New Business Idea: সাবান তৈরির ব্যবসা শুরু করুন, প্রতি মাসে বাম্পার আয় হবে; জানুন বিশদে!

Last Updated:

New Business Idea: দেশে ক্রমশ নানা ধরনের, বিশেষ করে ভেষজ সাবানের চাহিদা বাড়ছে, অ্যারোমাথেরাপি সম্পর্কিত শুধুই সুগন্ধি সাবানের চাহিদাও কম কিছু নয়।

#নয়াদিল্লি: সরকারি ও বেসরকারি খাতে কর্মসংস্থানের সুযোগ কম থাকায় অনেকেই নিজের ব্যবসা শুরু করতে চান। কেউ যদি নিজের ব্যবসা শুরু করতে চান, তাহলে এখানে একটি বিশেষ ব্যবসায়িক ধারণা দেওয়া হচ্ছে। পরিশ্রম করে এই ব্যবসা করলে লাখ লাখ টাকা আয় করা যায়। এখানে যে ব্যবসার কথা বলা হচ্ছে তা সাবানের সঙ্গে সম্পর্কিত। সাবান তৈরি এবং তার পর তা বিক্রি (Soap Making Business) করতে হবে।
আসলে দেশে সাবানের চাহিদা অনেক। হিন্দুস্তান ইউনিলিভার (Hindustan Unilever)-সহ অনেক কোম্পানি দীর্ঘদিন ধরে সাবানের ব্যবসা করছে। এই সত্ত্বেও, সাবান উৎপাদনে ছোট ব্যবসায়ীদের জন্য একটি বিশাল সুযোগ আছে। বড় বড় কোম্পানিগুলো বাদেও অনেকেই সাবান ব্যবসা থেকে লাখ লাখ টাকা আয় করছে। তার কারণ দেশে ক্রমশ নানা ধরনের, বিশেষ করে ভেষজ সাবানের চাহিদা বাড়ছে, অ্যারোমাথেরাপি সম্পর্কিত শুধুই সুগন্ধি সাবানের চাহিদাও কম কিছু নয়।
advertisement
advertisement
কত বিনিয়োগ করতে হবে?
যে কোনও ব্যবসার প্রসঙ্গে প্রথমেই মাথায় আসে মূলধনের কথা। যদি আমরা সাবান কারখানার খরচের কথা বলি, তাহলে এর জন্য প্রায় ৭ লাখ টাকা বিনিয়োগ করতে হবে। এই ব্যবসার জন্য প্রয়োজন হবে ১ হাজার বর্গফুট জায়গা। এই জায়গায় সাবান তৈরির জন্য কিছু মেশিন বসাতে হবে। এর মধ্যে রয়েছে এক্সট্রুডার মেশিন, মিক্সার মেশিন, ডাই, কাটিং মেশিন ইত্যাদি। এছাড়াও, সাবান তৈরির জন্য কাঁচামালেরও প্রয়োজন হবে।
advertisement
শুরুতে ১০-১৫ শতাংশ লাভ:
বাজারে নতুন সাবান নিয়ে আসতে গেলে তা ব্র্যান্ডেড সাবানের (Branded Soap) দামে বিক্রি করা প্রথমে কঠিন হবে। ব্র্যান্ডকে মানুষের কাছে নিয়ে যেতে একটি ভালো মার্কেটিং কৌশল অবলম্বন করতে হবে। সংবাদপত্র, ম্যাগাজিন ছাড়াও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পণ্য বাজারজাত করা যেতে পারে। শুরুতে ১০-১৫ শতাংশ লাভ করতে হবে। তবে পরবর্তীতে লাভের পরিমাণ ২৫ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। সাবানের মানের কারণে যদি ব্যবসা ভালোভাবে চলতে শুরু করে, তাহলে সহজেই প্রতি মাসে ৩০ হাজার থেকে ৫০ হাজার টাকা আয় করতে পারা যাবে।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
New Business Idea: সাবান তৈরির ব্যবসা শুরু করুন, প্রতি মাসে বাম্পার আয় হবে; জানুন বিশদে!
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement