Multibagger Stocks: এই শেয়ার ৬ বছরে ১ লাখ টাকাকে করে দিয়েছে ৪০ লাখ টাকা!

Last Updated:

Multibagger Stocks: ল্যান্সার কনটেইনার লাইনস লিমিটেড কোম্পানির শেয়ারের দাম ৪৮৭ টাকা।

অবশ্যই জানুন
অবশ্যই জানুন
#নয়াদিল্লি: ল্যান্সার কন্টেনার লাইনস লিমিটেডের শেয়ার, সেই সকল মাল্টিব্যাগার শেয়ারের মধ্যে পড়ে, যারা ভারতীয় শেয়ার বাজারে বিগত কয়েক বছরে মোটা টাকা রিটার্ন দিয়েছে। ২০১৬ সালের মার্চ মাসে এই শেয়ার লঞ্চ করার সময়ে এর দাম ছিল শেয়ার প্রতি ১২ টাকা। বিগত কয়েক বছরে বিশেষ করে করোনা মহামারীর পরে ল্যান্সার কন্টেনার লাইনস লিমিটেডের শেয়ার বিনিয়োগকারীদের মালামাল করে দিয়েছে। লিস্টিংয়ের পর এই স্মল ক্যাপ শেয়ার ২ বার বোনাস শেয়ার দেওয়ার কথা ঘোষণা করেছে।
ল্যান্সার কনটেইনার লাইনস লিমিটেড কোম্পানির শেয়ারের দাম ৪৮৭ টাকা। ২০১৬ সালে ল্যান্সার কন্টেনার লাইনস লিমিটেডের শেয়ারের দাম ছিল ১২ টাকা। অর্থাৎ কোনও বিনিয়োগকারী যদি ৬ বছর আগে ল্যান্সার কন্টেনার লাইনস লিমিটেডের শেয়ারে ১ লাখ টাকা বিনিয়োগ করে থাকেন, তাহলে সেই ১ লাখ টাকা এখন ৪০ লাখ টাকায় পরিণত হয়েছে।
advertisement
advertisement
এক মাসে দিয়েছে ৩২ শতাংশ রিটার্ন -
বুধবার ল্যান্সার কন্টেনার লাইনস লিমিটেডের শেয়ারের ১.০৭ শতাংশ পতন হয়েছে। কিন্তু এই শেয়ার একটানা ভাল রিটার্ন দিয়ে চলেছে। বিগত ৫ বছরে ল্যান্সার কন্টেনার লাইনস লিমিটেডের শেয়ার ১৫ শতাংশ রিটার্ন দিয়েছে। একই ভাবে, বিগত ১ মাসে ল্যান্সার কন্টেনার লাইনস লিমিটেডের শেয়ার ৩২ শতাংশ রিটার্ন দিয়েছে। ৬ মাসে ল্যান্সার কন্টেনার লাইনস লিমিটেডের শেয়ার ১২৫ শতাংশ রিটার্ন দিয়েছে। ১ বছরে ল্যান্সার কন্টেনার লাইনস লিমিটেডের শেয়ার ১২৫ শতাংশ রিটার্ন দিয়েছে। বিগত ৫ বছরে ল্যান্সার কন্টেনার লাইনস লিমিটেডের শেয়ার ১৪৮ শতাংশ রিটার্ন দিয়েছে। ৫২ সপ্তাহে ল্যান্সার কন্টেনার লাইনস লিমিটেডের শেয়ার সবথেকে উচ্চতম স্তরে পৌঁছে, শেয়ার প্রতি মূল্য হয়েছে ৫০৮ টাকা। অন্য দিকে, ৫২ সপ্তাহে ল্যান্সার কন্টেনার লাইনস লিমিটেডের শেয়ারের সব থেকে কম মূল্য হয়েছে শেয়ার প্রতি ১৭৬ টাকা।
advertisement
১২৭ শতাংশ বেড়েছে কোম্পানির লাভ -
এই আর্থিক বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে ল্যান্সার কন্টেনার লাইনস লিমিটেড মোটা টাকা লাভ করেছে। এই সময় কোম্পানির মোট লাভের পরিমাণ ৫.৩৭ কোটি টাকা থেকে বেড়ে ১২.২২ কোটি টাকা হয়েছে। অর্থাৎ কোম্পানির লাভের পরিমাণ বেড়েছে ১২৭ শতাংশ। কোম্পানির আয়ের পরিমাণ ৫.৩৭ কোটি টাকা বেড়ে ১২১ কোটি টাকা হয়েছে। এই কোম্পানির মোট সম্পত্তির পরিমাণ দ্বিতীয় ত্রৈমাসিকে ১৯২.৩৩ কোটি টাকা থেকে বেড়ে ৪৭০.৫৫ কোটি টাকায় পৌঁছে গিয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Multibagger Stocks: এই শেয়ার ৬ বছরে ১ লাখ টাকাকে করে দিয়েছে ৪০ লাখ টাকা!
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement