যেমন রসালো, তেমনই সুস্বাদু, এখন গরমেও পাওয়া যাবে!

Last Updated:

যদি কেউ গ্রীষ্মের মরশুমেও এই জিনিস চাইলে পেয়ে যাবেন কারণ বক্সারের কৃষকরা এখন অসময়েও চাষ শুরু করেছেন।

কলকাতা: সাধারণত শীতের মরশুমেই টম্যাটো চাষ করে থাকেন কৃষকেরা। কিন্তু সাধারণ মানুষের পাতে সারা বছরই টম্যাটোর চাহিদা থাকে। আসলে টম্যাটো খাবারের স্বাদ এবং গন্ধ দুটোই বাড়ায়। এই কারণেই বাজারে অন্য যেকোনও সবজির সঙ্গে টম্যাটোর চাহিদা থাকে- তা সে শীত হোক বা গ্রীষ্ম। এখন অবশ্য সারা বছরই বাজারে টম্যাটো পাওয়া যায়। কিন্তু তা তেমন রসালো হয় না।
যদি কেউ গ্রীষ্মের মরশুমেও স্থানীয় বাজার থেকে টম্যাটো কিনে সাল্যাড খেতে চান, তবে তাও বাজারে পাওয়া যাবে। কারণ বক্সারের কৃষকরা এখন অসময়েও টম্যাটো চাষ শুরু করেছেন।
advertisement
বিহারের বক্সার জেলার ডুমরাঁ ব্লকের নয়া ভোজপুর গ্রামের কৃষক আশুতোষ পান্ডে প্রথমবার তাঁর ক্ষেতে গ্রীষ্মকালীন টম্যাটো চাষ করেছেন। ওই কৃষক জানান, টম্যাটো শীতের ফসল হলেও এখন বিশেষ পদ্ধতিতে তা গরমেও চাষ করা যাচ্ছে। এমনকী প্রচণ্ড দাবদাহ যখন তাপমাত্রার পারদ ৪২ ডিগ্রি ছুঁয়েছে, তখনও ফসলের কোনও ক্ষতি হচ্ছে না। আশুতোষ বলেন, ‘এক একর টম্যাটো চাষে মোট ৫০ হাজার টাকা খরচ হয়। প্রতি কেজি ১০ টাকা দরে পাওয়া গেলে খরচের পাশাপাশি লাভও ভাল হতে পারে।’
advertisement
বক্সারের কৃষক আশুতোষই জানালেন, এই বিশেষ টম্যাটো ফেব্রুয়ারি মাসে লাগানো হয়েছিল, যা জুলাই পর্যন্ত ফল দিয়ে চলেছে। এর বিশেষত্বই হল অধিক তাপমাত্রায় মানিয়ে নেওয়া। শুধু তাই নয় এই টম্যাটো হবে যেমন রসালো, তেমনই সুস্বাদু। অসময়ের ফসল বলে কোনও সমস্যাই নেই।
ফসল ভাল হলে আয় বাড়বে
নয়া ভোজপুর গ্রামের মাঠে প্রথমবারের মতো গরমের টম্যাটো চাষ করেছেন কৃষক। মাঠের টম্যাটো গাছে ফল ধরেছে থোকা থোকা। এতে ফসল ভাল হবে বলেই আশা করছেন কৃষক। তার ফলে আয়ও বাড়বে বলে মনে করছেন তাঁরা। আগামী কয়েক দিনের মধ্যে দেশি টম্যাটো চলে আসবে বাজারে। গরম বাড়ার সঙ্গে সঙ্গে বাজার ভরে যায় চালানি টম্যাটোয়। তাতে দেশি টম্যাটোর মতো রসালো স্বাদ থাকে না।
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
যেমন রসালো, তেমনই সুস্বাদু, এখন গরমেও পাওয়া যাবে!
Next Article
advertisement
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', অসমের জনসভায় বললেন মোদি, তাঁর 'রিমোট কন্ট্রোল' কে? চিনিয়ে দিলেন প্রধানমন্ত্রী!
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', 'রিমোট কন্ট্রোল' কে? অসমের জনসভায় চিনিয়ে দিলেন মোদি
  • অসমের জনসভায় কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী

  • মোদি বলেন, জনগণই তাঁর আসল প্রভু এবং তাঁর ও ‘রিমোট কন্ট্রোল বা নিয়ন্ত্রক’

  • অসমের দরং ও গোলাঘাটে ১৮,৫৩০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন

VIEW MORE
advertisement
advertisement