#মুম্বই : Facebook, Silver Lake Partners, Vista Equity Partners, General Atlantic-র পর এবার KKR৷ লকডাউনের মধ্যেও জিও-তে বিপুল পরিমাণ বিনিয়োগের জন্য একের পর এক এগিয়ে আসছে এই সব সংস্থা ৷ সেই তালিকায় সাম্প্রতিকতম নাম এবার KKR ৷ জিও প্ল্যাটফর্মের ২.৩২% ইকুয়িটি স্টেক নিয়ে নিল কেকেআর ৷ এটা এশিয়া মার্কেটে তাদের বৃহত্তম বিনিয়োগ ৷
ভারতে ডিজিটাল সোসাইটি বানানোর ক্ষেত্রে এই সমস্ত পৃথিবীর বড় বড় কোম্পানির বিনিয়োগ বড় ভূমিকা নিতে চলেছে ৷ ডিজিটাল ইন্ডিয়ার ইকো সিস্টেম গড়ে তুলবে এই সমস্ত মার্কেট জায়ন্টরা ৷ নেক্সট জেনরেশন সফটওয়্যার প্রডাক্ট ও প্ল্যাটফর্ম বানানোর ক্ষেত্রে জিও-কে আরও বড় মঞ্চে পৌঁছে দিচ্ছে এই বিনিয়োগ ৷
এটা আরও একবার প্রমাণিত করে জিও- তথ্য প্রযুক্তিগত ক্ষমতা এতটাই জোরালো যে কোভিড ১৯ অতিমারির সময়েও একটা সফল ব্যবসায়িক মডেল হিসেবে সামনে উঠে এসেছে ৷ ভারতীয় বাজারকে যে জিও হাতের তালুর মতো চেনে এই ব্যবসায়িক চুক্তি সেই বিষয়টিকে আরও একবার প্রমাণিত করে ৷ কোভিড পরবর্তী সময়ে ডিজিটাইজেশন আরও বাড়বে আর সেক্ষেত্র সমস্ত ভারতীয়র জীবনে এআই, ব্লকচেন, এআর/ভিআর , বড় পরিমাণে ডেটা বিশাল ভূমিকা নিতে চলেছে ৷
বিভিন্ন আলাদা মার্কেটের বড় বড় খেলোয়াড়রা জিও-র সঙ্গে লম্বা সময়ের জন্য গাঁটছড়া বাঁধছে কারণ এই এই প্ল্যাটফর্মে বিভিন্ন আলাদা প্রযুক্তির মেলবন্ধন একই ছাদের তলায় হচ্ছে ৷ সারা পৃথিবীতে এই ধরণের সুযোগ আর কোথাও নেই ৷ এটা গুণগত মান তুলে ধরার ক্ষেত্রে একটি বড় প্রমাণ ৷
কেকেআর সারা পৃথিবীর অন্যতম বড় বিনিয়োগ সংস্থা ৷ তারা বিভিন্ন সেক্টরে কাজ করে ৷ তারমধ্যে রয়েছে প্রাইভেট ইকুয়িটি , এনার্জি, ইনফ্রাস্ট্রাকচার, রিয়েল এস্টেট, ক্রেডিট৷ এর জন্য বিভিন্ন স্ট্র্যাটেজিক পার্টনারদের সঙ্গে কাজ করে তারা ৷ বিভিন্ন আকর্ষণীয় সেক্টরে বিনিয়োগ করে দুর্দান্ত রিটার্নও পায় ৷ কেকেআর অত্যন্ত ধৈর্যশীল ও নিয়ম শৃঙ্খলা পরায়ণ ভাবে নিজেদের বিনিয়োগের সেক্টরগুলিকে বেছে নেয় ৷
কেকেআর নিজেদের মূলধনের পাশাপাশি যারা তাদের ক্ষেত্রে বিনিয়োগ করে তাদের ফান্ডও বুঝে শুনে মার্কেটে ইনভেস্ট করে ৷ স্পনসরদের ফান্ডও তারা বাজার বুঝে বিনিয়োগ করে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Jio, Kkr, Reliance Jio