কলকাতা: বাজেটে মহিলাদের সুবিধার জন্য ‘মহিলা সম্মান সঞ্চয়পত্র’ প্রকল্প চালু করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এই যোজনায় ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের মাধ্যমে মহিলাদের আমানত বা সঞ্চয়ের সুবিধা প্রদান করা হবে। মহিলা সম্মান সঞ্চয়পত্রের মাধ্যমে গ্রামীণ এলাকার নারীরা আর্থিক ভাবে শক্তিশালী হয়ে উঠবে। সরকারের এই স্কিমে বিনিয়োগ করতে চাইলে, এক নজরে দেখে নেওয়া যাক নতুন এই স্কিমের সকল খুঁটিনাটি।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ গত ১ ফেব্রুয়ারি অর্থাৎ বুধবার ২০২৩ সালের কেন্দ্রীয় বাজেটে মহিলাদের জন্য ‘মহিলা সম্মান সঞ্চয়পত্র’-র কথা ঘোষণা করেছেন। এই যোজনায় মেয়েরা ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কম পরিমাণে অর্থ জমা করার সুবিধা পাবেন। আর সব থেকে বড় কথা হল, এই স্কিমের মেয়াদ মাত্র ২ বছর বলে ধার্য করা হয়েছে।
এক জন মহিলা কিংবা শিশু কন্যারা এই যোজনায় সুবিধা পাবেন। আর এই যোজনায় সর্বোচ্চ জমার পরিমাণ ধার্য করা হয়েছে ২ লক্ষ টাকা।
এই বিনিয়োগ পরিকল্পনায় ৭.৫ শতাংশ সুদের হার ধার্য করা হয়েছে। যা বেশির ভাগ ব্যাঙ্কের স্থায়ী আমানত এবং পোস্ট অফিস মাসিক আয় স্কিম (POMIS), সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (SCSS), পিপিএফ (PPF), ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC) এবং সুকন্যা সমৃদ্ধি যোজনার মতো অন্যান্য জনপ্রিয় বিনিয়োগ স্কিমগুলির তুলনায় বেশি।
আরও পড়ুন: সরকারের বিশাল নির্দেশ, পেনশনভোগীদের জন্য বাম্পার খবর, এবার ৫০ শতাংশ বেশি পেনশনমহিলা সম্মান সঞ্চয়পত্রের আওতায় একক আমানত সুবিধা ২০২৩ সাল থেকে ২০২৫ সালের মধ্যে অর্থাৎ ২ বছরের জন্য হবে।
ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলি হল তাঁদের জন্যই বিনিয়োগের উপযুক্ত, যাঁরা পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা পিপিএফ (PPF), সিনিয়র সিটিজেন স্মল সেভিংস স্কিম বা এসসিএসএস (SCSS), ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট বা এনএসসি (NSC), এবং সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY) স্কিমে ধারা ৮০সি-র অধীনে কর সংক্রান্ত সুবিধা বা ট্যাক্স বেনিফিট পেতে চান। কিন্তু এই প্রকল্পের কর কাঠামো এখনও জানা যায়নি।
আরও পড়ুন: কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য বাম্পার খবর! এই শতাংশ ডিএ বৃদ্ধির সম্ভাবনাভারত সরকার মহিলা সম্মান সঞ্চয় শংসাপত্র প্রকল্পে আংশিক প্রত্যাহারের সুবিধার অনুমতি দিয়েছে।
এই প্রকল্পের সকল বিষয় এখনও সরকারের তরফে জানানো হয়নি। কিন্তু বিশ্লেষকদের মতামত যে, এই স্কিমটি ২০২৩ সালের ১ এপ্রিল থেকে যে কোনও রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাঙ্কে খোলা যেতে পারে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Budget 2023, Mahila Samman Saving Certificate, Mahila Samman Saving Certificate Yojana, Small Savings Scheme