এশিয়ান পেইন্টস স্টক বিনিয়োগকারীদের কোটিপতি করেছে, হিসেবটা ভাল করে বুঝে নিন

Last Updated:

Asian Paints Stock: ১৯৯৯ সাল থেকে এখনও পর্যন্ত এশিয়ান পেইন্টস তাদের বিনিয়োগকারীদের সম্পত্তি প্রায় ২৯০ গুণ বাড়িয়ে তুলেছে।

শেয়ার বাজারে চড়াই-উতরাই লেগে থাকলেও মোটা টাকা রিটার্ন পাওয়ার জন্য এখনও এটাই হল সব থেকে ভাল মাধ্যম। এর জন্য অনেক বিনিয়োগকারীদের বিনিয়োগ করার প্রথম পছন্দ হল শেয়ার বাজার।
বর্তমানে এমন বেশ কিছু শেয়ার রয়েছে, যা মাল্টিব্যাগার শেয়ারে (Multibagger Stock) পরিণত হয়েছে। বর্তমানে তেমনই একটি মাল্টিব্যাগার শেয়ার হল এশিয়ান পেইন্টস (Asian Paints) লিমিটেডের শেয়ার। বর্তমানে এর মার্কেট ভ্যালু হল ৩.২৮ লাখ কোটি টাকা।
এটি ভারতের সবথেকে বড় এবং এশিয়ার চতুর্থ বৃহৎ পেইন্ট কোম্পানি। এই কোম্পানির শেয়ার তাদের বিনিয়োগকারীদের কোটিপতি বানিয়েছে। ১৯৯৯ সাল থেকে এখনও পর্যন্ত এশিয়ান পেইন্টস তাদের বিনিয়োগকারীদের সম্পত্তি প্রায় ২৯০ গুণ বাড়িয়ে তুলেছে।
advertisement
advertisement
এশিয়ান পেইন্টসের শেয়ার ১৩ সেপ্টেম্বর এনএসই-তে (NSE) ১.৩৬ শতাংশ বেড়ে ৪৩৬৪.০০ টাকা হয়েছে। ২৩ বছর আগে ১৯৯৯ সালের ১ জানুয়ারি এনএসই-তে প্রথম এশিয়ান পেইন্টসের ব্যবসা শুরু হয়। তখন এশিয়ান পেইন্টসের শেয়ার দর ছিল ১১.৮৮ টাকা। সুতরাং এশিয়ান পেইন্টসের শেয়ারের দাম ২৮৭২১.৫৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
advertisement
৩৫,০০০ টাকা হয়েছে ১ কোটি টাকা -
কোনও বিনিয়োগকারী যদি এশিয়ান পেইন্টসের শেয়ারে ২৩ বছর আগে ১৯৯৯ সালের ১১ জানুয়ারি ১ লাখ টাকা বিনিয়োগ করে থাকেন, তাহলে সেই টাকা ২৮৭২১.৫৫ শতাংশ বেড়ে ২.৮৮ কোটি টাকায় পৌঁছে গিয়েছে।
একই ভাবে কোনও বিনিয়োগকারী যদি ১৯৯৯ সালের ১ জানুয়ারি এশিয়ান পেইন্টসের শেয়ারে ৩৫,০০০ টাকা বিনিয়োগ করে থাকেন, তাহলে সেই টাকা বেড়ে এখন ১ কোটি টাকায় পৌঁছে গিয়েছে।
advertisement
বিগত ৫ বছরে ১৭৪.৯১% রিটার্ন -
বিগত এক মাসে এশিয়ান পেইন্টসের শেয়ারে ২.২০ শতাংশ পতন হয়েছে। বিগত ৬ মাসে এই শেয়ারের দাম ১.৮৩ শতাংশ বেড়েছে। কিন্তু বিগত পাঁচ বছরে এই শেয়ার বিনিয়োগকারীদের ১৭৪.৯১ শতাংশ মাল্টিব্যাগার রিটার্ন দিয়েছে। অর্থাৎ কোনও বিনিয়োগকারী যদি ৫ বছর আগে এশিয়ান পেইন্টসের শেয়ারে ১ লাখ টাকা বিনিয়োগ করে থাকেন, তাহলে সেই এক লাখ টাকার ভ্যালু এখন ২.৭৪ লাখ টাকা হয়ে গিয়েছে।
advertisement
কোম্পানির আর্থিক পরিস্থিতি -
২০২২ এর জুন মাসে এশিয়ান পেইন্টসের মুনাফা ১০.৪ শতাংশ বেড়ে ১০৩৬ কোটি টাকা হয়েছে। বিগত বছরের এই সময় এই মুনাফার পরিমাণ ছিল ৫৭৪.৩০ কোটি টাকা।
অন্য দিকে, কোম্পানির কনসলিডেটেড আয় জুন ত্রৈমাসিকে ৫৪ শতাংশ বেড়ে ৮৬০৭ কোটি টাকা হয়েছে। বিগত বছরে এই সময়ে এর পরিমাণ ছিল ৫৫৮৫.৩৬ কোটি টাকা।
advertisement
আরও পড়ুন- চাহিদা রয়েছে তুঙ্গে, এই ব্যবসা শুরু করে আপনিও আয় করতে পারবেন লক্ষ লক্ষ টাকা
অপারেটিং ফ্রন্টের বার্ষিক আধারে আর্থিক বছর ২০২৩-এ কোম্পানির EBITDA ৮৮.৬৫ শতাংশ বেড়ে ৯১৩.৫৬ কোটি টাকা হয়েছে। কোম্পানির মার্জিন বিগত আর্থিক বছরের তুলনায় ১৯৪ বিপিএস বেড়ে ১০.৬১ শতাংশ হয়েছে।
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
এশিয়ান পেইন্টস স্টক বিনিয়োগকারীদের কোটিপতি করেছে, হিসেবটা ভাল করে বুঝে নিন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement