সারা বছরই চাহিদা রয়েছে তুঙ্গে, এই ব্যবসা শুরু করে আপনিও আয় করতে পারবেন লক্ষ লক্ষ টাকা
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
এক নজরে দেখে নেওয়া যাক আদা চাষ করে মোটা টাকা উপার্জন করার উপায়।
#কলকাতা: বর্তমানে সকলেই চান মোটা টাকা আয় করতে। যাঁরা ব্যবসার মাধ্যমে ভাল টাকা আয় করতে চান, তাঁদের জন্য একটি দারুন পথ খোলা রয়েছে। এই ব্যবসার মাধ্যমে ঘরে বসে মোটা টাকা উপার্জন করা সম্ভব। এর জন্য বাজারে বা অন্য কোথাও ঘোরার প্রয়োজন নেই। এটি এমন একটি জিনিস যার চাহিদা সব সময় থাকে। ভারত হল একটি কৃষিপ্রধান দেশ। এখনও ভারতের প্রায় ৫৮ শতাংশ মানুষ জীবিকা নির্বাহ করেন কৃষিকাজ করে।
বর্তমানে অনেক শিক্ষিত মানুষেরাও চাষাবাদ করে লাখ টাকা উপার্জন করছেন। এখন কৃষিকাজ করার জন্য সরকারের তরফেও বিভিন্ন ধরনের সাহায্য এবং সহযোগিতা করা হয়। বর্তমানে আদার চাষ (Ginger Cultivating) করে মোটা টাকা আয় করা সম্ভব। এক নজরে দেখে নেওয়া যাক আদা চাষ করে মোটা টাকা উপার্জন করার উপায়।
advertisement
advertisement
চাহিদা থাকে সারা বছর-
বিভিন্ন ধরনের মশলা, ওষুধ এবং প্রসাধনী দ্রব্যে আদার ব্যবহার করা হয়। প্রাচীনকাল থেকেই এই ধরনের জিনিসে আদার (Ginger) ব্যবহার করা হচ্ছে। এছাড়াও বিভিন্ন ধরনের সবজি, চা এবং আচারে আদার ব্যবহার করা হয়। এর জন্য সবসময়ই বাজারে আদার চাহিদা রয়েছে। বছরের প্রায় প্রতিটি সময়ই আদার চাহিদা থাকে। এই আদা চাষ করার জন্য কেন্দ্র সরকারের তরফে বিভিন্ন ধরনের সাহায্য পাওয়া যায়।
advertisement
আদার চাষ -
আদার চাষ করার জন্য গরম এবং আর্দ্রতা যুক্ত জায়গার প্রয়োজন হয়। আদার চাষ বর্ষার জলের ওপর নির্ভর করে। খালি জমি ছাড়াও অন্যান্য ফসল যুক্ত জমিতে আদার চাষ করা সম্ভব। এক হেক্টর জমিতে আদার চাষ করার জন্য দুই থেকে তিন কুইন্টাল বীজের প্রয়োজন হয়। আদা চাষের সময় মনে রাখা প্রয়োজন, যে জমিতে জল জমে সেই জমিতে আদার চাষ করা উচিত নয়।
advertisement
আদার চাষের উপায় -
আদা চাষ করার সময় মনে রাখা প্রয়োজন যে, এদের বীজের মধ্যেকার দূরত্ব ৩০ থেকে ৪০ সেন্টিমিটার হওয়া প্রয়োজন। এছাড়া গাছের দূরত্ব ২৫ সেন্টিমিটার হওয়া প্রয়োজন। আদার বীজ মাটির চার থেকে পাঁচ সেন্টিমিটার গভীরে বপন করতে হবে। মাটির ৪-৫ সেন্টিমিটার গভীরে আদার বীজ প্রবেশ করিয়ে তার ওপর হালকা মাটি অথবা গোবর দিয়ে ঢেকে দেওয়া উচিত।
advertisement
আদার চাষের খরচ -
আদা ফসল হিসাবে তৈরি হওয়ার জন্য ৮ থেকে ৯ মাস সময়ের প্রয়োজন হয়। এক হেক্টর জমিতে আদার চাষ করলে ১৫০ থেকে ২০০ আদার গাছ হয়। এভাবে এক হেক্টর জমিতে আদার চাষ করার জন্য প্রায় ৭৮ লাখ টাকা খরচ হয়।
advertisement
আদার চাষে আয় -
আদা চাষের লাভের পরিমাণ তুলনায় বেশ ভাল। এক হেক্টর জমিতে ১৫০ থেকে ২০০ কুইন্টাল আদার চারা হয়। বাজারে এক কিলো আদা বিক্রি হয় ৮০ টাকায়। অর্থাৎ যদি এক কিলো ৬০ টাকা হিসাবে বিক্রি করা হয় তাহলে ১ হেক্টরে ২৫ লাখ টাকা খুব সহজেই আয় হয়। আদার চাষের সমস্ত খরচ বাদ দিলেও এক হেক্টর জমি থেকে ১৫ লাখ টাকা খুব সহজেই লাভ করা সম্ভব!
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 14, 2022 4:51 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
সারা বছরই চাহিদা রয়েছে তুঙ্গে, এই ব্যবসা শুরু করে আপনিও আয় করতে পারবেন লক্ষ লক্ষ টাকা