Income Tax New Regime: নতুন বছরে হিসেব থাক স্পষ্ট, এক নজরে দেখে নিন ইনকাম ট্যাক্সের নতুন নিয়মাবলী

Last Updated:

Income Tax New Regime: ইনকাম ট্যাক্সের নতুন নিয়ম অনুযায়ী ট্রাভেল, শিক্ষা, হোম লোন ইত্যাদির ক্ষেত্রে বিভিন্ন ধরনের ট্যাক্স ছাড় এবং ট্যাক্স নির্ধারণ করা হয়েছে।

#নয়াদিল্লি: আর্থিক বর্ষ ২০২০-২১-এর জন্য ইনকাম ট্যাক্সের নতুন নিয়ম কার্যকর হয়েছে ২০২০ সালের ১ এপ্রিল থেকে। ইনকাম ট্যাক্স আইন ১৯৬১-এর সেকশন ১১৫বিএসি অনুযায়ী নতুন নিয়ম জারি করা হয়েছে। ইনকাম ট্যাক্সের নতুন নিয়ম অনুযায়ী ট্রাভেল, শিক্ষা, হোম লোন ইত্যাদির ক্ষেত্রে বিভিন্ন ধরনের ট্যাক্স ছাড় এবং ট্যাক্স নির্ধারণ করা হয়েছে। টাকার পরিমাণের ওপর সুদের পরিমাণ কম-বেশি করা হয়েছে।
এক নজরে দেখে নেওয়া যাক নতুন ইনকাম ট্যাক্সের নিয়ম।
- ২.৫ লাখ টাকা পর্যন্ত আয়ে ট্যাক্স রেট ০ শতাংশ, সারচার্জ জিরো এবং এফেকটিভ ট্যাক্স রেট জিরো।
advertisement
আরও পড়ুন- মার্কিন মুলুকেও বাজিমাত! নিউইয়র্কের বিখ্যাত হোটেলের মালিকানা রিলায়েন্সের
- ২.৫ লাখ টাকা থেকে ৫ লাখ টাকা আয়ে ট্যাক্স রেট ৫ শতাংশ, সারচার্জ জিরো এবং এফেকটিভ ট্যাক্স রেট ৫.২০ শতাংশ।
advertisement
- ৫ লাখ টাকা থেকে ৭.৫ লাখ টাকা আয়ে ট্যাক্স রেট ১০ শতাংশ, সারচার্জ জিরো এবং এফেকটিভ ট্যাক্স রেট ১০.৪০ শতাংশ।
- ৭.৫ লাখ টাকা থেকে ১০ লাখ টাকা আয়ে ট্যাক্স রেট ১৫ শতাংশ, সারচার্জ জিরো এবং এফেকটিভ ট্যাক্স রেট ১৫.৬০ শতাংশ।
- ১০ লাখ টাকা থেকে ১২.৫ লাখ টাকা আয়ে ট্যাক্স রেট ২০ শতাংশ, সারচার্জ জিরো এবং এফেকটিভ ট্যাক্স রেট ২০.৬০ শতাংশ।
advertisement
- ১২.৫ লাখ টাকা থেকে ১৫ লাখ টাকা আয়ে ট্যাক্স রেট ২৫ শতাংশ, সারচার্জ জিরো এবং এফেকটিভ ট্যাক্স রেট ২৬.০০ শতাংশ।
- ১৫ লাখ টাকা থেকে ৫০ লাখ টাকা আয়ে ট্যাক্স রেট ৩০ শতাংশ, সারচার্জ জিরো এবং এফেকটিভ ট্যাক্স রেট ৩১.২০ শতাংশ।
- ৫০ লাখ টাকা থেকে ১ কোটি টাকা আয়ে ট্যাক্স রেট ৩০ শতাংশ, সারচার্জ ১০ শতাংশ এবং এফেকটিভ ট্যাক্স রেট ৩৪.৩২ শতাংশ।
advertisement
আরও পড়ুন- প্রধানমন্ত্রী আবাস যোজনা স্কিমে সেরা হোম লোনের সুবিধা দেয় দেশের এই ব্যাঙ্কগুলি
- ১ কোটি টাকা থেকে ২ কোটি টাকা আয়ে ট্যাক্স রেট ৩০ শতাংশ, সারচার্জ ১৫ শতাংশ এবং এফেকটিভ ট্যাক্স রেট ৩৫.৮৮ শতাংশ।
- ২ কোটি টাকা থেকে ৫ কোটি টাকা আয়ে ট্যাক্স রেট ৩০ শতাংশ, সারচার্জ ২৫ শতাংশ এবং এফেকটিভ ট্যাক্স রেট ৩৯.০০ শতাংশ।
advertisement
- ৫ কোটি টাকার বেশি আয়ে ট্যাক্স রেট ৩০ শতাংশ, সারচার্জ ৩৭ শতাংশ এবং এফেকটিভ ট্যাক্স রেট ৪২.৭৪ শতাংশ।
ইনকাম ট্যাক্সের নতুন নিয়ম অনুযায়ী সেকশন ২৪, সেকশন ৮০সি এবং সেকশন ৮০ডি-এর মাধ্যমে বিভিন্ন ধরনের ছাড় পাওয়া যেতে পারে।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Income Tax New Regime: নতুন বছরে হিসেব থাক স্পষ্ট, এক নজরে দেখে নিন ইনকাম ট্যাক্সের নতুন নিয়মাবলী
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement