Green Bond: সরকারি গ্রিন বন্ডে বিনিয়োগ করছেন? জেনে নিন কত টাকা ছাড় পাবেন!
Last Updated:
Green Bond: গ্রিন বন্ড আনার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত এক উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা অবশ্য সমস্ত উত্তেজনায় জন ঢেলে দিয়েছেন।
#নয়াদিল্লি: বাজারে প্রথমবার গ্রিন বন্ড আনতে চলেছে মোদি সরকার। এই নিয়ে বিনিয়োগকারীরাও যথেষ্ট উত্তেজিত। বিশেষজ্ঞরা মনে করছেন, গ্রিন বন্ডের প্রতি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে বেশ কিছু ছাড় দেবে কেন্দ্রীয় সরকার। প্রসঙ্গত, চলতি বছর বাজেটে প্রথম গ্রিন বন্ড আনার ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তখন থেকেই বিনিয়োগকারীদের মধ্যে এই নিয়ে জল্পনা চলছিল।
গ্রিন বন্ড আনার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত এক উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা অবশ্য সমস্ত উত্তেজনায় জন ঢেলে দিয়েছেন। তিনি বলেছেন, সরকারও এই বন্ড নিয়ে উচ্ছ্বসিত। তবে বিশেষ কোনও ছাড় দেওয়ার ভাবনা নেই। প্রথম সার্বভৌম গ্রিন বন্ডে কর ছাড় দেওয়ার প্রশ্নের উত্তরে তিনি বলেন, বর্তমানে কর ছাড় দেওয়ার কোনও পরিকল্পনা সরকারের নেই। এমন মন্তব্যে বিনিয়োগকারী এবং বিশেষজ্ঞরা হতাশ।
advertisement
বন্ড কবে আসবে, কী লাভ হবে: মোদি সরকার অক্টোবর থেকে মার্চের মধ্যে প্রায় ১৬,০০০ কোটি টাকার গ্রিন বন্ড ইস্যু করার পরিকল্পনা নিয়েছে। এই বন্ডে কোনও কর ছাড় দেওয়া হবে না, এটা স্পষ্ট। তবে গ্রিন বন্ডকে আকর্ষণীয় করতে সরকার কুপন রেট কম রাখতে পারে। ওই কর্মকর্তা জানিয়েছেন, বন্ডের কুপন রেট সরকারি সিকিউরিটিজের চেয়ে কম রাখা হতে পারে। বর্তমানে, ১০ বছরের ফলন সহ সিকিউরিটিজে ৭.৪৬ শতাংশ সুদ দেওয়া হচ্ছে।
advertisement
advertisement
সরকারের উদ্দেশ্য এই বন্ডের মাধ্যমে বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করা। এই মুহূর্তে অনেক বিদেশি এবং দেশি বিনিয়োগকারী আছেন যাঁরা বন্ডে, বিশেষ করে গ্রিন সিকিউরিটিজে বিনিয়োগ করার জন্য মোটা টাকা আলাদা করে রেখেছেন। নতুন কিছু পরিবর্তনের জন্য কেন্দ্র সরকার বিশ্বব্যাঙ্ক এবং ড্যানিশ ফার্ম সিসেরো শেডস অফ গ্রিন-এর সহযোগিতায় কাজটি সম্পন্ন করেছে। বিনিয়োগকারীরাও এই বন্ড নিয়ে উচ্ছ্বসিত। রিজার্ভ ব্যাঙ্ক শীঘ্রই এটি প্রকাশের তারিখ এবং সময় জানিয়ে দেবে।
advertisement
গ্রিন সার্বভৌম বন্ড কী: চলতি বছরের ১ ফেব্রুয়ারি বাজেটে প্রথমবার গ্রিন বন্ডের কথা বলেছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তিনি জানিয়েছিলেন, পরিবেশবান্ধব উদ্যোগের জন্য তহবিল সংগ্রহের উদ্দেশ্যে সরকার এই বন্ড ইস্যু করবে। বন্ড মানে বাজার থেকে ধার করা। এই বন্ডের মাধ্যমেও সরকার বিনিয়োগকারীদের কাছ থেকে টাকা নিয়ে পরিবেশবান্ধব প্রকল্পে বিনিয়োগ করবে। এতে বিনিয়োগকারীদের সরকারি সিকিউরিটির চেয়ে বেশি সুদ দেওয়া হতে পারে।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 20, 2022 12:12 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Green Bond: সরকারি গ্রিন বন্ডে বিনিয়োগ করছেন? জেনে নিন কত টাকা ছাড় পাবেন!