এই সরকারি স্কিমে ১ টাকা করে জমা করে পেয়ে যাবেন ১৫ লক্ষ টাকা! দেখে নিন কীভাবে..
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
কত টাকা দিয়ে শুরু করতে পারবেন ইনভেস্টমেন্ট?
#নয়াদিল্লি: কম টাকা ইনভেস্ট করে মোটা টাকার ফান্ড জমাতে কে না চায় ? এরকমই একটি সরকারি যোজনা সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY)৷ এই যোজনার মাধ্যমে আপনার মেয়ের ভবিষ্যত সুরক্ষিত করার পাশাপাশি আপনার বিনিয়োগের উপরে পেয়ে যাবেন ইনকাম ট্যাক্স ছাড় ৷
কী এই সুকন্যা সমৃদ্ধি যোজনা?
মেয়েদের ভবিষ্যত সুরক্ষিত করার জন্য বর্তমানে এটাই সেরা অপশন বলে মনে করছেন বিশেষজ্ঞরা ৷ সুকন্যা সমৃদ্ধি যোজনা (Sukanya Samriddhi Yojana) মেয়েদের জন্য কেন্দ্র সরকারের একটি স্মল সেভিংস স্কিম ৷ বেটি বাঁচাও বেটি পড়াও অভিযানের একটি অংশ হিসেবে এই স্কিম লঞ্চ করা হয়েছিল ৷ স্মল সেভিংস স্কিমগুলির মধ্যে SSY ভাল সুদের হার দিয়ে থাকে ৷
advertisement
advertisement
কত টাকা দিয়ে শুরু করতে পারবেন ইনভেস্টমেন্ট?
সুকন্যা সমৃদ্ধি যোজনায় (Sukanya Samriddhi Yojana) মাত্র ২৫০ টাকা দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবেন ৷ অর্থাৎ প্রতিদিন কেবল ১ টাকা করে সেভিংস করেও এই যোজনার সুবিধা নিতে পারবেন ৷ আর্থিক বছরে ন্যূনতম ২৫০ টাকা জমা করতে হবে ৷ সর্বোচ্চ ১.৫ লক্ষ টাকার বেশি ইনভেস্ট করা যাবে না ৷
advertisement
কত টাকা মিলবে সুদ ?
বর্তমানে সুকন্যা সমৃদ্ধি যোজনা (Sukanya Samriddhi Yojana) ৭.৬ শতাংশ হিসেবে সুদ দিচ্ছে ৷ সুদের উপরে কর ছাড় পাওয়া যাবে ৷ এর আগে এই যোজনায় ৯.২ শতাংশ হিসেবে সুদ পাওয়া যাচ্ছিল ৷ ৮ বছর পর মেয়ের উচ্চ শিক্ষার জন্য ৫০ শতাংশ পর্যন্ত টাকা তুলে নেওয়া যেতে পারে ৷
advertisement
আরও পড়ুন: নভি অ্যাপের মাধ্যমে বাড়িতে বসেই পাবেন ৫ কোটি টাকা পর্যন্ত হোম লোন! সুদের হার মাত্র ৬.৪৬%!
ম্যাচিউরিটিতে মিলবে ১৫ লক্ষ টাকার বেশি
ধরে নিন এই যোজনায় প্রতি মাসে ৩০০০ টাকা করে ইনভেস্ট করছেন অর্থাৎ বছরে ৩৬০০০ টাকা ৷ ১৪ বছর পর বার্ষিক ৭.৬ শতাংশ কম্পাউন্ডিং ইন্টারেস্ট হিসেবে মিলবে ৯,১১,৫৭৪ টাকা ৷ ২১ বছর অর্থাৎ ম্যাচিউরিটিতে এই টাকা হয়ে যাবে প্রায় ১৫,২২,২২১ টাকা ৷
advertisement
দেখে নিন কী ভাবে খুলবেন অ্যাকাউন্ট ?
সুকন্যা সমৃদ্ধি যোজনার (Sukanya Samriddhi Yojana) অ্যাকাউন্ট যে কোনও পোস্ট অফিস বা ব্যাঙ্কে খোলা যেতে পারে ৷ সন্তান জন্মানোর পর থেকে এবং মেয়ের বয়স ১০ বছর হওয়া পর্যন্ত এই অ্যাকাউন্ট খোলা যেতে পারে ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 14, 2022 11:14 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
এই সরকারি স্কিমে ১ টাকা করে জমা করে পেয়ে যাবেন ১৫ লক্ষ টাকা! দেখে নিন কীভাবে..