বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা, আপনার স্বাস্থ্য বিমায় কি এই রোগের কভার রয়েছে?

Last Updated:

ডেঙ্গু রোগের জন্য একটি স্বাস্থ্য বিমা থাকা খুব গুরুত্বপূর্ণ। বিমা থাকলে কম খরচেই রোগ সারানো সম্ভব হবে।

#কলকাতা: দেশ জুড়ে আবার ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সম্প্রতির অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে মশার সংখ্যা বেড়েছে, যার ফলে এই রোগও বাড়ছে। ডেঙ্গুর ক্ষেত্রে সবসময় হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন হয় না, তবে সকল রোগীকে আবার বাড়িতে রেখেও সারানো যায় না। অনেক সময় ডেঙ্গু ভয়াবহ আকার ধারণ করলে রোগীকে হাসপাতালে ভর্তি করতে হয়। হাসপাতালে ভর্তি হলেই ডাক্তার লম্বা মেডিকেল বিল হাতে ধরিয়ে দেয়। রোগীর রক্তের প্লেটলেট সঠিক মাত্রায় না আসা পর্যন্ত চিকিৎসা চলতে থাকে।
এই কারণেই ডেঙ্গু রোগের জন্য একটি স্বাস্থ্য বিমা থাকা খুব গুরুত্বপূর্ণ। বিমা থাকলে কম খরচেই রোগ সারানো সম্ভব হবে। প্রায় বেশিরভাগ বিমা কোম্পানি তাদের পলিসিতে ডেঙ্গু রোগের কভার দেয়। কিছু এমন কোম্পানি থাকে যাদের বিমায় এই রোগ অন্তর্ভুক্ত থাকে না। এই কারণে যে কোনও পলিসি নেওয়ার সময় তাতে কী কী রোগের কভার রয়েছে তা পরীক্ষা করে নেওয়া উচিত।
advertisement
advertisement
ডেঙ্গু স্পেশাল পলিসি
বিভিন্ন ইনস্যুরেন্স কোম্পানি শুধুমাত্র ডেঙ্গুর জন্য বিশেষ বিমা পলিসি প্রদান করে। এই বিমাগুলির ক্ষেত্রে গ্রাহককে খুম পরিমাণ প্রিমিয়াম দিতে হয় এবং ডেঙ্গু, চিকুনগুনিয়া এবং ম্যালেরিয়ার চিকিৎসা খরচ পাওয়া যায়। রিলায়েন্স জেনারেল ইনস্যুরেন্স, অ্যাপোলো মিউনিখ হেলথ ইনস্যুরেন্স, আইসিআইসিআই লম্বার্ড, আদিত্য বিড়লা এবং বাজাজ অ্যালিয়ানজ-এর মতো কোম্পানিগুলি ডেঙ্গুর জন্য বিশেষ বিমা পলিসি চালু করেছে। এই বিমার অধীনে গ্রাহক এক লক্ষ টাকা থেকে শুরু করে ১০ লক্ষ টাকা পর্যন্ত কভার পাবেন। এছাড়া, শুধুমাত্র হাসপাতালে ভর্তি হলেই ২০ হাজার টাকা ক্লেম করা যাবে। এছাড়া, একই ভাবে অ্যাপোলো মিউনিখ হেলথ ইনস্যুরেন্স কোম্পানিও ডেঙ্গুর জন্য বিশেষ পলিসির সুবিধা প্রদান করে।
advertisement
বিমা নেওয়া সময় কী কী বিষয় মাথায় রাখা উচিত?
যখনই কোনও গ্রাহক ডেঙ্গুর জন্য বিমা পলিসি কোর্টে যাবেন তখন তাঁর ভাল ভাবে যাচাই করে নেওয়া উচিত চিকিৎসা খরচ হিসেবে কী কী কভার করা হবে। বেশিরভাগ কোম্পানি একই প্রিমিয়ামে একাধিক সুবিধা প্রদান করে থাকে। এই কারণে এমন পলিসি বেছে নেওয়া উচিত যেখানে বেশি বেশি রোগের চিকিৎসা হয়। এছাড়া, বিমা নেওয়ার আগে ওয়েটিং পিরিয়ড, সাম অ্যাসিওরড এবং নেটওয়ার্ক হাসপাতাল ও কোম্পানির শর্তাবলী সম্পর্কে ভাল ভাবে জেনে নেওয়া উচিত।
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা, আপনার স্বাস্থ্য বিমায় কি এই রোগের কভার রয়েছে?
Next Article
advertisement
OPPO India নিয়ে এল F31 5G Series, যেমন টেকসই, তেমনই মসৃণ, শক্তিশালী পারফরম্যান্স ! ফিচার দেখে নিন বিশদে
OPPO India নিয়ে এল F31 5G Series, যেমন টেকসই, তেমনই মসৃণ, শক্তিশালী পারফরম্যান্স !
  • OPPO India নিয়ে এল F31 5G Series

  • যেমন টেকসই, তেমনই মসৃণ

  • ফোনের ফিচার দেখে নিন বিশদে

VIEW MORE
advertisement
advertisement