#কলকাতা: বাণিজ্যের দুনিয়ায় নিরবচ্ছিন্ন সাফল্য বলে আদতে কিছু হয় না। বিশেষজ্ঞরা বলছেন, সেই কথাটা ফের প্রমাণ হয়ে গেল ডিজনি+ হটস্টারের (Disney+ Hotstar) হাত থেকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (Indian Premiere League), সংক্ষেপে আইপিএল-এর (IPL) ডিজিটাল স্বত্ব ফসকে যাওয়ায় ৷
আইপিএল-এর ডিজিটাল স্বত্ব নিয়ে নতুন চুক্তি কী বলছে?
আইপিএল-এর ডিজিটাল স্বত্ব এবার এসেছে ভায়াকম১৮-এর (Viacom18) হাতে। বিগত পাঁচ বছর ধরে একচেটিয়া ভাবে আইপিএল-এর ডিজিটাল স্বত্বের দখলদারি ছিল ডিজনি+হটস্টারের কাছে। তার জন্য তাদের খরচ করতে হত ১৬,৩৪৭ কোটি টাকা। এবার সেই বিজনেস ডিল চলে গিয়েছে ভায়াকম১৮-এর আনুকূল্যে, আইপিএল-এর ডিজিটাল স্বত্ব তারা কিনেছে ২০২৩ সাল থেকে ২০২৭ সালের মেয়াদের সাপেক্ষে ২৩,৭৫৮ কোটি টাকায়।
আরও পড়ুন- ডিজিটাল প্ল্যাটফর্মে বিরাট বিনিয়োগ ! বড় জয় ভায়াকম ১৮-এর
আইপিএল-এর ডিজিটাল স্বত্ব হাতছাড়া হওয়ায় ডিজনি+ হটস্টারকে ঠিক কতটা ভুগতে হবে?
যা দেখা যাচ্ছে, আইপিএল-এর খেলাই ছিল ডিজনি+ হটস্টারের স্ট্রিমিং ট্রাফিকের তুরুপের তাস! চ্যানেলের রেভেনিউ ওয়াল্ট ডিজনির অ্যানিমেশন ছবিগুলো থেকেও আসত না, খুব একটা বড়সড় সাফল্যের মুখ দেখায়নি স্টারের ধারাবাহিকগুলোও।
হিসেব বলছে, ডিজনি+-এর সারা বিশ্বে সাবস্ক্রাইবারের সংখ্যা ১৩৭.৭ মিলিয়ন। এর মধ্যে ২ এপ্রিল, ২০২২-এ শুধু ভারত থেকে আইপিএল-এর সৌজন্যে সাবস্ক্রাইবার যোগ হয়েছে ৫০.১ মিলিয়ন। শুধুমাত্র আইপিএল-এর জন্যই অ্যাপ ডাউনলোড বেড়া ডিঙিয়েছে ৫০০ মিলিয়নেরও বেশি। বিশেষ কোনও খেলার দিনে হিসেব অনুযায়ী প্রায় ১০.৩ মিলিয়ন ভিউয়ারশিপ জুটত ডিজনি+ হটস্টারের। ২০১৯ সালের আইপিএল ফাইালের দিন এই সংখ্যাটাই এক লাফে পৌঁছে গিয়েছিল ১৮.৬ মিলিয়নে- একদিনে এত ভিউয়ারশিপ সম্ভবত আর কোনও স্ট্রিমিং প্ল্যাটফর্মের নেই। আর রেভেনিউ? ১১ বিলিয়ন অ্যাড রেভেনিউ (১৫০ মিলিয়ন/ম্যাচ) এবং ১২ বিলিয়ন সাবস্ক্রিপশন রেভেনিউ (১৬০ মিলিয়ন/ম্যাচ)- শুধু ২০২২ সালের আইপিএল-এর নিরিখে।
প্রতিযোগিতার বাজারে টিকে থাকা কতটা সম্ভব হবে?
হিসেব অনুযায়ী, ডিজনি+ হটস্টারের সাবস্ক্রাইবারের সংখ্যা আইপিএল-এর সূত্রে এতদিন ছিল ৪৬ মিলিয়ন। প্রতিযোগীদের মধ্যে অ্যামাজন প্রাইম ভিডিও (Amazon Prime Video) অতিকষ্টে পৌঁছতে পেরেছিল ২২ মিলিয়নে, নেটফ্লিক্সের (Netflix) অবস্থা আরও খারাপ- মাত্র ৫.৫ মিলিয়ন! বলাই বাহুল্য, এবার এই সাবস্ক্রিপশনের হার অনেকটাই নেমে আসবে ডিজনি+ হটস্টারের। চ্যানেল বলছে, তা ধরে রাখার জন্য অরিজিনাল কনটেন্টে জোর দেওয়া হবে, বিশেষ করে ভারতীয় বাজার ধরে রাখার জন্য তারা চেষ্টা চালাবে।
দেখা যাক, শেষ পর্যন্ত কী হয়!
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।