Indian Railways: এই ভাবে তৎকাল টিকিট বুকিংয়ে কনফার্ম সিট পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে.....
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
Indian Railways: এই ভাবে ব্যবহার করতে হবে মাস্টার লিস্ট ৷
#নয়াদিল্লি: ভারতীয় রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশনের (IRCTC) ওয়েবসাইটের মাধ্যমে তৎকাল ট্রেন টিকিট বুকিংয়ের সুবিধা দেওয়া হয়ে থাকে ৷ হঠাৎ করে যাত্রা করার দরকার পড়লে তৎকালে টিকিট বুকিং করতে হয় ৷ তৎকাল বুকিং করলেই যে টিকিট পাবেন এরকম কোনও গ্যারেন্টি অবশ্য নেই ৷
তৎকাল টিকিট বুকিং করলেও মিলবে না রিজার্ভেশন ৷ AC ক্লাসের জন্য তৎকাল বুকিংয়ের সময় সকাল ১০ টাকা থেকে শুরু হয় ৷ নন এসি অর্থাৎ স্লিপার ক্লাসের জন্য বুকিং সকাল ১১:০০ টাকা শুরু হয় ৷ সহজ এই পদ্ধতি মেনে চললে তৎকাল অপশন থেকে টিকিট বুকিং করলে কনফার্ম টিকিট পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় ৷
advertisement
advertisement
বানিয়ে ফেলুন মাস্টার লিস্ট-
তৎকাল টিকিট বুকিং করার হলে বুকিংয়ের সময় শুরু হওয়ার আগেই মাস্টার লিস্ট বানিয়ে ফেলুন ৷ মাস্টার লিস্ট আপনি আইআরসিটিসি-র ওয়েবসাইটে লগইন করে বানিয়ে ফেলতে পারবেন ৷ মাস্টার লিস্টে আপনার ট্রাভেল লিস্ট বানাতে হবে ৷ এখানে আপনার যাত্রা সংক্রান্ত সমস্ত তথ্য দিয়ে রাখলে টিকিট বুকিং শুরু হতেই এই ডিটেলস দিতে গিয়ে সময় নষ্ট হবে না ৷ বুকিং শুরু হতেই মাস্টার লিস্ট সিলেক্ট করতে হবে ৷ এরপরই পেমেন্ট করতে হবে ৷
advertisement
এই ভাবে ব্যবহার করতে হবে মাস্টার লিস্ট
- প্রথমে IRCTC-র ওয়েবসাইটে যেতে হবে
- ওয়েবসাইটে ‘My Account’ এ গিয়ে ‘My Profile’-এ ক্লিক করতে হবে
- এখানে ‘Add/Modify Master List’ এর অপশন দেখা যাবে
- এরপর ‘Submit’ বটনে ক্লিক করতে হবে
- এই ভাবে প্যাসেঞ্জারের মাস্টার লিস্ট তৈরি হয়ে যাবে
- টিকিট বুকিংয়ের সময় ‘My Passenger List’ এ গিয়ে সরাসরি কানেক্ট করতে হবে
- এরপর পেমেন্ট অপশনে যে কোনও একটি অপশন সিলেক্ট করে পেমেন্ট করতে হবে
advertisement
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 05, 2022 4:24 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Indian Railways: এই ভাবে তৎকাল টিকিট বুকিংয়ে কনফার্ম সিট পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে.....