PM Kisan: বন্ধ হতে চলেছে এই পরিষেবা, কোটি কোটি মানুষের উপরে পড়বে প্রভাব....

Last Updated:

PM Kisan: কেন করা হল এই বদল ?

#নয়াদিল্লি: প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার সুবিধাভোগীদের জন্য এই তথ্যটি জেনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ এই যোজনার সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ এখটি সুবিধা বন্ধ করতে চলেছে সরকার ৷ এর জেরে কোটি কোটি সুবিধাভোগীদের নিজেদের স্টেট্যাস চেক করতে সমস্যা হবে ৷ পিএম কিষানের সঙ্গে যুক্ত কৃষকদের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখার জন্য সরকারের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ এর জেরে একদিকে যেমন কৃষকদের ডেটা সুরক্ষিত থাকবে অন্যদিতে আবার সমস্যাও হবে ৷
কী বদল করা হবে ?
পিএম কিষান যোজনায় রেজিস্ট্রেশনের পর কৃষকরা নিজেদের স্টেট্যাস সহজেই চেক করতে পারতেন ৷ যেমন আবেদনের কী স্টেট্যাস, ব্যাঙ্ক অ্যাকাউন্ট কতগুলির কিস্তির টাকা ঢুকেছে ইত্যাদি ৷ এর আগে কিষান যোজনার পোর্টালে গিয়ে কৃষকরা নিজেদের আধার নম্বর বা মোবাইল নম্বর বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দিয়ে যোজনার স্টেট্যাস সহজেই চেক করতে পারতেন ৷ তবে এবার নতুন নিয়মের জেরে মোবাইল নম্বর দিয়ে আর স্টেট্যাস দেখতে পারবেন না ৷ এখন থেকে কেবল আধার বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দিয়েই কৃষকরা যোজনার স্টেট্যাস চেক করতে পারবেন ৷
advertisement
advertisement
কেন করা হল এই বদল ?
মোবাইল নম্বর দিয়ে স্টেট্যাস চেক করা অনেকটাই সহজ ছিল ৷ কিন্তু দেখা গিয়েছে, যে কেউ অন্যের মোবাইল নম্বর দিয়ে স্টেট্যাস চেক করে নিতে পারবেন ৷ এর জেরে অন্যান্য ব্যক্তিরা কৃষকদের ব্যক্তিগত তথ্য সহজেই পেয়ে যাচ্ছিল ৷ কৃষকদের তথ্য সুরক্ষিত রাখার উদ্দেশ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে ৷
advertisement
প্রভাবিত হতে চলেছেন প্রায় ১২ কোটির বেশি মানুষ
এই বদলের প্রভাব পড়তে চলেছে ১২ কোটি ৪৪ লাখের বেশি কৃষকদের উপরে ৷ পিএম কিষান সম্মান নিধি যোজনার শুরু থেকে এখনও পর্যন্ত প্রায় ৭টি বদল করা হয়েছে ৷ কিছুদিন আগেই সুবিধাভোগীদের জন্য e-KYC করা বাধ্যতামূলক করা হয়েছে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
PM Kisan: বন্ধ হতে চলেছে এই পরিষেবা, কোটি কোটি মানুষের উপরে পড়বে প্রভাব....
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement