#নয়াদিল্লি: ভারতীয় রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশনের (IRCTC) ওয়েবসাইটের মাধ্যমে তৎকাল ট্রেন টিকিট বুকিংয়ের সুবিধা দেওয়া হয়ে থাকে ৷ হঠাৎ করে যাত্রা করার দরকার পড়লে তৎকালে টিকিট বুকিং করতে হয় ৷ তৎকাল বুকিং করলেই যে টিকিট পাবেন এরকম কোনও গ্যারেন্টি অবশ্য নেই ৷
আরও পড়ুন: আরও বাড়ল সোনার দাম, গত দু’মাসে সর্বোচ্চ, দেখে নিন লেটেস্ট রেটতৎকাল টিকিট বুকিং করলেও মিলবে না রিজার্ভেশন ৷ AC ক্লাসের জন্য তৎকাল বুকিংয়ের সময় সকাল ১০ টাকা থেকে শুরু হয় ৷ নন এসি অর্থাৎ স্লিপার ক্লাসের জন্য বুকিং সকাল ১১:০০ টাকা শুরু হয় ৷ সহজ এই পদ্ধতি মেনে চললে তৎকাল অপশন থেকে টিকিট বুকিং করলে কনফার্ম টিকিট পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় ৷
আরও পড়ুন: খুব শিগগিরিই শেয়ারহোল্ডাররা পাবেন লভ্যাংশ, রেকর্ড ডেট ঘোষণা করল এলআইসি!বানিয়ে ফেলুন মাস্টার লিস্ট-
তৎকাল টিকিট বুকিং করার হলে বুকিংয়ের সময় শুরু হওয়ার আগেই মাস্টার লিস্ট বানিয়ে ফেলুন ৷ মাস্টার লিস্ট আপনি আইআরসিটিসি-র ওয়েবসাইটে লগইন করে বানিয়ে ফেলতে পারবেন ৷ মাস্টার লিস্টে আপনার ট্রাভেল লিস্ট বানাতে হবে ৷ এখানে আপনার যাত্রা সংক্রান্ত সমস্ত তথ্য দিয়ে রাখলে টিকিট বুকিং শুরু হতেই এই ডিটেলস দিতে গিয়ে সময় নষ্ট হবে না ৷ বুকিং শুরু হতেই মাস্টার লিস্ট সিলেক্ট করতে হবে ৷ এরপরই পেমেন্ট করতে হবে ৷
আরও পড়ুন: কোন কৃষকদের অ্যাকাউন্টে আসবে ১২ তম কিস্তির টাকা আর কারা পাবেন না টাকা ?এই ভাবে ব্যবহার করতে হবে মাস্টার লিস্ট
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Indian Railways, IRCTC