders) এবং কর্মচারীদের জন্য কিছু অংশ সংরক্ষিত করে রাখা হবে।
এলআইসি পলিসি হোল্ডাররা তুলনামূলক কম দামে শেয়ার ক্রয় করতে পারবে। তবে এই ক্ষেত্রে কিছু শর্তের পালন করতে হবে। লাইফ ইন্স্যুরেন্স ইন্ডিয়া কোম্পানির পলিসি হোল্ডার এবং কর্মচারীদের পাশাপাশি এখন প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনার (PMJJBY) সুবিধাভোগীরাও এই IPO-তে ছাড়ের সুবিধা পাবেন। এলআইসি চেয়ারম্যান (LIC Chairman) এম আর কুমার জানিয়েছেন যাদের এই যোজনায় বিমা রয়েছে তারা এলআইসি শেয়ার কেনার সময় অতিরিক্ত ছাড় পাবেন।
advertisement
advertisement
PMJJBY-এর জন্য সংরক্ষণ
কুমার জানিয়েছে, পিএমজেজেবিওয়াই বিমাধারীদের জন্য আইপিওতে শেয়ার সংরক্ষিত থাকবে। PMJJBY স্কিম ২০১৫ সালে চালু করা হয়েছিল। এই যোজনার অধীনে ২ লক্ষ টাকা পর্যন্ত মূল্যের বিমা পাওয়া যায়। এর জন্য বার্ষিক মাত্র ৩৩০ টাকা প্রিমিয়াম জমা দিতে হয়। এই সরকারি প্রকল্পটি এলআইসি-এর মাধ্যমে প্রদান করা হয়।
advertisement
আরও পড়ুন: ATM কার্ড ব্যবহার করে কীভাবে মানি ট্রান্সফার করবেন? দেখে নিন এক নজরে!
খুচরো বিনিয়োগকারীদের জন্য ৩৫% শতাংশ অংশ
LIC আইপিও-এর ৫ শতাংশ অংশ কর্মচারীদের জন্য এবং ১০ শতাংশ অংশ কোম্পানির বিমাধারকদের জন্য সংরক্ষিত করে রাখা হবে। কোম্পানির ২৬ কোটি পলিসি হোল্ডারদের জন্য ৩.১৬ কোটি শেয়ার সংরক্ষিত করা হবে। তবে যে সমস্ত পলিসি হোল্ডারদের বিমার সঙ্গে প্যান কার্ড যুক্ত করা আছে এবং যাদের ডিম্যাট অ্যাকাউন্ট রয়েছে শুধুমাত্র তারাই কোম্পানির শেয়ার কিনতে পারবে। এলআইসি IPO-এর মোট ৩৫ শতাংশ অংশ খুচরো বিনিয়োগকারীদের জন্য সংরক্ষণ করা হবে।
advertisement
সর্বোচ্চ ২ লক্ষ টাকার বিডের সীমা
আইপিওর জন্য গত সপ্তাহে জমা দেওয়া ড্রাফট রেড হেরিং প্রসপেক্টাস ((DRHP) অনুযায়ী, এলআইসি-এর যোগ্য বিমাধারকদের জন্য আইপিওতে সংরক্ষণ করা হবে। এই ক্ষেত্রে প্রত্যেক ব্যক্তি সর্বোচ্চ ২ লক্ষ টাকার বিড রাখতে পারবে। এলআইসি আইপিও শুরু হওয়ার আগের দিন পর্যন্ত যাদের কাছে কোম্পানির এক বা একাধিক বিমা রয়েছে তারা পলিসি হোল্ডার সংরক্ষণ বিভাগে আবেদন করতে পারে। পলিসি হোল্ডারদের অবশ্যই ভারতবাসী হতে হবে। এই ক্ষেত্রে আইপিও সংরক্ষণের পরিমাণ মোট শেয়ারের ১০ শতাংশের বেশি হবে না।
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
LIC IPO: PMJJBY সুবিধাভোগীদের জন্য শেয়ার মূল্যে ছাড় দেওয়া হবে! জানুন বিশদে!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement