হোম /খবর /ব্যবসা-বাণিজ্য /
দেখে নিন কত রকমের সেভিংস প্ল্যান হয়, কোথায় বিনিয়োগ করলে সবচেয়ে বেশি লাভ!

টাকা জমাবেন? দেখে নিন কত রকমের সেভিংস প্ল্যান হয়, কোথায় বিনিয়োগ করলে সবচেয়ে বেশি লাভ!

সেরাটা বেছে নেওয়া অনেক সময়ই সমস্যার। এখানে তাই সেরা কিছু সেভিংস প্ল্যানের হদিশ দেওয়া হল।

  • Share this:

কলকাতা: একটা সময় বাচ্চাদের হাতে লক্ষ্মীর ভাঁড় তুলে দিতেন মা-বাবা। সন্তান শিখত সঞ্চয়ের অ-আ-ক-খ। গড়ে উঠত অভ্যাস। অর্থনীতির উন্নতির সঙ্গে সঙ্গে সঞ্চয় শব্দটিরও বিবর্তন হয়েছে। বর্তমানে ব্যাঙ্ক বা অফিসিয়াল স্কিমে টাকা জমানোটাই সঞ্চয়। পোস্ট অফিস, সরকার, ব্যাঙ্ক বা কর্পোরেটরা নানা রকমের সঞ্চয় পরিকল্পনা বাজারে এনেছে। কিন্তু এর মধ্যে থেকে সেরাটা বেছে নেওয়া অনেক সময়ই সমস্যার। এখানে তাই সেরা কিছু সেভিংস প্ল্যানের হদিশ দেওয়া হল।

সেভিংস প্ল্যান আবার তিন রকমের। সরকারি সেভিংস, ব্যাঙ্ক সেভিংস এবং মার্কেট লিঙ্কড সেভিংস। সরকারি সেভিংস স্কিমের মূল উদ্দেশ্য নাগরিকদের ক্ষুদ্র সঞ্চয়ে উৎসাহিত করা। সেই লক্ষ্যেই কন্যাসন্তান বা অবসরপ্রাপ্ত নাগরিকদের জন্য বিশেষ স্কিম এনেছে সরকার। ব্যাঙ্কের সেভিংস স্কিমগুলি প্রত্যেক ভারতীয় নাগরিকের জন্য। সুদ এবং রিটার্ন নির্দিষ্ট। মার্কেট লিঙ্কড সেভিংস স্কিম বিভিন্ন কোম্পানি অফার করে। ইক্যুইটির মতো মার্কেট লিঙ্কড সিকিউরিটিতে বিনিয়োগ করা হয়। এখানে রিটার্ন নিশ্চিত নয়। তবে সুদের হার অনেক বেশি। সোজা কথায়, বিনিয়োগে ঝুঁকি রয়েছে।

আরও পড়ুন: মেয়ের ভবিষ্যৎ উজ্জ্বল করুন,৬ স্কিমে রয়েছে নিরাপত্তা ও রিটার্নের দ্বিগুণ শক্তি

ফিক্সড ডিপোজিট: কয়েক দশক ধরে ভারতীয়দের কাছে ফিক্সড ডিপোজিট সেরা সঞ্চয় বিকল্প। এতে বিনিয়োগকারীরা নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থ বিনিয়োগ করেন। পাঁচ বছরের লক ইন পিরিয়ড থাকে। সুদের হারও আগে থেকেই ঠিক করা থাকে। মেয়াদ শেষে সেই অনুযায়ী রিটার্ন মেলে। এর সঙ্গে বাজারের কোনও যোগ নেই। ফলে ফিক্সড ডিপিজিটে বিনিয়োগ সবচেয়ে নিরাপদ ধরা হয়।

আরও পড়ুন: ৪ হাজার টাকা কেজি বিক্রি হয়, এই চাষে বাম্পার লাভের সুযোগ! জেনে নিন খুঁটিনাটি!

রেকারিং ডিপোজিট: ব্যাঙ্ক বা পোস্ট অফিসে রেকারিং ডিপোজিট করা যায়। এখানে বিনিয়োগকারীরা। প্রতি মাসে অর্থাৎ কিস্তিতে টাকা দেন। মেয়াদ শেষে সুদ সহ রিটার্ন মেলে। ব্যাঙ্কে মাত্র ৫০০ টাকায় রেকারিং ডিপোজিট করা যায়, পোস্ট অফিসে ১০ টাকায়। সুদের হার ব্যাঙ্ক থেকে ব্যাঙ্কে পরিবর্তিত হয়। এই সেভিংস প্ল্যানের মেয়াদ ৫ থেকে ১০ বছর।

পাবলিক প্রভিডেন্ট ফান্ড: দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য পাবলিক প্রভিডেন্ট ফান্ড আদর্শ। এখানে বার্ষিক বিনিয়োগ করলে বার্ষিক দেড় লাখ টাকা পর্যন্ত করছাড়ের সুবিধাও মেলে। রিটার্নও সম্পূর্ণ করমুক্ত। পিপিএফে সর্বাধিক ৫০০ টাকা এবং সর্বনিম্ন দেড় লাখ টাকা বিনিয়োগ করা যায়।

লিকুইড মিউচুয়াল ফান্ড: লিকুইড ফান্ড হল ডেট মিউচুয়াল ফান্ড। স্বল্পমেয়াদি বাজারের উপকরণগুলিতে বিনিয়োগ করে। স্বল্পমেয়াদি বাজারের উপকরণের মধ্যে রয়েছে সরকারি সিকিউরিটিজ, ট্রেজারি বিল এবং কল মানি। এই ফান্ডে ৪.৫ শতাংশ থেকে ৭.৫ শতাংশ হারে রিটার্ন পাওয়া যায়।

ইক্যুইটি লিঙ্কড সেভিংস স্কিম: ভারতীয় নাগরিকরা (আবাসিক এবং অনাবাসী ভারতীয়) ইএলএসএস তহবিলে বিনিয়োগ করতে পারেন। এগুলো বৈচিত্র্যপূর্ণ ইক্যুইটি মিউচুয়াল ফান্ড যা বাজার মূলধন এবং সেক্টর জুড়ে বিনিয়োগ করে। ৩ বছরের লক ইন পিরিয়ড থাকে। ১২ থেকে ১৫ শতাংশ হারে রিটার্ন মেলে।

Published by:Dolon Chattopadhyay
First published:

Tags: Best Savings Plan 2023, Fixed Deposit, Investments and Returns