হোম /খবর /ব্যবসা-বাণিজ্য /
Reliance Jio তে ১১,৩৬৭ কোটি টাকার বিপুল বিনিয়োগ KKR-র

Reliance Jio তে ১১,৩৬৭ কোটি টাকার বিপুল বিনিয়োগ KKR-র , এক মাসে এটা পঞ্চম বিনিয়োগ

৪৯৯ টাকার প্ল্যান: এই প্ল্যানটির বৈধতা ৫৬ দিন। এই ক্রিকেট প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন ১.৫ জিবি ইন্টারনেট ডেটা পাবে। মানে আপনি মোট আপনি মোট ৭৪ জিবি ডেটা ব্যবহারের সুযোগ পাবেন। সেই সঙ্গে থাকছে এক বছরের Disney+ Hotstar এর VIP সাবস্ক্রিপশন

৪৯৯ টাকার প্ল্যান: এই প্ল্যানটির বৈধতা ৫৬ দিন। এই ক্রিকেট প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন ১.৫ জিবি ইন্টারনেট ডেটা পাবে। মানে আপনি মোট আপনি মোট ৭৪ জিবি ডেটা ব্যবহারের সুযোগ পাবেন। সেই সঙ্গে থাকছে এক বছরের Disney+ Hotstar এর VIP সাবস্ক্রিপশন

২.৩২ শতাংশ স্টেক নিল কেকেআর, এক মাসে এটা জিও-র পঞ্চম বড় সাফল্য

  • Last Updated :
  • Share this:

#মুম্বই :  Facebook, Silver Lake Partners, Vista Equity Partners, General Atlantic-র পর এবার KKR৷ লকডাউনের মধ্যেও জিও-তে বিপুল পরিমাণ বিনিয়োগের জন্য একের পর এক এগিয়ে আসছে এই সব সংস্থা ৷ সেই তালিকায় সাম্প্রতিকতম নাম এবার KKR ৷ জিও প্ল্যাটফর্মের ২.৩২%  ইকুয়িটি স্টেক নিয়ে নিল কেকেআর ৷ এটা এশিয়া মার্কেটে তাদের বৃহত্তম বিনিয়োগ ৷

ভারতে ডিজিটাল সোসাইটি বানানোর ক্ষেত্রে এই সমস্ত পৃথিবীর বড় বড় কোম্পানির বিনিয়োগ বড় ভূমিকা নিতে চলেছে ৷ ডিজিটাল ইন্ডিয়ার ইকো সিস্টেম গড়ে তুলবে এই সমস্ত মার্কেট জায়ন্টরা ৷ নেক্সট জেনরেশন সফটওয়্যার প্রডাক্ট ও প্ল্যাটফর্ম বানানোর ক্ষেত্রে জিও-কে আরও বড় মঞ্চে পৌঁছে দিচ্ছে এই বিনিয়োগ ৷

এটা আরও একবার প্রমাণিত করে জিও- তথ্য প্রযুক্তিগত ক্ষমতা এতটাই জোরালো যে কোভিড ১৯ অতিমারির সময়েও একটা সফল ব্যবসায়িক মডেল হিসেবে সামনে উঠে এসেছে ৷ ভারতীয় বাজারকে যে জিও হাতের তালুর মতো চেনে এই ব্যবসায়িক চুক্তি সেই বিষয়টিকে আরও একবার প্রমাণিত করে ৷ কোভিড পরবর্তী সময়ে ডিজিটাইজেশন আরও বাড়বে আর সেক্ষেত্র সমস্ত ভারতীয়র জীবনে এআই, ব্লকচেন, এআর/ভিআর , বড় পরিমাণে ডেটা বিশাল ভূমিকা নিতে চলেছে ৷

বিভিন্ন আলাদা মার্কেটের বড় বড় খেলোয়াড়রা জিও-র সঙ্গে লম্বা সময়ের জন্য গাঁটছড়া বাঁধছে কারণ এই এই প্ল্যাটফর্মে বিভিন্ন আলাদা প্রযুক্তির মেলবন্ধন একই ছাদের তলায় হচ্ছে ৷ সারা পৃথিবীতে এই ধরণের সুযোগ আর কোথাও নেই ৷ এটা গুণগত মান তুলে ধরার ক্ষেত্রে একটি বড় প্রমাণ ৷

কেকেআর সারা পৃথিবীর অন্যতম বড় বিনিয়োগ সংস্থা ৷ তারা বিভিন্ন সেক্টরে কাজ করে ৷ তারমধ্যে রয়েছে প্রাইভেট ইকুয়িটি , এনার্জি, ইনফ্রাস্ট্রাকচার, রিয়েল এস্টেট, ক্রেডিট৷ এর জন্য বিভিন্ন স্ট্র্যাটেজিক পার্টনারদের সঙ্গে কাজ করে তারা ৷ বিভিন্ন আকর্ষণীয় সেক্টরে বিনিয়োগ করে দুর্দান্ত রিটার্নও পায় ৷ কেকেআর অত্যন্ত ধৈর্যশীল ও নিয়ম শৃঙ্খলা পরায়ণ ভাবে নিজেদের বিনিয়োগের সেক্টরগুলিকে বেছে নেয় ৷

কেকেআর নিজেদের মূলধনের পাশাপাশি যারা তাদের ক্ষেত্রে বিনিয়োগ করে তাদের ফান্ডও বুঝে শুনে মার্কেটে ইনভেস্ট করে ৷ স্পনসরদের ফান্ডও তারা বাজার বুঝে বিনিয়োগ করে ৷

Published by:Debalina Datta
First published:

Tags: Jio, Kkr, Reliance Jio