New House Planning: নতুন বাড়ি ক্রয় না ভাড়া, এক নজরে দেখে নিন ২০২২ সালে কোনটা বেশি লাভজনক!

Last Updated:

New Home: দু'টি বিষয়ের সঙ্গেই জড়িয়ে রয়েছে আলাদা আলাদা কয়েকটি সুবিধা-অসুবিধা।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
#নয়াদিল্লি: নতুন বছর ২০২২ সাল শুরু হয়ে গিয়েছে। ২০২২ সালে অনেকেরই স্বপ্ন হল নতুন বাড়ি ক্রয় করা। অনেকেই ভেবে রেখেছে যে ২০২২ সালে নতুন বাড়িতে শিফট করার কথা। কিন্তু অনেকের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খায় যে নতুন বাড়ি ক্রয় করা না ভাড়ায় সেই বাড়িতে থাকা, কোনটা বেশি সুবিধাজনক হতে পারে! কিন্তু দুই বিষয়ের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। দু'টি বিষয়ের সঙ্গেই জড়িয়ে রয়েছে আলাদা আলাদা কয়েকটি সুবিধা-অসুবিধা। এর মধ্যে রয়েছে বাজেট, ফিনান্স, লোকেশন, লোকালিটি, পরিকাঠামো, কানেকটিভিটি, ইউটিলিটি, ফেসিলিটি ইত্যাদির মতো বিষয়।
২০২১ সাল থেকে ২০২২ সাল
২০২১ সালে করোনা মহামারীর জন্য ভারতের রিয়েল এস্টেট ব্যবসায় নিম্নগতি দেখে দিয়েছিল। করোনা মহামারীর ফলে বিভিন্ন ধরনের রিয়েল এস্টেট প্রজেক্ট ঠিক সময়ে শেষ করা সম্ভব হয়নি। আবার যে সকল প্রোজেক্ট শেষ হয়েছে তার অধিকাংশই খালি পড়ে রয়েছে। করোনা মহামারীর প্রভাব কিছুটা কম হওয়ার পরে অর্থাৎ নবরাত্রি এবং দীপাবলির সময় থেকে প্রপার্টি রেজিস্ট্রেশনে কিছুটা হলেও গতি লক্ষ্য করা যায়। যা ভারতের রিয়েল এস্টেট ব্যবসায় কিছুটা হলেও আশার সঞ্চার করে। সেই বাজারের ওপরে ভিত্তি করে মনে করা হচ্ছে ২০২২ সালেও নতুন বুকিং তেজ গতিতে বাড়তে পারে।
advertisement
advertisement
আরও পড়ুন: দেশে করোনা সংক্রমণের হারে শীর্ষে পশ্চিমবঙ্গ, জানাল উদ্বিগ্ন কেন্দ্র
প্রায় সকলের মনেই প্রশ্ন থাকে ক্রয় না ভাড়া, কোনটা বেশি লাভজনক হবে। এক্ষেত্রে মনে রাখা দরকার যে নিজেদের বাজেটের ওপরে সেটি নির্ধারণ করতে হবে। কে কোন ধরনের প্রপার্টিতে বিনিয়োগ করতে চায়, সেটি সিলেক্ট করে তার দামের ওপরে নির্ধারণ করা উচিত কোনটা তার কাছে সবথেকে লাভজনক হবে। বর্তমানে বাজারে বিভিন্ন ধরনের স্কিমে নতুন বাড়ি ক্রয় করা যায়। বিভিন্ন ধরনের স্কিমে সরকারের সাবসিডিও পাওয়া যায়। সুতরাং নিজের বাজেট এবং প্রয়োজনের ভিত্তিতে সেটি বেছে নেওয়া দরকার।
advertisement
নতুন বাড়ি ক্রয় করার ক্ষেত্রে নিজের বাজেট এবং কত টাকা সেখানে বিনিয়োগ করতে হবে সেটি সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা দরকার। নির্দিষ্ট পরিমাণে টাকা ডাউন পেমেন্ট করার পর প্রতি মাসে সহজ কিস্তিতে বাকিটা পরিশোধ করা যায়। নিজেদের কাছে যে পরিমাণ টাকা রয়েছে নতুন বাড়ি ক্রয় করার জন্য, সেটি ডাউন পেমেন্ট করে বাকিটা সহজ কিস্তিতে পরিশোধ করা যায়। আবার ডাউন পেমেন্ট করার পর বাকি টাকাটা ব্যাঙ্ক থেকেও লোন হিসাবে পাওয়া যেতে পারে। অন্য দিকে, ভাড়া নেওয়ার সময় নির্দিষ্ট পরিমাণে টাকা ডিপোজিট হিসাবে জমা রাখতে হয় এবং প্রতি মাসে ভাড়া দিয়ে যেতে হয়।
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
New House Planning: নতুন বাড়ি ক্রয় না ভাড়া, এক নজরে দেখে নিন ২০২২ সালে কোনটা বেশি লাভজনক!
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement