Indigo Offer: বিমানের টিকিটের দাম শুরু মাত্র ১৪০০ টাকা থেকে! বেশ কিছু রুটে দুর্দান্ত অফার ইন্ডিগোর
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
গত ২ নভেম্বর থেকেই শিলং ও ডিব্রুগড়ের মধ্যে ডিরেক্ট ফ্লাইট শুরু হয়েছে ৷ যে বিমানের টিকিটের দাম শুরু হচ্ছে মাত্র ১৪০০ টাকা থেকে ৷
কলকাতা: করোনাকালের ধাক্কা কাটিয়ে উঠে ধীরে ধীরে পুরনো ছন্দ ফিরে পাওয়ার খোঁজে ভারতীয় বিমানসংস্থাগুলি ৷ ডোমেস্টিক রুটে (Domestic Flights) বেশ কিছুদিন হল বিমানযাত্রা এখন অনেকটাই স্বাভাবিক ৷ যাত্রী সংখ্যাও অনেক ৷ সমস্যা একটাই, যদি ডাবল ভ্যাকসিনেশন ডোজ না হয়ে থাকে, তাহলে অধিকাংশ রাজ্যে যেতেই লাগছে কোভিড নেগেটিভ আরটিপিসিআর রিপোর্ট ৷ এই অবস্থায় ইন্ডিগো (Indigo Offer) যাত্রীদের জন্য নিয়ে এসেছে দারুণ অফার ৷ অনেক কম খরচেই দেশের বিভিন্ন শহরে যাত্রা করা সম্ভব হচ্ছে এখন ৷
‘পয়েন্ট টু পয়েন্ট কানেক্টিভিটি’ বাড়ানোর পাশাপাশি বিমানের টিকিটে ইন্ডিগোর এই অফার অত্যন্ত ভালো ৷ মাত্র ১৪০০ টাকা থেকে শুরু হচ্ছে বিমানের টিকিট ৷ গত ২ নভেম্বর থেকেই শিলং ও ডিব্রুগড়ের মধ্যে ডিরেক্ট ফ্লাইট শুরু হয়েছে ৷ যে বিমানের টিকিটের দাম শুরু হচ্ছে মাত্র ১৪০০ টাকা থেকে ৷ তাই আর ট্রেনে নয়, ছোট ছোট রুটে যাত্রা করলে বিমানেও অনেক কম খরচে যাত্রা করা সম্ভব ৷ এতে সময় বাঁচে এবং যাত্রাও অনেক আরামের হয় ৷
advertisement
advertisement
Explore the hidden gems of India with an array of our non-stop flights! Book now https://t.co/cctb1eiF1C. #aviation #Travel #LetsIndiGo pic.twitter.com/PgCRaf6ucV
— IndiGo (@IndiGo6E) November 8, 2021
ট্রেনে শিলং থেকে অসমের ডিব্রুগড় পর্যন্ত যেতে যেখানে প্রায় ১২ ঘণ্টা সময় লাগে ৷ সেখানে বিমানে যেতে লাগে মাত্র ৭৫ মিনিট ৷ তাই ইন্ডিগোর এই অফার অত্যন্ত ভালো যাত্রীদের জন্য ৷
advertisement
কোন রুটে কত বিমানের টিকিটের দাম দেখে নিন
জম্মু-লেহ- ১৮৫৪ টাকা
লেহ-জম্মু- ২৯৪৬ টাকা
ইনদওর- যোধপুর- ২৬৯৫ টাকা
প্রয়াগরাজ- ইনদওর- ২৭৩৫ টাকা
ইনদওর- প্রয়াগরাজ- ৩৬৩৭ টাকা
লখনউ-নাগপুর- ৩৪৭৩ টাকা
নাগপুর- লখনউ- ৩৪৭৩ টাকা
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 10, 2021 2:07 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Indigo Offer: বিমানের টিকিটের দাম শুরু মাত্র ১৪০০ টাকা থেকে! বেশ কিছু রুটে দুর্দান্ত অফার ইন্ডিগোর