Girl Child Sold: লক্ষাধিক টাকায় ৭ বার বিক্রি হল ৩ মাসের শিশু কন্যা! চমকপ্রদ ঘটনায় বাবা সহ গ্রেফতার ১১
- Published by:Madhurima Dutta
- news18 bangla
Last Updated:
Girl Child Sold in Andhra Pradesh: তিন মাস বয়সী ওই শিশুকন্যা অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের কাছে বিক্রি (Girl Child Sold) হতে হতে অবশেষে মায়ের কোল ফিরে পেয়েছে।
#অন্ধ্রপ্রদেশ: বয়স মাত্র ৩ মাস! আর এই তিনমাসেই ৭ বার বিক্রি (Girl Child Sold) করা হল একরত্তি শিশুকন্যাকে। এমনই ভয়ঙ্কর ঘটনা ঘটেছে অন্ধ্রপ্রদেশে। তিন মাস বয়সী ওই শিশুকন্যা অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের কাছে বিক্রি (Girl Child Sold) হতে হতে অবশেষে মায়ের কোল ফিরে পেয়েছে। পশ্চিম গোদাবরী জেলার এক ব্যক্তির কাছ থেকে শিশুটিকে উদ্ধার করেছে পুলিশ এবং তার মায়ের কাছেই ফিরিয়ে দেওয়া হয়েছে তাকে। সংবাদমাধ্যমকে ঘটনাটির বিষয়ে বিশদে জানিয়ে ডেপুটি পুলিশ সুপার, মঙ্গলাগিরি জে রামবাবু জানান, মেদাবালিমি মনোজ গণলাইহপেটের দিনমজুর। তার তিনটি মেয়ে রয়েছে। মদ্যপানে আসক্ত মনোজের পক্ষে তিন কন্যাকে মানুষ করতে পারা অসম্ভব ছিল। তাই সবচেয়ে ছোট শিশুটিকেই বিক্রি (Girl Child Sold) করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।
তেলেঙ্গানার নালগোন্ডা জেলার মেঘাওয়াথ গায়ত্রী নামে এক মহিলার কাছে ৭০,০০০ টাকায় নাগলক্ষ্মীর মাধ্যমে শিশুটিকে বিক্রি করেন তার বাবা। বিষয়টি না জেনেই শিশুটির ঠাকুমা নিখোঁজের অভিযোগ দায়ের করেন। শিশুটিকে খুঁজে বের করতে পুলিশের বিশেষ দলও গঠন করা হয়। পরে পুলিশ জানতে পারে যে গায়ত্রী ওই শিশু কন্যাটিকে নালগোন্ডা জেলার পালকেড গ্রামের লাম্বাডি দেবলা তান্ডার ভুকিয়া নন্দু নামে এক মহিলার কাছে ১,২০,০০০ টাকায় বিক্রি (Girl Child Sold) করেছে।
advertisement
advertisement
শিশুটিকে ওই দামে কিনে ভুকিয়া নন্দু আবার হায়দরাবাদের দিলশুক নগরের এসকে নুরজাহানের কাছে ১,৮০,০০০ টাকায় বিক্রি (Girl Child Sold) করে দেয়। নুরজাহান শিশুটিকে হায়দরাবাদের নারায়ণগুড়ার চিক্কাদপল্লীর বোম্মাদা উম্মাদেবী নামে এক বিবাহিত মহিলার কাছে ১,৯০,০০০ টাকায় বিক্রি করেন।
আবার, বোম্মাদা উমাদেবী শিশুটিকে ২,০০,০০০ টাকায় বিক্রি করেন বিজয়ওয়াড়া বেঞ্জ সার্কেলের পাদালা শ্রাবণীর কাছে। পাদালা শ্রাবণী শিশু কন্যাটিকে গোল্লাপুডির গরিকামুক্কু বিজয়লক্ষ্মীর কাছে ২,২০,০০০ টাকায় বিক্রি করেন। শেষমেশ, শিশুকন্যাটিকে অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী জেলার এলুরুর ভারে রমেশের কাছে ২,৫০,০০০ টাকায় বিক্রি (Girl Child Sold) করা হয়।
advertisement
“প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, শিশু বিক্রির সঙ্গে জড়িত সবাই কোনও সংগঠিত শিশু পাচারচক্রের অংশ ছিল না। তারা কেবল আরও বেশি অর্থ উপার্জনের জন্যই এমনটা করেছিল,” বলেন ডিএসপি রামবাবু।
তিনি আরও জানান, মেয়েটির বাবা সহ ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে IPC-এর ধারা ৩৭২ এবং জুভেনাইল জাস্টিস অ্যাক্ট, ২০১৫-এর অধীনে একটি মামলা দায়ের করা হয়েছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 30, 2022 10:11 PM IST