একাধিক এসআইপি করে আদৌ কোনও লাভ হয়? কী বলছেন বিশেষজ্ঞরা, টাকা ঢালার আগে জেনে নিন

Last Updated:

একাধিক ক্ষেত্রে বিনিয়োগ করাটাই বাস্তবসম্মত। কিন্তু একাধিক এসআইপি কী করা যায়? বিশেষজ্ঞরা বলছেন, একসঙ্গে অনেকগুলো এসআইপি করাই উচিত কিন্তু অবশ্যই নিজের সামর্থ্য বুঝে।

তৃষ্ণার্ত কাকের গল্পটা তো সবাই জানে! জলের নাগাল পেতে কীভাবে কলসিতে একটা একটা নুড়ি ফেলে দিয়েছিল সেই কাকটি। আর্থিক লক্ষ্যে পৌঁছনোর জন্য এসআইপি-র মাধ্যমে ঠিক এই ভাবেই বিনিয়োগ করতে হয়। এক-একটা নুড়ি এ ক্ষেত্রে এক-একটা এসআইপি! একাধিক ক্ষেত্রে বিনিয়োগ করাটাই বাস্তবসম্মত। কিন্তু একাধিক এসআইপি কি করা যায়? বিশেষজ্ঞরা বলছেন, একসঙ্গে অনেকগুলো এসআইপি করাই উচিত কিন্তু অবশ্যই নিজের সামর্থ্য বুঝে।
ভারসাম্য বজায় রাখাই আসল কৌশল:
মাসিক খরচের পর অতিরিক্ত কতটাকা থাকছে তার উপর নির্ভর করে এসআইপি করা হয়। আদতে লক্ষ্যে পৌঁছনোর জন্য কত টাকা প্রয়োজন, সেটা হিসেব করেই এসআইপি করার পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা। ধরা যাক, কেউ ১০টি লক্ষ্যে টাকা জমাচ্ছেন। যেমন - বিবাহ, গাড়ি কেনা, বাড়ি ইত্যাদি। এখন কেউ সব কটার জন্য একটা এসআইপি-তে বিনিয়োগ করা যায়। কিন্তু প্রতি মাসে সেটা মোটা টাকা হয়ে যাবে। তা-হলে একাধিক এসআইপি নিতে হবে। কিন্তু সেটা যেন সামর্থ্যের বাইরে না-চলে যায়, সেটাও খেয়াল রাখতে হবে। তাই দরকার ভারসাম্য এবং সঠিক হিসেব।
advertisement
advertisement
সঠিক সময়:
আদর্শগত ভাবে প্রতিটা লক্ষ্যের জন্য আলাদা এসআইপি থাকা উচিত। এর অর্থ এই নয় যে, একবারে সব এসআইপি শুরু করতে হবে। অল্প বয়স থেকেই অবসর এবং বিবাহের জন্য এসআইপি শুরু করা উচিত। বিয়ের পরে সন্তানের শিক্ষার জন্য, গাড়ি বা বাড়ি কেনার লক্ষ্যে এসআইপি করতে হবে। তাই সঠিক সময়ে সঠিক পরিকল্পনা অনুযায়ী এসআইপি-তে সঠিক পরিমাণ বিনিয়োগ করা উচিত।
advertisement
বৈচিত্রে লক্ষ্য থাক, পরিমাণের দিকে নয়:
একাধিক এসআইপি যদি বৈচিত্র্যময় হয়, তবে তা আরও উপকারী প্রমাণিত হতে পারে। বৈচিত্র্য মানে একই বা অনুরূপ তহবিলে অনেক এসআইপি নয়, বিভিন্ন ধরনের মিউচুয়াল ফান্ডে এসআইপি। যেমন - অবসর গ্রহণের জন্য ইক্যুইটি মিউচুয়াল ফান্ডে এবং একটি গাড়ি কেনার জন্য লিক্যুইড মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের পরামর্শ দেন বিশেষজ্ঞরা। আর একটা জিনিস মাথায় রাখতে হবে যে, বিনিয়োগে ওভারল্যাপিং নয়। একটি মিউচুয়াল ফান্ডে ৬০-৭০টি স্টক থাকে। সুতরাং কেউ যদি চার বা পাঁচটি ইক্যুইটি-লিঙ্কড মিউচুয়াল ফান্ড কেনেন, তাহলে তিনি একটি মিউচুয়াল ফান্ডেই একাধিক বার বিনিয়োগ করলেন। এতে বৈচিত্র্য নষ্ট হয়।
advertisement
পরিশেষে:
খুব কম কখনওই ভাল নয়। খুব বেশি আবার একটু বিপজ্জনকই বটে। ভারসাম্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবার আগে প্রয়োজনীয়তাগুলো বুঝতে হবে। সেই অনুযায়ী ঠিক করতে হবে এসআইপি-র বিনিয়োগ কৌশল।
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
একাধিক এসআইপি করে আদৌ কোনও লাভ হয়? কী বলছেন বিশেষজ্ঞরা, টাকা ঢালার আগে জেনে নিন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement