কখন মিউচুয়াল ফান্ড থেকে টাকা তুললে বেশি রিটার্ন আসবে? জেনে নিয়ে তৈরি থাকুন!

Last Updated:

নির্দিষ্ট সময়ে টাকা তুললে বেশি টাকা রিটার্ন পাওয়া সম্ভব। এক নজরে দেখে নেওয়া যাক সেই উপায়।

#কলকাতা: টাকা তো খাটানোই হয় এক সময়ে তুলে নেওয়ার জন্য। কিন্তু অনেক সময় দেখা যায় যে, আচমকা গুরুত্বপূর্ণ কাজে টাকার প্রয়োজন হয়। সেই সময় নিজেদের প্রয়োজনমতো মিউচুয়াল ফান্ড (Mutual Fund) থেকে টাকা তোলা যায়। যদিও মিউচুয়াল ফান্ড থেকে টাকা তোলার বিশেষ উপায় রয়েছে অর্থাৎ নির্দিষ্ট সময়ে টাকা তুললে বেশি টাকা রিটার্ন পাওয়া সম্ভব। এক নজরে দেখে নেওয়া যাক সেই উপায়।
বিনিয়োগের লক্ষ্য -
কোনও একটি নির্দিষ্ট লক্ষ্যের জন্য মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ শুরু করা যায়। এক্ষেত্রে সেই নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর পরে মিউচুয়াল ফান্ড থেকে টাকা তোলা উচিত। এছাড়াও মাঝে যদি টাকার প্রয়োজন হয়, তাহলেও মিউচুয়াল ফান্ড থেকে টাকা তোলা যায়।
advertisement
advertisement
লক্ষ্যের পরিবর্তন -
মিউচুয়াল ফান্ডে যত বেশি সময়ের জন্য বিনিয়োগ করা যায়, ততটা রিটার্ন পাওয়া সম্ভব। কিন্তু অনেকেরই আর্থিক লক্ষ্য আলাদা আলাদা হয়। এর জন্য তাঁদের বিভিন্ন সময়ে টাকার প্রয়োজন হয়। অর্থাৎ কোনও বিনিয়োগকারী যদি লম্বা সময়ের জন্য মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেন, কিন্তু কিছু সময় পরেই টাকার প্রয়োজন হয়, তাহলে মিউচুয়াল ফান্ড থেকে টাকা তোলা সম্ভব।
advertisement
পারফরম্যান্স -
যদি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার পর দেখা যায় যে, সেই ফান্ডে ভাল টাকা রিটার্ন পাওয়া যাচ্ছে না অর্থাৎ সেই ফান্ডের পারফরম্যান্স খুবই খারাপ, তাহলে তৎক্ষণাৎ সেখান থেকে টাকা তুলে নেওয়া প্রয়োজন। সেই মিউচুয়াল ফান্ড থেকে টাকা তুলে অন্য কোথাও বিনিয়োগ করা প্রয়োজন। তাহলে ভবিষ্যতে ভাল টাকা রিটার্ন পাওয়া সম্ভব। কিন্তু সব সময় মাথায় রাখা দরকার যে, মিউচুয়াল ফান্ডে লম্বা সময়ের জন্য বিনিয়োগ করলে ভাল টাকা রিটার্ন পাওয়া সম্ভব।
advertisement
সম্পত্তিতে বিনিয়োগে পরিবর্তন -
মিউচুয়াল ফান্ড বিভিন্ন ধরনের সম্পত্তিতে বিনিয়োগ করে। বাজারে এই ধরনের বিভিন্ন মিউচুয়াল ফান্ড রয়েছে, যারা বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করে। এর মধ্যে কিছু ক্ষেত্রে রিস্ক অনেক বেশি। কিন্তু সেই সকল ফান্ডে রিস্ক থাকলেও ভাল টাকা রিটার্ন পাওয়া সম্ভব। অর্থাৎ বিনিয়োগকারীদের সেই মতো ফান্ড বেছে নিতে হবে। নিজেদের প্রয়োজন এবং লক্ষ্য অনুযায়ী মিউচুয়াল ফান্ড বেছে নিলে তবেই ভাল মুনাফা হওয়া সম্ভব।
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
কখন মিউচুয়াল ফান্ড থেকে টাকা তুললে বেশি রিটার্ন আসবে? জেনে নিয়ে তৈরি থাকুন!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement