PM Kisan: পিএম কিষান যোজনায় বড় বদল, এবার আধার কার্ড ছাড়াও করতে পারবেন এই কাজ

Last Updated:

PM Kisan: পিএম কিষাম পোর্টালে গিয়ে যে কোনও কৃষক আধার নম্বর, মোবাইল নম্বর বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দিয়ে স্টেটাস চেক করতে পারতেন ৷

#নয়াদিল্লি: প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার সুবিধাভোগীদের জন্য রয়েছে বড় আপডেট ৷ এবার আধার নম্বর দিয়ে স্টেটাস দেখতে পারবেন না কৃষকরা ৷ এর জন্য পিএম কিষানের রেজিস্ট্রেশন নম্বর বা রেজিস্টার্ড মোবাইল নম্বর সামনে রাখতে হবে ৷ ওটিপি ছাড়া স্টেটাস দেখতে পারবেন না কৃষকরা ৷ যোজনা শুরু হওয়া থেকে এই নিয়ে মোট ৯টি নিয়ম বদল করা হয়েছে ৷
রেজিস্ট্রেশনের পর কৃষকরা নিজেদের স্টেটাস চেক করতে পারবেন ৷ আপনার আবেদনের স্থিতি, ব্যাঙ্ক অ্যাকাউন্টে কতগুলি কিস্তির টাকা এসেছে ইত্যাদি ৷ এর আগে পিএম কিষাম পোর্টালে গিয়ে যে কোনও কৃষক আধার নম্বর, মোবাইল নম্বর বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দিয়ে স্টেটাস চেক করতে পারতেন ৷ এরপর পিএম কিষান পোর্টালে মোবাইল নম্বর থেকে স্টেটাস চেক করার সুবিধা বন্ধ করে দেওয়া হয় ৷ কেবল আধার নম্বর বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর থেকে স্টেটাস আর চেক করা যাবে ৷ এবার থেকে স্টেটাস চেক করার জন্য রেজিস্ট্রেশন নম্বর ও মোবাইল নম্বর বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে ৷
advertisement
advertisement
স্টেপ ১- প্রথমে pmkisan.gov.in ওয়েবসাইটে গিয়ে Beneficiary Status এ ক্লিক করতে হবে ৷ এখানে যে পেজটি খুলবে সেখানে নিজের রেজিস্ট্রেশন নম্বর দিয়ে স্টেটাস চেক করতে পারবেন ৷ না হলে দ্বিতীয় স্টেপ ফলো করতে হবে ৷
advertisement
স্টেপ ২- বাঁ-দিকে Know Your Registration Number দেখা যাবে ৷ এখানে পিএম কিষান অ্যাকাউন্টে রেজিস্টার্ড মোবাইল নম্বর ও ক্যাপচা কোড দিয়ে Get Mobile OTP-তে ক্লিক করতে হবে ৷ মোবাইলে আসা ওটিপি দিয়ে Get Details এ ক্লিক করতেই আপনার রেজিস্ট্রেশন নম্বর ও নাম সামনে চলে আসবে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
PM Kisan: পিএম কিষান যোজনায় বড় বদল, এবার আধার কার্ড ছাড়াও করতে পারবেন এই কাজ
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement