Indigo Offer: বিমানের টিকিটের দাম শুরু মাত্র ১৪০০ টাকা থেকে! বেশ কিছু রুটে দুর্দান্ত অফার ইন্ডিগোর

Last Updated:

গত ২ নভেম্বর থেকেই শিলং ও ডিব্রুগড়ের মধ্যে ডিরেক্ট ফ্লাইট শুরু হয়েছে ৷ যে বিমানের টিকিটের দাম শুরু হচ্ছে মাত্র ১৪০০ টাকা থেকে ৷

File Photo
File Photo
কলকাতা: করোনাকালের ধাক্কা কাটিয়ে উঠে ধীরে ধীরে পুরনো ছন্দ ফিরে পাওয়ার খোঁজে ভারতীয় বিমানসংস্থাগুলি ৷ ডোমেস্টিক রুটে (Domestic Flights) বেশ কিছুদিন হল বিমানযাত্রা এখন অনেকটাই স্বাভাবিক ৷ যাত্রী সংখ্যাও অনেক ৷ সমস্যা একটাই, যদি ডাবল ভ্যাকসিনেশন ডোজ না হয়ে থাকে, তাহলে অধিকাংশ রাজ্যে যেতেই লাগছে কোভিড নেগেটিভ আরটিপিসিআর রিপোর্ট ৷ এই অবস্থায় ইন্ডিগো (Indigo Offer) যাত্রীদের জন্য নিয়ে এসেছে দারুণ অফার ৷ অনেক কম খরচেই দেশের বিভিন্ন শহরে যাত্রা করা সম্ভব হচ্ছে এখন ৷
‘পয়েন্ট টু পয়েন্ট  কানেক্টিভিটি’ বাড়ানোর পাশাপাশি বিমানের টিকিটে ইন্ডিগোর এই অফার অত্যন্ত ভালো ৷ মাত্র ১৪০০ টাকা থেকে শুরু হচ্ছে বিমানের টিকিট ৷ গত ২ নভেম্বর থেকেই শিলং ও ডিব্রুগড়ের মধ্যে ডিরেক্ট ফ্লাইট শুরু হয়েছে ৷ যে বিমানের টিকিটের দাম শুরু হচ্ছে মাত্র ১৪০০ টাকা থেকে ৷ তাই আর ট্রেনে নয়, ছোট ছোট রুটে যাত্রা করলে বিমানেও অনেক কম খরচে যাত্রা করা সম্ভব ৷ এতে সময় বাঁচে এবং যাত্রাও অনেক আরামের হয় ৷
advertisement
advertisement
ট্রেনে শিলং থেকে অসমের ডিব্রুগড় পর্যন্ত যেতে যেখানে প্রায় ১২ ঘণ্টা সময় লাগে ৷ সেখানে বিমানে যেতে লাগে মাত্র ৭৫ মিনিট ৷ তাই ইন্ডিগোর এই অফার অত্যন্ত ভালো যাত্রীদের জন্য ৷
advertisement
কোন রুটে কত বিমানের টিকিটের দাম দেখে নিন
জম্মু-লেহ- ১৮৫৪ টাকা
লেহ-জম্মু- ২৯৪৬ টাকা
ইনদওর- যোধপুর- ২৬৯৫ টাকা
প্রয়াগরাজ- ইনদওর- ২৭৩৫ টাকা
ইনদওর- প্রয়াগরাজ- ৩৬৩৭ টাকা
লখনউ-নাগপুর- ৩৪৭৩ টাকা
নাগপুর- লখনউ- ৩৪৭৩ টাকা 
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Indigo Offer: বিমানের টিকিটের দাম শুরু মাত্র ১৪০০ টাকা থেকে! বেশ কিছু রুটে দুর্দান্ত অফার ইন্ডিগোর
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement