Indian Rupee: রেকর্ড সর্বনিম্ন স্তরে ভারতীয় টাকা! রুপির ক্রমাগত পতনের আঁচে পুড়বে আমজনতার জীবন!

Last Updated:

Indian Rupee: মঙ্গলবার ভারতীয় টাকা ৭৯.১৫-র স্তর (রুপি মূল্য) ছুঁয়েছে। গত কাল অর্থাৎ সোমবার রুপি ৭৮.৯৫-এর স্তরে বন্ধ হয়েছিল।

#নয়াদিল্লি: ভারতীয় টাকা বা রুপি (Rupee)-র পতন ঠেকাতে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের (আরবিআই) তরফে নেওয়া পদক্ষেপের সে-রকম কোনও প্রভাব চোখে পড়ছে না। আর এই কারণে মঙ্গলবার ভারতীয় টাকা বা রুপি ডলারের সাপেক্ষে রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে পৌঁছে গিয়েছে! ফলে মঙ্গলবার ভারতীয় টাকা ৭৯.১৫-র স্তর (রুপি মূল্য) ছুঁয়েছে। গত কাল অর্থাৎ সোমবার রুপি ৭৮.৯৫-এর স্তরে বন্ধ হয়েছিল। গত সপ্তাহে রুপি ছুঁয়েছিল ৭৯.১২-র স্তর।আবার ডলারের সাপেক্ষে রুপির দরপতনের জেরে ভারতের চলতি হিসাবের ঘাটতি ক্রমেই বেড়ে চলেছে। একই সঙ্গে ডলারের দর বৃদ্ধির কারণে গত জুন মাসের বাণিজ্য ঘাটতিও রেকর্ড পর্যায়ে পৌঁছেছে।
ভারতীয় টাকা বা রুপির দরপতনের কিছু কারণ রয়েছে। আসলে বিদেশি বিনিয়োগকারীরা বাজার থেকে তড়িঘড়ি টাকা তুলে নিচ্ছেন, এটাকেই মূলত ভারতীয় টাকার দর পতনের কারণ হিসেবে দায়ী করা হচ্ছে। সেই সঙ্গে ভূ-রাজনৈতিক উত্তেজনা তো রয়েছেই! বিদেশি সংস্থাগত বিনিয়োগকারীরা গত জুন মাসে ভারতীয় শেয়ার বাজার থেকে প্রায় ৫০ হাজার কোটি টাকা তুলে নিয়েছেন। এর পাশাপাশি পি-নোটের মাধ্যমে বিনিয়োগও কমিয়ে দিয়েছেন বিদেশি বিনিয়োগকারীরা। আবার মার্কিন ফেড রিজার্ভের সুদের হার বেড়ে যাওয়ার কারণে বিশ্ব বাজারে ডলারের চাহিদাও বেড়ে গিয়েছে। আবার এ-দিকে রুশ-ইউক্রেন যুদ্ধ এবং অন্যান্য ভূ-রাজনৈতিক কারণে বিশ্বব্যাপী বাজারে অনিশ্চয়তার পরিবেশ তৈরি হয়েছে। আর এই পরিস্থিতিতে প্রায় সব বিনিয়োগকারী ডলারের দিকেই ঝুঁকছেন।
advertisement
advertisement
এর কী প্রভাব হতে পারে?
ডলারের সাপেক্ষে টাকার দরপতনের জেরে দেশের বাণিজ্য ক্ষেত্রে ঘাটতি তো বাড়বেই, সেই সঙ্গে আমদানি বিলও বৃদ্ধি পাবে। আসলে টাকার দর পতন হলে আমদানি অত্যন্ত খরচসাপেক্ষ হয়ে উঠবে। ফলে বাইরে থেকে কোনও কিছু আমদানি করার ক্ষেত্রে ভারতীয় আমদানিকারীদের এখন ডলারের সাপেক্ষে বেশি টাকা ব্যয় করতে হবে। এ-দিকে দেশে যত পরিমাণ অপরিশোধিত তেল ব্যবহার করা হয়, তার ৮৫ শতাংশই আমদানি করে ভারত। বোঝাই যাচ্ছে, ডলারের দাম বৃদ্ধি পাওয়ায় অপরিশোধিত তেল আমদানিতে অনেক বেশি খরচ করতে হবে তেল কোম্পানিগুলিকে। ফলে তাদের উপর এই অতিরিক্ত ব্যয়ের বোঝা চাপতে চলেছে। আর এতে তাদের উপর অভ্যন্তরীণ বাজারে তেলের দাম বৃদ্ধির চাপও অনেকটাই বাড়বে।
advertisement
আবার তেল কোম্পানিগুলো তেল বা জ্বালানির দাম বাড়িয়ে দিলে মাল বহনের খরচ বাড়বে। এতে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দামও বাড়তে চলেছে। যার আঁচ গিয়ে পড়বে মধ্যবিত্তদের দৈনন্দিন জীবনেও। যাঁরা বিদেশে পড়াশোনা করছেন, তাঁদের উপরেও টাকার দর পতনের ব্যাপক প্রভাব পড়তে চলেছে। সহজ ভাবে বলতে গেলে, এখন থেকে তাঁদের ডলারের সাপেক্ষে বেশি টাকা খরচ করতে হবে। যার ফলে তাঁদের খরচও অনেকটাই বাড়বে। আর ভারতীয় টাকা বা রুপি দুর্বল প্রবণতার জেরে দেশের বাণিজ্য ঘাটতিও বাড়বে। হিসেব বলছে, ২০২২ সালের জুন মাসের বাণিজ্য ঘাটতি ২৫.৬৩ বিলিয়ন ডলারে পৌঁছে গিয়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Indian Rupee: রেকর্ড সর্বনিম্ন স্তরে ভারতীয় টাকা! রুপির ক্রমাগত পতনের আঁচে পুড়বে আমজনতার জীবন!
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement