বেশ কয়েকটি পোস্ট অফিস স্কিমে বাড়ল সুদের হার, দেখে নিন কোথায় টাকা খাটালে বেশি লাভ হবে!
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
কেন্দ্রীয় সরকার সম্প্রতি পোস্ট অফিসের বেশ কয়েকটি স্কিমের সুদের হার বাড়িয়েছে।
#কলকাতা: পোস্ট অফিসের বেশ কয়েকটি সেভিংস স্কিম চালু রয়েছে। পোস্ট অফিসে এমন বেশ কয়েকটি স্কিম রয়েছে যা খুবই জনপ্রিয়। কারণ পোস্ট অফিসে এমন স্কিম রয়েছে যেখানে বিনিয়োগ করলে সুরক্ষিত ভাবে ভাল টাকা রিটার্ন পাওয়া সম্ভব। কেন্দ্রীয় সরকার দ্বারা সমর্থিত হওয়ার কারণে এই সকল যোজনায় রিস্ক খুবই কম। এর জন্য বিনিয়োগকারীদের কাছে পোস্ট অফিসের বিভিন্ন ধরনের সেভিংস স্কিম খুবই জনপ্রিয়। কেন্দ্রীয় সরকার সম্প্রতি পোস্ট অফিসের বেশ কয়েকটি স্কিমের সুদের হার বাড়িয়েছে।
এই সকল যোজনায় বাড়ানো হয়েছে সুদের হার -
কেন্দ্রীয় সরকার ২ এবং ৩ বছরের জন্য টাইম ডিপোজিট স্কিম, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম, কিষান বিকাশ পত্র এবং পোস্ট অফিস মাসিক ইনকাম স্কিমের মতো যোজনায় সুদের হার বাড়িয়েছে। এই সকল স্মল সেভিংস স্কিমের সুদের হার ১ অক্টোবর থেকেই বাড়ানো হয়েছে।
advertisement
advertisement
টাইম ডিপোজিট স্কিম -
পোস্ট অফিস টাইম ডিপোজিট স্কিমে আগে দু'বছরের জন্য ৫.৫ শতাংশ হারে সুদ পাওয়া যেত। বর্তমানে এই স্কিমে ২০ বেসিস পয়েন্ট বৃদ্ধি করা হয়েছে। এর ফলে পোস্ট অফিসের টাইম ডিপোজিট স্কিমের সুদের হার ৫.৭ শতাংশ হয়েছে। অন্য দিকে, পোস্ট অফিস টাইম ডিপোজিট স্কিমে ৩ বছরের জন্য ৩০ বেসিস পয়েন্ট সুদের হার বাড়ানো হয়েছে। এর ফলে পোস্ট অফিসের টাইম ডিপোজিট স্কিমের সুদের হার ৫.৫ শতাংশ থেকে বেড়ে ৫.৮ শতাংশ হয়েছে। ২০২০-২১ সালের প্রথম ত্রৈমাসিকে এই যোজনার সুদের হার কমানো হয়েছিল। এরপর সম্প্রতি আবার সেটি বাড়ানো হয়েছে।
advertisement
মাসিক ইনকাম স্কিম -
পোস্ট অফিসের মাসিক ইনকাম স্কিমের সুদের হার ১০ বেসিস পয়েন্ট বাড়ানো হয়েছে। আগে পোস্ট অফিসের মাসিক ইনকাম স্কিমে ৬.৬ শতাংশ হারে সুদ পাওয়া যেত। এখন এই যোজনায় ৬.৭ শতাংশ হারে সুদ পাওয়া যায়।
advertisement
কিষান বিকাশ পত্র -
কিষান বিকাশ পত্র স্কিমে আগে ১২৪ মাসের জন্য ৬.৯ শতাংশ হারে সুদ দেওয়া হত। কেন্দ্রীয় সরকার এখন কিষান বিকাশ পত্র স্কিমে সুদের হার বাড়িয়ে দিয়েছে। এখন কিষান বিকাশ পত্র যোজনায় ১২৩ মাসের জন্য ৭ শতাংশ হারে সুদ পাওয়া যায়।
সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম -
কেন্দ্রীয় সরকার পোস্ট অফিসের সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের সুদের হার ২০ বেসিস পয়েন্ট বাড়িয়েছে। আগে কেন্দ্রীয় সরকারের সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে ৭.৪ শতাংশ হারে সুদ পাওয়া যেত। বর্তমানে এই স্ক্রিমে ৭.৬ শতাংশ হারে সুদ পাওয়া যায়।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 08, 2022 12:52 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
বেশ কয়েকটি পোস্ট অফিস স্কিমে বাড়ল সুদের হার, দেখে নিন কোথায় টাকা খাটালে বেশি লাভ হবে!