RIL: মার্কিন মুলুকেও বাজিমাত! নিউইয়র্কের বিলাসবহুল ম্যান্ডারিন ওরিয়েন্টাল হোটেলের মালিকানা এখন রিলায়েন্সের

Last Updated:

Reliance to buy control of New York's Mandarin Oriental hotel: নিউইয়র্কের বিখ্যাত পাঁচ তারা হোটেল ম্যান্ডারিন ওরিয়েন্টালের ‘কন্ট্রোলিং স্টেক’ আসতে চলেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের (Reliance Industries Limited) হাতে ৷

Reliance Industries Limited
Reliance Industries Limited
মুম্বই: ৯৮ মিলিয়ন মার্কিন ডলারে এবার নিউইয়র্কের বিখ্যাত পাঁচ তারা হোটেল ম্যান্ডারিন ওরিয়েন্টালের ‘কন্ট্রোলিং স্টেক’ আসতে চলেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের (Reliance Industries Limited) অধীনে ৷ ম্যানহাটানের এই হোটেলের ক্ষমতা এবার মুকেশ আম্বানির সংস্থার হাতে (Reliance to buy control of New York's Mandarin Oriental hotel) ৷
কলম্বাস সেন্টার কর্প (কেম্যান) (Columbus Centre Corp (Cayman) কিনে নেওয়ার পরেই এই সংস্থার অন্তর্গত ম্যান্ডারিন ওরিয়েন্টাল নিউইয়র্ক (Mandarin Oriental New York) হোটেলটি এবার রিলায়েন্সের অধীনেই আসতে চলেছে ৷ কারণ কেম্যান আইল্যান্ডসের ৭৩.৩৭ শতাংশ অংশীদারিত্ব ছিল ওই হোটেলে ৷ যা এখন রিলায়েন্সের অধীনে আসতে চলেছে ৷ নিউইয়র্কের ম্যানহাটানের এই বিখ্যাত পাঁচ তারা হোটেলের কর্তৃত্ব তাদের হাতে আসাটা রিলায়েন্সের কাছে অত্যন্ত সুখবর ৷ চলতি অর্থ বর্ষ অর্থাৎ মার্চ ২০২২-এর শেষের মধ্যেই এই হোটেল চলে আসবে রিলায়েন্সের অধীনে ৷
advertisement
advertisement
Mandarin Oriental New York Mandarin Oriental New York
রিলায়েন্সের পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে, এই হোটেল অনেক দুর্দান্ত অ্যাওয়ার্ড জিতেছে ৷ এই হোটেলের দায়িত্বভার এখন রিলায়েন্সের অধীনে আসায় হসপিটালিটি ক্ষেত্রেও সংস্থা আরও শক্তিশালী হতে চলেছে ৷ ইআইএইচ লিমিটেড (ওবেরয় হোটেলস), ব্রিটেনের স্টোক পার্ক লিমিটেড এবং মুম্বইয়ে তার ডেভেলপিং কনভেনশন সেন্টার, হোটেল অ্যান্ড রেসিডেন্সে এর আগে বিনিয়োগ রয়েছে রিলায়েন্সের ৷ এবার নিউইয়র্কের এই বিখ্যাত পাঁচ তারা হোটেলের ক্ষমতার রাশও নিজেদের হাতে নিতে সফল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
RIL: মার্কিন মুলুকেও বাজিমাত! নিউইয়র্কের বিলাসবহুল ম্যান্ডারিন ওরিয়েন্টাল হোটেলের মালিকানা এখন রিলায়েন্সের
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement