Covid 19: দেশে দৈনিক আক্রান্ত প্রায় আড়াই লক্ষ, কমল সুস্থতার হার, বাড়ল সংক্রমণের হার

Last Updated:

Covid 19: দেশে বেড়েছে সংক্রমণের হারও। দেশে দৈনিক সংক্রমণের হার দাঁড়িয়েছে ১৩.১১ শতাংশ। সাপ্তাহিক সংক্রমণের হার দাঁড়িয়েছে ১০.৮০ শতাংশ। দেশের মোট ২৮টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ওমিক্রনের সংক্রমণ এখনও ধরা পড়েছে।

আশা জাগাচ্ছে সুস্থতার হার। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন  ৯৮.৭৩ শতাংশ। মৃত্যুর হার ১.০৫ শতাংশ।
আশা জাগাচ্ছে সুস্থতার হার। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯৮.৭৩ শতাংশ। মৃত্যুর হার ১.০৫ শতাংশ।
#নয়াদিল্লি: এক ধাক্কায় অনেকটা বাড়ল করোনা সংক্রমণের হার (Covid 19 Daily Infection)। শেষ ২৪ ঘণ্টায় নতুন করে ২ লক্ষ ৪৭ হাজার করোনা (Coronavirus) আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে দেশে। করোনার চলতি তৃতীয় ঢেউয়ের ক্ষেত্রে যা সর্বোচ্চ। গত ২৪ ঘণ্টার তুলনায় যে সংখ্যাটি ৮৪ হাজার ৮২৫ বেশি। আক্রান্তের এই বিপুল সংখ্যাবৃদ্ধিতে স্বাভাবিক ভাবে কপালে ভাঁজ পড়েছে প্রশাসনের। উদ্বেগ বাড়িয়ে কমেছে সুস্থতার হারও। দেশে সুস্থতার হার দাঁড়িয়েছে ৯৫.৫৯ শতাংশ। বেড়েছে দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যাও। দেশে এখন মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৫৮৮ জন। কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
দেশে বেড়েছে সংক্রমণের হারও। দেশে দৈনিক সংক্রমণের হার দাঁড়িয়েছে ১৩.১১ শতাংশ। সাপ্তাহিক সংক্রমণের হার দাঁড়িয়েছে ১০.৮০ শতাংশ। দেশের মোট ২৮টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ওমিক্রনের সংক্রমণ এখনও ধরা পড়েছে। এই শেষ ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৮০। এর মধ্যে অবশ্য কেরলে শেষ কয়েকমাস ধরে ১৯৯ জন মৃতের হিসাবও রয়েছে। মৃতের সংখ্যায় কেরলের একটা সামগ্রিক হিসাব দেওয়ার ফলে অনেকটাই বেড়েছে সংখ্যাটি।
advertisement
আরও পড়ুন- রোজ যাচ্ছে ৮০০ ঝুড়ি! বড়বাজারের এই দোকান থেকে আরোগ্য-ফল পাঠাচ্ছে রাজ্য
করোনার তৃতীয় ঢেউয়ের দাপটে সবচেয়ে প্রভাবিত রাজ্যগুলির মধ্যে রয়েছে মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, কেরল, কর্নাটক, দিল্লি। মহারাষ্ট্রে দৈনিক আক্রান্তের সংখ্যা পৌঁছে গিয়েছে ৪৬ হাজার ৭২৩-এ। একদিন আগের পরিসংখ্যান থেকে সেটি বৃদ্ধি পেয়েছে ২৭ শতাংশের মতো। সে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে ৭০ লক্ষের গণ্ডি। নতুন আক্রান্তদের মধ্যে ৮৬ জন ওমিক্রন আক্রান্ত রয়েছে বলেও খবর। এ ছাড়া দিল্লিতে নতুন করে ২৭ হাজারের বেশি ওমিক্রন আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। গত ২৪ ঘণ্টার তুলনায় যে বৃদ্ধির পরিমাণ প্রায় ২৯ শতাংশ। দিল্লিতে সংক্রমণের হার ২৬ শতাংশের কাছাকাছি।
advertisement
advertisement
আরও পড়ুন: দেশে করোনা সংক্রমণের হারে শীর্ষে পশ্চিমবঙ্গ, জানাল উদ্বিগ্ন কেন্দ্র
কেরলে নতুন আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে গিয়েছে। গত ২৪ ঘণ্টার তুলনায় ২৯ শতাংশ বেড়েছে সংক্রমণের হার। বুধবার কেরলে দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১২ হাজার ৭৪২। সে রাজ্যে মৃত্যু হয়েছে ২৩ জনের। বৃহস্পতিবার কোভিড পরিস্থিতি নিয়ে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। এক সপ্তাহে দ্বিতীয়বার বিভিন্ন রাজ্যের সঙ্গে আলোচনায় বসতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Covid 19: দেশে দৈনিক আক্রান্ত প্রায় আড়াই লক্ষ, কমল সুস্থতার হার, বাড়ল সংক্রমণের হার
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement