Modi Government: মোদি সরকারের বিরাট পরিকল্পনা! বেঙ্গালুরু থেকে মাইসোর, ৩ ঘণ্টার পথ মাত্র ৭৫ মিনিটেই অতিক্রান্ত!

Last Updated:

Modi Government: বর্তমানে বেঙ্গালুরু থেকে মাইসোর যেতে সময় লাগে ৩ ঘণ্টা। কিন্তু নতুন সড়ক নির্মাণ হয়ে গেলে সেই দূরত্ব কমে যাবে মিনিটে।

প্রতীকী ছবি ৷
প্রতীকী ছবি ৷
#নয়াদিল্লি: বাজপেয়ী জমানায় গড়ে উঠেছিল ‘সোনালি চতুর্ভূজ’। চার মেট্রো শহরের সংযোগ রক্ষাকারী এই জাতীয় সড়ক যোজনা সেই সময় সাড়া ফেলে দিয়েছিল। উপকৃত হয়েছিলেন কয়েক লক্ষ মানুষ। মোদি জমানায় জাতীয় সড়ক নির্মাণে আরও একধাপ এগিয়ে গিয়েছে ভারত। প্রতিদিন তৈরি হচ্ছে ৩৮ কিমি নতুন রাস্তা। আর সেই পথ ধরেই এবার মাত্র ৭৫ মিনিটে পৌঁছে যাওয়া যাবে বেঙ্গালুরু থেকে মাইসোর।
আরও পড়ুন: Girl Child Sold: লক্ষাধিক টাকায় ৭ বার বিক্রি হল ৩ মাসের শিশু কন্যা! চমকপ্রদ ঘটনায় বাবা সহ গ্রেফতার ১১
বর্তমানে বেঙ্গালুরু থেকে মাইসোর যেতে সময় লাগে ৩ ঘণ্টা। কিন্তু নতুন সড়ক নির্মাণ হয়ে গেলে সেই দূরত্ব কমে যাবে মিনিটে। এই প্রসঙ্গে কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নীতিন গড়করি (Nitin Gadkari) বলেছেন, ‘কর্নাটকের বেঙ্গালুরু থেকে মাইসোরের দূরত্ব কমাতে দ্রুত গতিতে কাজ চলছে। জাতীয় সড়কের দৈর্ঘ্য প্রস্থ বাড়ানো হচ্ছে। চলতি বছরের অক্টোবরের মধ্যেই কাজ শেষ হয়ে যাবে। তারপরই মাত্র ৭৫ মিনিটে বেঙ্গালুরু থেকে মাইসোর যেতে পারবেন সাধারণ মানুষ’।
advertisement
আরও পড়ুন:  Amit Shah attacks TMC: 'বিরোধীদের সরিয়ে দিয়ে রাজ্য শাসন করে না বিজেপি', সংসদে তৃণমূলকে তীব্র আক্রমণ শাহের
এই খবর জানিয়ে একটি ট্যুইট করেছেন গড়করি। সেখানে তিনি জানিয়েছেন, কর্নাটকের ২৭৫ নম্বর জাতীয় সড়ককে ১০ লেনের হাইওয়েতে বদলে ফেলা হচ্ছে। ১১৭ কিমি দীর্ঘ বেঙ্গালুরু-নিদাঘাট্টা-মাইসোর অংশের সড়ক চওড়া করার কাজ চলছে। খরচ হচ্ছে ৮,৩৫০ কোটি টাকা। নির্মাণ কাজ প্রায় শেষের দিকে। চলতি বছরের নভেম্বর থেকেই যানবাহন চলাচলের জন্য এই নতুন রাস্তা খুলে দেওয়া হবে। গড়করির কথায়, ‘এতে কর্নাটকের দুটি গুরুত্বপূর্ণ শহরের মধ্যে দূরত্ব কমে যাবে। সংযোগ বাড়বে। ফলে উভয় অঞ্চলের পর্যটন এবং অর্থনীতি নতুন গতি পাবে’।
advertisement
advertisement
আরও পড়ুন: Wind and solar energy production: কোভিড পরবর্তী সময়ে বিশ্বজুড়ে বিদ্যুতের ব্যাপক চাহিদা মিটিয়েছে বায়ু ও সৌরশক্তি
বেঙ্গালুরুতেই রয়েছে দেশের সর্ববৃহৎ আইটি সেক্টর। ফলে এই শহরের গুরুত্ব অপরিসীম। স্বাভাবিকভাবে বেঙ্গালুরুকে কর্নাটকের অর্থনৈতিক রাজধানী হিসেবে গণ্য করা হয়। অন্য দিকে, মাইসোর কর্নাটকের সাংস্কৃতিক কেন্দ্র। এই দুটি গুরুত্বপূর্ণ শহর ছাড়াও মেঙ্গালুরু, কোডাগু এবং কেরলের কিছু অংশকেও বেঙ্গালুরুর সঙ্গে যুক্ত করবে এই জাতীয় সড়ক। এটাকে অ্যাকসেস কন্ট্রোল সুবিধা হিসেবে ডিজাইন করা হয়েছে। সড়কের দু'পাশে রাখা হচ্ছে সার্ভিস রোডের ব্যবস্থা।
advertisement
আরও পড়ুন:  Husband kills pregnant wife: নিজেকে নপুংসক ভাবত স্বামী, স্ত্রী গর্ভবতী হতেই ঘটালো নৃশংস কাণ্ড! তাজ্জব পুলিশ
জাতীয় সড়কের বেঙ্গালুরু-নিদাঘাট্টা-মাইসোর অংশে যানজট কমাতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। নজর দেওয়া হয়েছে দূষণ নিয়ন্ত্রণের দিকেও। এই দুটি জিনিস মাথায় রেখে এখানে তৈরি করা হয়েছে ৮ কিমি দীর্ঘ এলিভেটেড করিডর, ৯টি বড় সেতু, ৪২টি ছোট সেতু, ৬৪টি আন্ডারপাস, ১১টি ওভারপাস, ৪টি আরওবি এবং ৫টি বাইপাস।
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Modi Government: মোদি সরকারের বিরাট পরিকল্পনা! বেঙ্গালুরু থেকে মাইসোর, ৩ ঘণ্টার পথ মাত্র ৭৫ মিনিটেই অতিক্রান্ত!
Next Article
advertisement
Kolkata Waterlogged: ৩৯ বছর পর এক দিনে এতটা বৃষ্টি কলকাতায়, মৃত্যু ১০ জনের ! বুধবার দিনভর আবহাওয়া কেমন থাকবে?
৩৯ বছর পর এক দিনে এতটা বৃষ্টি কলকাতায়, মৃত্যু ১০ জনের ! বুধবার দিনভর আবহাওয়া কেমন থাকবে?
  • ৩৯ বছর পর এক দিনে এতটা বৃষ্টি কলকাতায় !

  • বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ১০ জনের

  • বুধবার দিনভর আবহাওয়া কেমন থাকবে?

VIEW MORE
advertisement
advertisement