Mark Zukerbarg: মেটা-য় শুরু গণছাঁটাই, চাকরি খোয়ালেন ফেসবুক-ইনস্টাগ্রামের কয়েক হাজার কর্মী!
Last Updated:
Mark Zukerbarg: কোম্পানির হতাশাজনক ফলাফল এবং খরচ কমানোর পরিকল্পনার অংশ হিসেবেই কর্মী ছাঁটাই করছে মেটা।
#নয়াদিল্লি: এলন মাস্ক ট্যুইটারের দায়িত্ব নেওয়ার পরই বিপুল সংখ্যক কর্মীকে বরখাস্ত করেছেন। এবার ফেসবুকের মূল কোম্পানি মেটার কর্মীদের উপর উপর ঝুলল ছাঁটাইয়ের খাঁড়া। বুধবার থেকেই বিপুল কর্মীর কাছে ছাঁটাইয়ের বার্তা পাঠাতে শুরু করলেন মার্ক জুকারবার্গ। এই বিষয় সম্পর্কে ওয়াকিবহাল ব্যক্তিরা বলছেন, কোম্পানির হতাশাজনক ফলাফল এবং খরচ কমানোর পরিকল্পনার অংশ হিসেবেই কর্মী ছাঁটাই করল মেটা।১১ হাজারেরও বেশি কর্মী ছাঁটাইয়ের ঘোষণা করল মেটা। সংস্থাটির চিফ এক্সিকিউটিভ মার্ক জুকারবার্গ বুধবার একটি ব্লগ পোস্টে জানিয়েছেন তেমনটাই। তাঁর দাবি, মেটার উন্নতির জন্য বাড়তি কিছু পদক্ষেপ করা হবে।
বুধবার সকাল থেকেই ছাঁটাই শুরু করা হবে। নাম প্রকাশে অনিচ্ছুক কোম্পানির এক আধিকারিক জানিয়েছেন, মঙ্গলবার মেটার প্রধান নির্বাহি কর্মকর্তা মার্ক জুকারবার্গ কর্মীদের চাকরি হারানোর জন্য প্রস্তুত থাকার বার্তা দিয়েছেন। ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আধিকারিক সঙ্গে কলে জুকারবার্গ বলেছেন, কোম্পানির ‘ভুল পদক্ষেপ’-এর জন্য তারা দায়বদ্ধ। তবে মেটার কোনও মুখপাত্রই এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া দেননি।
advertisement
advertisement
সেপ্টেম্বরেই ছাঁটাইয়ের ইঙ্গিত দেওয়া হয়: জুকারবার্গ এই নিয়ে সেপ্টেম্বরের শেষ দিকে কর্মীদের ইঙ্গিত দিয়েছিলেন। জানিয়েছিলেন, মেটা খরচ কমিয়ে নতুন করে দল সাজাতে চায়। তাই নতুন নিয়োগ বন্ধ করা হচ্ছে। নতুন দল বর্তমানের তুলনায় ছোট হবে। অর্থাৎ তখনই ছাঁটাইয়ের স্পষ্ট ইঙ্গিত দিয়েছিলেন জুকেরবার্গ। বুধবার থেকে সেই ছাঁটাই শুরু হচ্ছে। মেটার ইতিহাসে এটাই হতে চলেছে প্রথম গণছাঁটাই। প্রসঙ্গত, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপের মতো অ্যাপের মালিকানা মেটার হাতেই রয়েছে।
advertisement
তবে ট্যুইটারের মতো ছাঁটাই হবে না: এখনও পর্যন্ত ট্যুইটার ইনকর্পোরেটেডের ৫০ শতাংশ কর্মচারীকে বসিয়ে দেওয়া হয়েছে। এবং গোটাটাই ছিল আকস্মিক। মেটায় এমনটা হবে না বলেই জানাচ্ছে ওয়াকিবহাল মহল। ট্যুইটারে কাজ হারানো ব্যক্তিরা জানিয়েছেন, এমনটা যে হবে তাঁরা আঁচ করতে পারেননি। আচমকাই ই-মেইলে ছাঁটাইয়ের খবর জানানো হয়।
advertisement
বলে রাখা ভাল, এ বছর ব্যাপক ধাক্কা খেয়েছে মেটার শেয়ার। দাম পড়েছে ৭৩ শতাংশ। ২০১৬ সালের পর এটাই মেটার শেয়ারে সবচেয়ে বড় পতন বলে জানাচ্ছে বাজার বিশেষজ্ঞরা। মেটার শেয়ার এখন মার্কিন বাজারের এসঅ্যান্ডপি ৫০০ সূচকের সবচেয়ে খারাপ পারফর্মিং স্টক। প্রায় ৬৭ বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে, যা যে কোনও কোম্পানির কাছে একটা বড় ধাক্কা।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 09, 2022 6:11 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Mark Zukerbarg: মেটা-য় শুরু গণছাঁটাই, চাকরি খোয়ালেন ফেসবুক-ইনস্টাগ্রামের কয়েক হাজার কর্মী!