প্রেশার কুকার প্রস্তুতকারক এই সংস্থা ফিক্সড ডিপোজিটে দিচ্ছে ব্যাঙ্কের থেকে বেশি সুদ
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
অনেকেই জানেন না যে ব্যাঙ্ক ছাড়াও একাধিক সংস্থা রয়েছে যারা এফডি- করার সুবিধা দিয়ে থাকে ৷
বিনিয়োগের জন্য ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটকে সবচেয়ে ভরসা যোগ্য হিসেবে মনে করেন সাধারণ মানুষ ৷ অনেকেই জানেন না যে ব্যাঙ্ক ছাড়াও একাধিক সংস্থা রয়েছে যারা এফডি- করার সুবিধা দিয়ে থাকে ৷ প্রেশার কুকার প্রস্তুককারক এই সংস্থা তিন বছরের জন্য এফডি করার সুবিধা দেয় ৷ দীর্ঘ সময়ের জন্য এফডি নেই এই সংস্থা ৷ বরং কম সময়ে বেশি রিটার্নের প্রস্তুতি দিয়ে থাকে সংস্থা ৷
advertisement
advertisement
advertisement
হকিংস কুকার তাদের এফডি রেটস লাগাতার কম করেছে ৷ ২০২০ সালে ৩ বছরের এফডি-তে সংস্থা ১০ শতাংশ সুদ দিচ্ছিল যা ২০২১ বছরে ৯ শতাংশ হয় এবং ২০২২ সালে তা কমে ৮ শতাংশ হয়ে গিয়েছে ৷ আরবিআই-এর তরফে জারি রেপো রেট বৃদ্ধি করার পরও হকিংস প্রেশার কুকার এফডি-র রেটে কোনও বদল করেনি ৷ অন্যান্য একাধিক ব্যাঙ্ক এফডি-র রেট বৃদ্ধি করলেও হকিংস কুকার এখনও এফডি-তে ব্যাঙ্কের থেকে বেশি সুদ দিচ্ছে ৷