UNESCO Special COIN: দুর্গাপুজোয় ইউনেস্কো স্বীকৃতি লাভে বিশেষ কয়েন প্রকাশ টাকশালের, কীভাবে আপনি পাবেন

Last Updated:

UNESCO Special COIN: কলকাতার বাবুবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি বাংলার দুর্গাপূজার এই সম্মানের পাশাপাশি কেন্দ্রীয় সরকার কর্তৃক প্রকাশিত বিভিন্ন মুদ্রা সম্পর্কে সাধারণ জনগণের মধ্যে আরও সচেতনতা তৈরির কথা ভেবেছিল

 দুর্গাপুজোয় ইউনেস্কো স্বীকৃতি লাভে বিশেষ কয়েন প্রকাশ টাকশালের
দুর্গাপুজোয় ইউনেস্কো স্বীকৃতি লাভে বিশেষ কয়েন প্রকাশ টাকশালের
কলকাতা: দুর্গাপুজোকে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। সেই স্বীকৃতি স্বরূপ এবার বিশেষ কয়েন সামনে নিয়ে এসেছে কলকাতার টাকশাল অর্থাৎ কলকাতা মিন্ট। ২০২১ সালে বাংলার দুর্গাপুজোকে হেরিটেজ তকমা দিয়েছে ইউনেস্কো। এ বিষয়ে কলকাতা মিন্টের তরফে ওয়েবসাইটে বলা হয়েছে যে, কলকাতার বাবুবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি বাংলার দুর্গাপূজার এই সম্মানের পাশাপাশি কেন্দ্রীয় সরকার কর্তৃক প্রকাশিত বিভিন্ন মুদ্রা সম্পর্কে সাধারণ জনগণের মধ্যে আরও সচেতনতা তৈরির কথা ভেবেছিল।
২০২২ সালের দুর্গাপুজোয় এই সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্য অধ্যাপক মিসেস এস গুপ্তার তত্ত্বাবধানে “ভারতীয় মুদ্রা পার্ক” এর একটি থিম তৈরি করা হয়েছিল এখানে। প্যান্ডেলে ১৯৪৭ সাল থেকে আজ পর্যন্ত স্মারক মুদ্রার প্রতিলিপিগুলি স্থাপন করা হয়েছিল। সেই সঙ্গে বিভিন্ন দিক ফুটিয়ে তোলা হয়েছিল। যাতে সকলে সেই মুদ্রাগুলির গুরুত্ব জানতে পারেন। তার মধ্যে একটি কল্পনাপ্রসূত মুদ্রায় উপর প্রতীকীভাবে লেখা ছিল “ইউনেস্কোর বাংলার দুর্গাপুজোকে সাংস্কৃতিক ঐতিহ্য হিসাবে স্বীকৃতি ২০২২”।
advertisement
advertisement
এই বিষয়টিকে আরও প্রাসঙ্গিক করার জন্য, বাবুবাগান সার্বজনীন দুর্গোৎসব কমিটি কেন্দ্রীয় সরকারের টাকশাল, কলকাতার অফিসে একটি কয়েন তৈরি করার জন্য অনুরোধ জানায়। সেই অনুরোধে সাড়া দিয়ে এই কয়েন তৈরি করেছে কলকাতা টাকশাল। যে কেউ চাইলে এই কয়েন কিনতে পারবেন।
advertisement
এই কয়েন কিনতে https://www.indiagovtmint.in/en/product/durga-puja-tombac-bronze-coin/ এই ওয়েবসাইটে যেতে হবে। সেখানে এই কয়েনের দাম রাখা রয়েছে ১,২৩৫ টাকা। কয়েনটির ওজন ১০০ গ্রাম।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
UNESCO Special COIN: দুর্গাপুজোয় ইউনেস্কো স্বীকৃতি লাভে বিশেষ কয়েন প্রকাশ টাকশালের, কীভাবে আপনি পাবেন
Next Article
advertisement
Salt Lake Jeweller Murder Update: গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন!
গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও!
  • স্বর্ণ ব্যবসায়ী হত্যাকাণ্ডে আরও বিপাকে রাজগঞ্জের বিডিও৷

  • ধৃত বিডিও-র গাড়ির চালক এবং বন্ধু৷

  • গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement