হোম /খবর /ব্যবসা-বাণিজ্য /
ফিক্সড ও রেকারিং ডিপোজিটে সুদের হার বদলাল HDFC, দেখে নিন নতুন রেট

ফিক্সড ও রেকারিং ডিপোজিটে সুদের হার বদলাল HDFC, দেখে নিন নতুন রেট

ব্যাঙ্কের ওয়েবসাইট অনুযায়ী, নতুন সুদের হার ১২ জানুয়ারি থেকে লাগু হয়ে গিয়েছে ৷

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: সম্প্রতি এইচডিএফসি ব্যাঙ্ক তাদের ফিক্সড ডিপোজিট ও রেকারিং ডিপোজিটে সুদের হার বদল করেছে ৷ ব্যাঙ্ক তাদের ২ কোটি টাকার কমের ডিপোজিটে সুদের হার পরিবর্তন করেছে ৷ ব্যাঙ্কের ওয়েবসাইট অনুযায়ী, নতুন সুদের হার ১২ জানুয়ারি থেকে লাগু হয়ে গিয়েছে ৷

আরও পড়ুন: বন্ধ হতে চলেছে এই পরিষেবা, কোটি কোটি মানুষের উপরে পড়বে প্রভাব....

নতুন সুদের হার অনুযায়ী, ব্যাঙ্ক এবার ৭ থেকে ২৯ দিনের জন্য জমা ফিক্সড ডিপোজিটে ২.৫০ শতাংশ সুদ দেবে ৷ ৩০ থেকে ৯০ দিনের জন্য মিলবে ৩ শতাংশ সুদ ৷ ৯১ দিন থেকে ৬ মাসের জন্য এবং ৬ মাস ১ দিন থেকে বছরের জন্য জমা টাকায় পেয়ে যাবেন ৩.৫০ শতাংশ ও ৪.৪০ শতাংশ সুদ ৷

আরও পড়ুন: নভি অ্যাপের মাধ্যমে বাড়িতে বসেই পাবেন ৫ কোটি টাকা পর্যন্ত হোম লোন! সুদের হার মাত্র ৬.৪৬%!

সময়রেগুলার সুদের হার (% )সিনিয়ার সিটিজেন রেট 
7-14 দিন2.50 %3.00 %
15-29 দিন2.50 %3.00 %
30-45 দিন3.00 %3.50 %
46-60 দিন3.00 %3.50 %
61-90 দিন3.00 %3.50 %
91 দিন থেকে 6 মাস3.50 %4.00 %
6 মাস 1 দিন – 9 মাস4.40 %4.90 %
9 মাস 1 দিন – 1 বছরের কম4.40 %4.90 %
1 বছর4.90 %5.40 %
1 বছর 1 দিন – 2 বছর5.00 %5.50 %
2 বছর1 দিন – 3 বছর5.20 %5.70 %
3 বছর 1 দিন – 5 বছর5.40 %5.90 %
5 বছর 1 দিন – 10 বছর5.60 %6.35 %

HDFC Bank Recurring Deposit Interest Rates

রেকারিং ডিপোজিটেও সুদের হার বদল করেছে HDFC ব্যাঙ্ক৷

সময়সুদের হার (বার্ষিক)প্রবীণ নাগরিকদের জন্য সুদের হারNRI -দের জন্যলাগু হবে
6 মাস3.50 %4.00 %N.A.25 অগাস্ট 2020
9 মাস4.40 %4.90 %N.A.25 अगस्त 2020
12 মাস4.90 %5.40 %4.90 %15 অক্টোবর 2020
15 মাস5.00 %5.50 %5.00 %1 ডিসেম্বর 2021
24 মাস5.00 %5.50 %5.00 %1 ডিসেম্বর 2021
27 মাস5.20 %5.70 %5.20 %12 জানুয়ারি 2022
26 মাস5.20 %5.70 %5.20 %12জানুয়ারি 2022
39 মাস5.40 %5.90 %5.40 %12 জানুয়ারি 2022
48 মাস5.40 %5.90 %5.40 %12 জানুয়ারি 2022
60 মাস5.40 %5.90 %5.40 %12 জানুয়ারি 2022
90 মাস5.60 %6.10 %5.60 %12 जनवरी 2022
120 মাস5.60 %6.10 %5.60 %12 जनवरी 2022
Published by:Dolon Chattopadhyay
First published:

Tags: HDFC Bank, Interest rate