India-Pakistan Trade War: পাকিস্তানের সঙ্গে বাণিজ্য যুদ্ধ শুরু ভারতের ! ই-কমার্স বন্ধ, পাকিস্তানকে ইলেকট্রনিক পণ্যও বেচবে না ভারত

Last Updated:

পাকিস্তানের সঙ্গে বাণিজ্য যুদ্ধ শুরু ভারতের ৷ পাকিস্তানকে ইলেকট্রনিক পণ্য বেচবে না ভারত ৷ ইসলামাবাদের সঙ্গে ই-কমার্সও বন্ধ রাখার সিদ্ধান্ত ৷

পাকিস্তানের সঙ্গে বাণিজ্য যুদ্ধ শুরু ভারতের (File Photo)
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য যুদ্ধ শুরু ভারতের (File Photo)
নয়াদিল্লি: পাকিস্তানের সঙ্গে বাণিজ্য যুদ্ধ শুরু ভারতের ৷ পাকিস্তানকে ইলেকট্রনিক পণ্য বেচবে না ভারত ৷ ইসলামাবাদের সঙ্গে ই-কমার্সও বন্ধ রাখার সিদ্ধান্ত ৷ ভারত-পাক দ্বিপাক্ষিক বাণিজ্য আগেই তলানিতে ৷ তবু ভারত থেকে ঘুরপথে পণ্য যায় পাকিস্তানে ৷ বছরে হাজার কোটির ভারতীয় পণ্য পাকিস্তানে ৷ দুবাই-সিঙ্গাপুর হয়ে পাকিস্তানে ভারতের পণ্য ৷ ই-কমার্সের মাধ্যমে পাকিস্তান ভারতের পণ্য ৷ ঘুরপথে ই-কমার্সেও এবার রাশ টানবে ভারত ৷
সংবাদ সংস্থা রয়টার্স অনুসারে, পাকিস্তানও জানিয়েছে তারা ভারতের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করে দিচ্ছে। ভারতকে তৃতীয় কোনও দেশে বাণিজ্যের জন্যও তারা নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দেবে না। বস্তুত, বুধবার রাতেই ভারতীয় বিদেশ মন্ত্রক থেকে জানিয়ে দেওয়া হয়েছিল সিন্ধু জলচুক্তি আপাতত স্থগিত রাখছে ভারত। পাকিস্তান সন্ত্রাসবাদে মদত দেওয়া বন্ধ না-করা পর্যন্ত এই সিদ্ধান্ত বজায় থাকবে। ভারতের এই সিদ্ধান্তে তীব্র আপত্তি জানিয়েছে পাকিস্তান। রয়টার্স অনুসারে, সিন্ধু জলচুক্তি নিয়ে দিল্লির সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে ইসলামাবাদ। শুধু তা-ই নয়, নিজেদের আকাশসীমাও ভারতকে আর ব্যবহার করতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।
advertisement
advertisement
এদিকে কাশ্মীরে জঙ্গিহানার এক সপ্তাহ পার। এখনও থমথমে পহেলগাঁও। আতঙ্ক নিয়েই অনেক পর্যটক গিয়েছেন পহেলগাঁওয়ে। তালিকায় রয়েছেন বাঙালিরাও। পশ্চিমবঙ্গের একাধিক পর্যটকদের দল পহেলগাঁওয়ে। রক্তাক্ত ভূস্বর্গ। কাশ্মীরের পহেলগাঁওয়ে বেছে বেছে পর্যটকদের গুলি করা হয়।
advertisement
গত ২২ এপ্রিল কাশ্মীরের বৈসরন উপত্যকায় জঙ্গিদের তাণ্ডবে ২৬ জনের প্রাণ যায়। এই ছবি দেখে শিউরে উঠেছিল গোটা দেশ। সেই ঘটনার এক সপ্তাহ পরেও থমথমে পহেলগাঁও। ছন্দে ফেরার জোর চেষ্টা করছেন স্থানীয়রা। শুনশান পহেলগাঁওয়ে আতঙ্কের ছবিটা স্পষ্ট। আতঙ্ক নিয়েই অনেক পর্যটক গিয়েছেন পহেলগাঁওয়ে। তালিকায় বাঙালিরাও রয়েছেন। আতঙ্ককে জয় করেও বাঙালিরা পহেলগাঁওয়ে। তাঁরা জঙ্গিদের জিততে দেবেন না।
advertisement
বৈসরনে জঙ্গিহানায় প্রাণ হারান পশ্চিমবঙ্গের তিন জন। এদের মধ্যে একজন বৈষ্ণবঘাটার বিতান অধিকারী। সেই জঙ্গিহানার এক সপ্তাহ পরে পহেলগাঁওয়ে তাঁর পারিবারিক বন্ধুরা। দুর্গাপুর থেকে কাশ্মীরে গিয়েছেন সস্ত্রীক স্বপন মুখোপাধ্যায়।
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
India-Pakistan Trade War: পাকিস্তানের সঙ্গে বাণিজ্য যুদ্ধ শুরু ভারতের ! ই-কমার্স বন্ধ, পাকিস্তানকে ইলেকট্রনিক পণ্যও বেচবে না ভারত
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement