Tax on Gold : বিক্রি করতে চাইছেন সোনা ? আগে বুঝে নিন ট্যাক্স সংক্রান্ত নিয়ম

Last Updated:

Tax on Gold : সোনা বিক্রি করলে কীভাবে ট্যাক্স ক্যালকুলেট হয় ?

#নয়াদিল্লি: ভারতে ক্রমাগত হারে বেড়ে চলেছে সোনার দাম। চিরকালই সোনায় বিনিয়োগ করা লাভজনক মনে করা হয় ৷ দরকারের সময় সোনার গয়না বিক্রি করে মোটা টাকা লাভ করতে পারবেন৷ তবে বিক্রি সংক্রান্ত বেশি কিছু তথ্য জেনে রাখা দরকার ৷ আপনি যদি পুরনো সোনার গয়না বিক্রি করতে চান তাহলে এটা জেনে রাখা অত্যন্ত জরুরি যে সোনা বিক্রি করে যে লাভ করবেন তার উপরে ট্যাক্স দিতে হবে ৷
শেয়ার ও বন্ডের মতো সোনা বিক্রির উপরে হোল্ডিং পিরিয়ড হিসেবে ক্যাপিটল গেইন ট্যাক্স দিতে হবে ৷ তবে আয়কর ধারা 54 এফ অনুযায়ী এই ধরনের ক্যাপিটল গেইন ট্যাক্স বাঁচানোর পুরো সুযোগ পাবেন ৷ সোনা বিক্রির লাভের উপর ট্যাক্স বাঁচানোর বিকল্প এই ভাবে ব্যবহার করতে পারবেন ৷
advertisement
advertisement
এই ভাবে ক্যাপিটল গেইনে মিলবে ছাড়
আয়কর বিশেষজ্ঞদের মতে ধারা ৫৪এফ অনুযায়ী, কেবল সোনা বিক্রির উপর নয়, বরং শেয়ার, বন্ড ও মিউচুয়াল ফান্ড অথবা প্রোপার্টি বিক্রি থেকে হওয়া ক্যাপিটল গেইন ট্যাক্সের উপর পুরোপুরি ছাড় পাওয়া যায় ৷ এই সুবিধা কেবল ব্যক্তিগত করদাতারা পেয়ে থাকেন ৷
advertisement
এই বিকল্পে বিনিয়োগে মিলবে ট্যাক্স ছাড়
  • আপনি যদি সোনা বিক্রি থেকে হওয়া লাভ বাড়ি বানাতে বা কিনতে ব্যবহার করেন তাহলে পুরো ট্যাক্স ছাড় পাবেন ৷
  • সম্পত্তিতে বিনিয়োগ সোনা কেনার এক বছরের মধ্যে করতে হবে, তাহলেই ছাড় মিলবে ৷
  • শুধু তাই নয়, আপনি যদি সোনা বিক্রির তিন বছরের মধ্যে নির্মীয়মান সম্পত্তিতে ইনভেস্ট করলে মিলবে ট্যাক্স ছাড় ৷
advertisement
অনেক সময়ই দেখা গিয়েছে যে সোনা বিক্রির সঙ্গে সঙ্গে সম্পত্তিতে বিনিয়োগ করা সম্ভব হয়নি ৷ সে ক্ষেত্রে যে কোনও সরকারি ব্যাঙ্কে ক্যাপিটল গেইন অ্যাকাউন্ট খুলে তাতে টাকা জমা করতে পারবেন ৷ এরপর একটি নির্দিষ্ট সময়ের মধ্যে এই টাকা বাড়ি বানাতে বা কোনও সম্পত্তি কেনার ক্ষেত্রে এই টাকা ব্যবহার করতে পারবেন এবং কোনও ট্যাক্স লাগবে না ৷
advertisement
সোনা বিক্রি করলে কীভাবে ট্যাক্স ক্যালকুলেট হয় ?
আপনি আর্থিক বছর ২০১১-১২ সালে ১০ লক্ষ টাকার সোনা কিনে থাকেন এবং সেটা অর্থবর্ষ ২০২১-২২ সালে ১৮ লক্ষ টাকায় বিক্রি করে থাকেন তাহলে আপনার ৮ লক্ষ টাকার লাভ হয়েছে ৷ ক্যাপিটল গেইন ট্যাক্স ক্যালকুলেট করার সময় ইন্ডেকসেশনের সুবিধা দেওয়া হয় ৷ ইন্ডেকসেশনের গণনার জন্য CII বেরোতে হবে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Tax on Gold : বিক্রি করতে চাইছেন সোনা ? আগে বুঝে নিন ট্যাক্স সংক্রান্ত নিয়ম
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement