IPL Digital Rights: আইপিএল-এর ডিজিটাল স্বত্ব এখন Viacom18-এর হাতে, লোকসান কি পোষাতে পারবে ডিজনি+হটস্টার?

Last Updated:

হিসেব অনুযায়ী, ডিজনি+ হটস্টারের সাবস্ক্রাইবারের সংখ্যা আইপিএল-এর সূত্রে এতদিন ছিল ৪৬ মিলিয়ন।

#কলকাতা: বাণিজ্যের দুনিয়ায় নিরবচ্ছিন্ন সাফল্য বলে আদতে কিছু হয় না। বিশেষজ্ঞরা বলছেন, সেই কথাটা ফের প্রমাণ হয়ে গেল ডিজনি+ হটস্টারের (Disney+ Hotstar) হাত থেকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (Indian Premiere League), সংক্ষেপে আইপিএল-এর (IPL) ডিজিটাল স্বত্ব ফসকে যাওয়ায় ৷
আইপিএল-এর ডিজিটাল স্বত্ব নিয়ে নতুন চুক্তি কী বলছে?
আইপিএল-এর ডিজিটাল স্বত্ব এবার এসেছে ভায়াকম১৮-এর (Viacom18) হাতে। বিগত পাঁচ বছর ধরে একচেটিয়া ভাবে আইপিএল-এর ডিজিটাল স্বত্বের দখলদারি ছিল ডিজনি+হটস্টারের কাছে। তার জন্য তাদের খরচ করতে হত ১৬,৩৪৭ কোটি টাকা। এবার সেই বিজনেস ডিল চলে গিয়েছে ভায়াকম১৮-এর আনুকূল্যে, আইপিএল-এর ডিজিটাল স্বত্ব তারা কিনেছে ২০২৩ সাল থেকে ২০২৭ সালের মেয়াদের সাপেক্ষে ২৩,৭৫৮ কোটি টাকায়।
advertisement
advertisement
আইপিএল-এর ডিজিটাল স্বত্ব হাতছাড়া হওয়ায় ডিজনি+ হটস্টারকে ঠিক কতটা ভুগতে হবে?
যা দেখা যাচ্ছে, আইপিএল-এর খেলাই ছিল ডিজনি+ হটস্টারের স্ট্রিমিং ট্রাফিকের তুরুপের তাস! চ্যানেলের রেভেনিউ ওয়াল্ট ডিজনির অ্যানিমেশন ছবিগুলো থেকেও আসত না, খুব একটা বড়সড় সাফল্যের মুখ দেখায়নি স্টারের ধারাবাহিকগুলোও।
advertisement
হিসেব বলছে, ডিজনি+-এর সারা বিশ্বে সাবস্ক্রাইবারের সংখ্যা ১৩৭.৭ মিলিয়ন। এর মধ্যে ২ এপ্রিল, ২০২২-এ শুধু ভারত থেকে আইপিএল-এর সৌজন্যে সাবস্ক্রাইবার যোগ হয়েছে ৫০.১ মিলিয়ন। শুধুমাত্র আইপিএল-এর জন্যই অ্যাপ ডাউনলোড বেড়া ডিঙিয়েছে ৫০০ মিলিয়নেরও বেশি। বিশেষ কোনও খেলার দিনে হিসেব অনুযায়ী প্রায় ১০.৩ মিলিয়ন ভিউয়ারশিপ জুটত ডিজনি+ হটস্টারের। ২০১৯ সালের আইপিএল ফাইালের দিন এই সংখ্যাটাই এক লাফে পৌঁছে গিয়েছিল ১৮.৬ মিলিয়নে- একদিনে এত ভিউয়ারশিপ সম্ভবত আর কোনও স্ট্রিমিং প্ল্যাটফর্মের নেই।
advertisement
আর রেভেনিউ? ১১ বিলিয়ন অ্যাড রেভেনিউ (১৫০ মিলিয়ন/ম্যাচ) এবং ১২ বিলিয়ন সাবস্ক্রিপশন রেভেনিউ (১৬০ মিলিয়ন/ম্যাচ)- শুধু ২০২২ সালের আইপিএল-এর নিরিখে।
প্রতিযোগিতার বাজারে টিকে থাকা কতটা সম্ভব হবে?
হিসেব অনুযায়ী, ডিজনি+ হটস্টারের সাবস্ক্রাইবারের সংখ্যা আইপিএল-এর সূত্রে এতদিন ছিল ৪৬ মিলিয়ন। প্রতিযোগীদের মধ্যে অ্যামাজন প্রাইম ভিডিও (Amazon Prime Video) অতিকষ্টে পৌঁছতে পেরেছিল ২২ মিলিয়নে, নেটফ্লিক্সের (Netflix) অবস্থা আরও খারাপ- মাত্র ৫.৫ মিলিয়ন! বলাই বাহুল্য, এবার এই সাবস্ক্রিপশনের হার অনেকটাই নেমে আসবে ডিজনি+ হটস্টারের। চ্যানেল বলছে, তা ধরে রাখার জন্য অরিজিনাল কনটেন্টে জোর দেওয়া হবে, বিশেষ করে ভারতীয় বাজার ধরে রাখার জন্য তারা চেষ্টা চালাবে।
advertisement
দেখা যাক, শেষ পর্যন্ত কী হয়!
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
IPL Digital Rights: আইপিএল-এর ডিজিটাল স্বত্ব এখন Viacom18-এর হাতে, লোকসান কি পোষাতে পারবে ডিজনি+হটস্টার?
Next Article
advertisement
Durga Puja 2025: দুর্গা পুজোর ভিড়ে নজরদারি করতে শিয়ালদহ ডিভিশনে চালু ওয়ার রুম!
দুর্গা পুজোর ভিড়ে নজরদারি করতে শিয়ালদহ ডিভিশনে চালু ওয়ার রুম!
  • দূর্গাপুজো উপলক্ষে যাত্রীদের ব্যাপক ভিড়ের ঠিক আগে যাত্রী সুরক্ষা ও নিরাপত্তা আরও শক্তিশালী করার লক্ষ্যে শিয়ালদহ বিভাগ এই বিশেষ ‘ওয়ার রুম’-এর প্রাথমিক ধাপ সফলভাবে চালু করেছে। এই পদক্ষেপ শিয়ালদহ বিভাগের দৃঢ় প্রতিশ্রুতি প্রকাশ করছে যাতে উৎসবের সময় প্রতিটি যাত্রীর যাত্রা হয় সুরক্ষিত ও নির্বিঘ্ন।

VIEW MORE
advertisement
advertisement