Petrol Diesel Prices: পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি, দেখে নিন কোথায় সস্তা হল আর কোথায় বাড়ল দাম
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
দেখে নিন বিভিন্ন শহরে পেট্রোল ও ডিজেলের লেটেস্ট দাম-
পেট্রোল ও ডিজেলের দামে লাগাতার ওঠা-নামা লেগেই রয়েছে ৷ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী ৷ শুক্রবার ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে প্রতি ব্যারেলে ৯৪.৪০ ডলার হয়েছে ৷ অন্যদিকে, WTI এর দাম ৮৮.৮৭ ডলার প্রতি ব্যারেল হয়েছে ৷ এরই মধ্যে দেশের সরকারি তেল সংস্থাগুলি পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি করে দিয়েছে শুক্রবারের জন্য ৷ এদিন বেশ কিছু রাজ্যে দাম বেড়েছে তেলের ৷ তবে একটা ভাল বিষয় হল এদিনও দেশের চার মহানগর দিল্লি, কলকাতা, মুম্বই ও চেন্নাইয়ে অপরিবর্তিত রাখা হয়েছে তেলের দাম ৷
advertisement
এদিন বিহারে পেট্রোলের দাম ৫১ পয়সা বেড়ে প্রতি লিটারে ১০৯.৬৬ টাকা হয়েছে প্রতি লিটার ৷ ডিজেল ৪৮ পয়সা বেড়ে হয়েছে ৯৬.২৮ টাকা ৷ পঞ্জাবে ২১ পয়সা দাম বেড়ে পেট্রোলের দাম প্রতি লিটারে ৯৬.৮৯ টাকা হয়েছে এবং ডিজেল ২১ পয়সা বেড়ে হয়েছে ৮৭.২৪ টাকা ৷ অন্যদিকে, হিমাচল প্রদেশ, জম্মু-কাশ্মীর, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ ও রাজস্থানে পেট্রোল ও ডিজেলের দাম ১ টাকা পর্যন্ত কমেছে ৷
advertisement
advertisement
advertisement