PM Kisan: পিএম কিষাণ যোজনার সুবিধাভোগীদের জন্য রয়েছে বড় আপডেট, মিলবে বিরাট সুবিধা

Last Updated:

এই স্কিমের সঙ্গে যুক্ত থাকলে যে কেউ কিষাণ ক্রেডিট কার্ডের এই সুবিধা পাওয়ার জন্য আবেদন করতে পারেন।

#কলকাতা: কয়েকদিনের মধ্যেই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার ১২ তম কিস্তির টাকা পাবেন কৃষকরা। তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার টাকা। ১২তম কিস্তির টাকা স্থানান্তরের আগে একটা বড় খবর দিল কেন্দ্র সরকার। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার সুবিধাভোগী কৃষকদের কিষাণ ক্রেডিট কার্ড থাকলেই মিলবে এই সুবিধা। এই স্কিমের সঙ্গে যুক্ত থাকলে যে কেউ কিষাণ ক্রেডিট কার্ডের এই সুবিধা পাওয়ার জন্য আবেদন করতে পারেন।
সুবিধাটা কী? কিষাণ ক্রেডিট কার্ড থাকলে সহজে এবং সস্তায় ঋণ পাবেন কৃষকরা। সার, বীজ কেনার জন্য আর উচ্চ হারে ঋণ নিতে হবে না। শুধু কিষাণ ক্রেডিট থাকলেই এই সুবিধে মিলবে। কৃষকদের আয় দ্বিগুণ করার প্রতিশ্রুতি পূরণ করার জন্য, কেন্দ্রীয় সরকার এই ধরনের প্রকল্পের মাধ্যমে কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করে তাদের আর্থিকভাবে শক্তিশালী করার চেষ্টা করছে।
advertisement
advertisement
কিষাণ ক্রেডিট কার্ড কী: কিষাণ ক্রেডিট কার্ডের আওতায় সরকার কৃষকদের খুব কম হারে ঋণ প্রদান করে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার সুবিধাভোগী কৃষক ছাড়াও, শুধুমাত্র যোগ্য কৃষকরাই এর সুবিধা পাবেন। কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে, কৃষক তাঁর ফসল সম্পর্কিত খরচও তুলে নিতে পারেন। বীজ, সার, মেশিন ইত্যাদির জন্য অর্থ বিনিয়োগও করা যায়।
advertisement
কত টাকা ঋণ পাওয়া যায়: কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে কৃষকদের স্বল্প সুদে ঋণ দেওয়া হয়। এই স্কিমের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই ঋণের অধীনে ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত মেলে কোনও রকম গ্যারান্টি ছাড়াই। কৃষকরা এই স্কিমে ৩ থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারেন। এছাড়াও সুদের হারে সরকার থেকে ২ শতাংশ ছাড় দেওয়া হয়। অর্থাৎ বাজারে ৯ শতাংশ হারে সুদ চললে কিষাণ ক্রেডিট কার্ডে নেওয়া ঋণে কৃষক ৭ শতাংশ হারে সুদ দেবেন।
advertisement
আবেদন করতে হয় কীভাবে: কোনও কৃষক যদি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার সুবিধাভোগী হন, তাহলে যে কোনও ব্যাঙ্কে গিয়ে কিষাণ ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে পারেন। এ জন্য ব্যাঙ্কে একটি ফর্ম পূরণ করতে হবে। প্রকল্পের সঙ্গে সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ নথিও জমা দিতে হবে। কিষাণ ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে লাগবে আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স এবং ২টি পাসপোর্ট সাইজের ছবি। ফর্ম পূরণ করার পর ব্যাঙ্ক নথি যাচাই করবে। তারপর ঋণ মিলবে।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
PM Kisan: পিএম কিষাণ যোজনার সুবিধাভোগীদের জন্য রয়েছে বড় আপডেট, মিলবে বিরাট সুবিধা
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement