মাত্র ২৯৯ টাকায় ১০ লাখ টাকার বিমা! আপনিও পেতে পারে এই আকর্ষণীয় অফারের সুবিধা

Last Updated:

ভারতীয় ডাক বিভাগের এই প্ল্যানের নাম হল অ্যাক্সিডেন্টাল ইনস্যুরেন্স পলিসি।

#কলকাতা: করোনা মহামারীর পর থেকে একের পর এক বিভিন্ন ধরনের ভাইরাসের প্রভাব বেড়ে চলেছে। আচমকা বিভিন্ন ধরনের রোগের প্রাদুর্ভাবের ফলে মানুষের জীবনে বিরাট সমস্যা দেখা দিচ্ছে। এই ধরনের রোগের ক্ষেত্রে তৎক্ষণাৎ চিকিৎসার প্রয়োজন হয়। কিন্তু অনেকেই এমন রয়েছেন যাঁদের ক্ষেত্রে তৎক্ষণাৎ চিকিৎসার জন্য টাকা জোগাড় করা সম্ভব হয় না। এর জন্য বর্তমানে হেলথ ইনস্যুরেন্স (Health Insurance) খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
বর্তমানে মূল্যবৃদ্ধির বাজারে হেলথ ইনস্যুরেন্স একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এর জন্য ভারতীয় ডাকঘর একটি আকর্ষণীয় হেলথ ইনস্যুরেন্স প্ল্যান লঞ্চ করেছে। ভারতীয় ডাক বিভাগের এই প্ল্যানের নাম হল অ্যাক্সিডেন্টাল ইনস্যুরেন্স পলিসি। এই বিমা পলিসির সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল বিমাকারী ব্যক্তির দুর্ঘটনা হলে হাসপাতালে সমস্ত চিকিৎসার খরচ বহন করা হয়।
advertisement
advertisement
ভারতীয় ডাক বিভাগের অ্যাক্সিডেন্টাল ইনস্যুরেন্স পলিসির (India Post Accidental Insurance Policy) মাধ্যমে গ্রাহকদের হাসপাতালে মেডিকেল ট্রিটমেন্ট করার জন্য ৬০ হাজার টাকার ওপিডি খরচ এবং ৩০ হাজার টাকার ক্লেমের সুবিধা দেওয়া হয়। এই পলিসিতে ২৯৯ টাকা থেকে শুরু করে ৩৯৯ টাকা প্রিমিয়াম দিয়ে ১০ লাখ টাকার মেডিকেল কভারের সুবিধা পাওয়া যায়। ইন্ডিয়ান পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক এবং টাটা এআইজি (Tata AIG) যৌথভাবে এই পলিসি চালু করেছে।
advertisement
এই পলিসির মাধ্যমে ১৮ বছর থেকে ৬৫ বছর বয়স পর্যন্ত গ্রাহকরা এই বিমার সুবিধা নিতে পারেন। এই মেডিকেল কভারের মাধ্যমে দুর্ঘটনায় মৃত্যু, স্থায়ী অথবা আংশিকভাবে অঙ্গহানি এবং প্যারালাইজড হলে ১০ লাখ টাকার সুরক্ষা পাওয়া যায়। এই ইনস্যুরেন্স পলিসিকে প্রতিবছর রিনিউ করতে হয়। এর জন্য ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কে (India Post Payments Bank) ইনস্যুরেন্স করানোর জন্য অ্যাকাউন্ট খোলার প্রয়োজন রয়েছে।
advertisement
ভারতীয় ডাক বিভাগের এই ৩৯৯ টাকার হেলথ ইনস্যুরেন্স প্ল্যানে গ্রাহকদের অন্যান্য বেশ কিছু সুবিধা দেওয়া হয়। এই ইনস্যুরেন্স প্ল্যানের মাধ্যমে দুই সন্তানের পড়াশোনার জন্য এক লাখ টাকা দেওয়া হয় এবং ১০ দিন পর্যন্ত হাসপাতালে ভর্তি থাকলে প্রতিদিন ১০০০ টাকার খরচ বহন করা হয়। সুতরাং বর্তমান সময়ে সকলের জন্যই ভারতীয় ডাক বিভাগের এই ইনস্যুরেন্স প্ল্যান খুবই উপকারী। কারণ এর মাধ্যমে খুবই কম টাকা বিনিয়োগ করে ১০ লাখ টাকার সুবিধা পাওয়া সম্ভব।
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
মাত্র ২৯৯ টাকায় ১০ লাখ টাকার বিমা! আপনিও পেতে পারে এই আকর্ষণীয় অফারের সুবিধা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement