Trains cancelled today: আজ ৩৮০টি ট্রেন বাতিল করল ভারতীয় রেল, যাত্রার আগে চেক করে নিন পুরো লিস্ট....
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
#নয়াদিল্লি: ভারতীয় রেল (Indian Railways) সোমবার বিপুল সংখ্যক ট্রেন বাতিল (Train Cancelled) করেছে ৷ এদিন মোট ৩৮০টি ট্রেন পুরোপুরি ভাবে বাতিল করা হয়েছে ৷ আংশিক ভাবে বাতিল করা হয়েছে ১৭টি ট্রেন ৷ এর মধ্যে স্পেশ্যাল, প্যাসেঞ্জার, মেল এক্সপ্রেস ও সুপারফাস্ট ট্রেন সামিল রয়েছে ৷ আপনারও ১৪ ফেব্রুয়ারি কোথায় যাওয়ার প্ল্যান থাকলে চেক করে নিন আপনার ট্রেনের স্টেট্যাস ৷
বাতিল হয়েছে কোথাকার ট্রেন ?
সোমবার বাতিল হওয়া একাধিক ট্রেন বিহার, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, পঞ্জাব, পশ্চিমবঙ্গ, ওড়িশা, অন্ধ্রপ্রদেশের ৷ এদিন আপনারও যদি এর মধ্যে কোনও জায়গায় ট্রেনে যাত্রা করার প্ল্যান থেকে থাকে তাহলে অবশ্যই চেক করে নিন বাতিল ট্রেনের লিস্ট ৷
advertisement
advertisement
এখানে চেক করে নিন বাতিল হওয়া ট্রেনের পুরো লিস্ট -
ভারতীয় রেলের তরফে প্রতিদিন একাধিক ট্রেন বাতিল করা হয় ৷ যাত্রা করার আগে রেলের হেল্পলাইন নম্বর 139 বা অফিশিয়াল ওয়েবসাইটে enquiry.indianrail.gov.in বাতিল ট্রেনের পুরো লিস্ট দেখতে পারবেন ৷ এছাড়া NTES মোবাইল অ্যাপের মাধ্যমেও বাতিল ট্রেনের লিস্ট দেখতে পারবেন ৷
advertisement
- প্রথমে enquiry.indianrail.gov.in/mntes/ ওয়েবসাইটে যেতে হবে
- এরপর স্ক্রিনের ডান দিকের টপ প্যানেলে Exceptional Trains লেখা রয়েছে
- এখানে ক্লিক করতেই আপনার কাছে একাধিক অপশন চলে আসবে ৷ এখানে একটি অপশন হচ্ছে বাতিল হওয়া ট্রেনের লিস্ট
- বাতিল হওয়া ট্রেনের লিস্ট দেখার জন্য এখানে ক্লিক করতে হবে
advertisement
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 14, 2022 11:52 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Trains cancelled today: আজ ৩৮০টি ট্রেন বাতিল করল ভারতীয় রেল, যাত্রার আগে চেক করে নিন পুরো লিস্ট....