IPL Digital Rights: আইপিএল-এর ডিজিটাল স্বত্ব এখন Viacom18-এর হাতে, লোকসান কি পোষাতে পারবে ডিজনি+হটস্টার?

Last Updated:

হিসেব অনুযায়ী, ডিজনি+ হটস্টারের সাবস্ক্রাইবারের সংখ্যা আইপিএল-এর সূত্রে এতদিন ছিল ৪৬ মিলিয়ন।

#কলকাতা: বাণিজ্যের দুনিয়ায় নিরবচ্ছিন্ন সাফল্য বলে আদতে কিছু হয় না। বিশেষজ্ঞরা বলছেন, সেই কথাটা ফের প্রমাণ হয়ে গেল ডিজনি+ হটস্টারের (Disney+ Hotstar) হাত থেকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (Indian Premiere League), সংক্ষেপে আইপিএল-এর (IPL) ডিজিটাল স্বত্ব ফসকে যাওয়ায় ৷
আইপিএল-এর ডিজিটাল স্বত্ব নিয়ে নতুন চুক্তি কী বলছে?
আইপিএল-এর ডিজিটাল স্বত্ব এবার এসেছে ভায়াকম১৮-এর (Viacom18) হাতে। বিগত পাঁচ বছর ধরে একচেটিয়া ভাবে আইপিএল-এর ডিজিটাল স্বত্বের দখলদারি ছিল ডিজনি+হটস্টারের কাছে। তার জন্য তাদের খরচ করতে হত ১৬,৩৪৭ কোটি টাকা। এবার সেই বিজনেস ডিল চলে গিয়েছে ভায়াকম১৮-এর আনুকূল্যে, আইপিএল-এর ডিজিটাল স্বত্ব তারা কিনেছে ২০২৩ সাল থেকে ২০২৭ সালের মেয়াদের সাপেক্ষে ২৩,৭৫৮ কোটি টাকায়।
advertisement
advertisement
আইপিএল-এর ডিজিটাল স্বত্ব হাতছাড়া হওয়ায় ডিজনি+ হটস্টারকে ঠিক কতটা ভুগতে হবে?
যা দেখা যাচ্ছে, আইপিএল-এর খেলাই ছিল ডিজনি+ হটস্টারের স্ট্রিমিং ট্রাফিকের তুরুপের তাস! চ্যানেলের রেভেনিউ ওয়াল্ট ডিজনির অ্যানিমেশন ছবিগুলো থেকেও আসত না, খুব একটা বড়সড় সাফল্যের মুখ দেখায়নি স্টারের ধারাবাহিকগুলোও।
advertisement
হিসেব বলছে, ডিজনি+-এর সারা বিশ্বে সাবস্ক্রাইবারের সংখ্যা ১৩৭.৭ মিলিয়ন। এর মধ্যে ২ এপ্রিল, ২০২২-এ শুধু ভারত থেকে আইপিএল-এর সৌজন্যে সাবস্ক্রাইবার যোগ হয়েছে ৫০.১ মিলিয়ন। শুধুমাত্র আইপিএল-এর জন্যই অ্যাপ ডাউনলোড বেড়া ডিঙিয়েছে ৫০০ মিলিয়নেরও বেশি। বিশেষ কোনও খেলার দিনে হিসেব অনুযায়ী প্রায় ১০.৩ মিলিয়ন ভিউয়ারশিপ জুটত ডিজনি+ হটস্টারের। ২০১৯ সালের আইপিএল ফাইালের দিন এই সংখ্যাটাই এক লাফে পৌঁছে গিয়েছিল ১৮.৬ মিলিয়নে- একদিনে এত ভিউয়ারশিপ সম্ভবত আর কোনও স্ট্রিমিং প্ল্যাটফর্মের নেই।
advertisement
আর রেভেনিউ? ১১ বিলিয়ন অ্যাড রেভেনিউ (১৫০ মিলিয়ন/ম্যাচ) এবং ১২ বিলিয়ন সাবস্ক্রিপশন রেভেনিউ (১৬০ মিলিয়ন/ম্যাচ)- শুধু ২০২২ সালের আইপিএল-এর নিরিখে।
প্রতিযোগিতার বাজারে টিকে থাকা কতটা সম্ভব হবে?
হিসেব অনুযায়ী, ডিজনি+ হটস্টারের সাবস্ক্রাইবারের সংখ্যা আইপিএল-এর সূত্রে এতদিন ছিল ৪৬ মিলিয়ন। প্রতিযোগীদের মধ্যে অ্যামাজন প্রাইম ভিডিও (Amazon Prime Video) অতিকষ্টে পৌঁছতে পেরেছিল ২২ মিলিয়নে, নেটফ্লিক্সের (Netflix) অবস্থা আরও খারাপ- মাত্র ৫.৫ মিলিয়ন! বলাই বাহুল্য, এবার এই সাবস্ক্রিপশনের হার অনেকটাই নেমে আসবে ডিজনি+ হটস্টারের। চ্যানেল বলছে, তা ধরে রাখার জন্য অরিজিনাল কনটেন্টে জোর দেওয়া হবে, বিশেষ করে ভারতীয় বাজার ধরে রাখার জন্য তারা চেষ্টা চালাবে।
advertisement
দেখা যাক, শেষ পর্যন্ত কী হয়!
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
IPL Digital Rights: আইপিএল-এর ডিজিটাল স্বত্ব এখন Viacom18-এর হাতে, লোকসান কি পোষাতে পারবে ডিজনি+হটস্টার?
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement