হোম /খবর /ব্যবসা-বাণিজ্য /
মার্কিন মুলুকেও বাজিমাত! নিউইয়র্কের বিখ্যাত হোটেলের মালিকানা রিলায়েন্সের

RIL: মার্কিন মুলুকেও বাজিমাত! নিউইয়র্কের বিলাসবহুল ম্যান্ডারিন ওরিয়েন্টাল হোটেলের মালিকানা এখন রিলায়েন্সের

Reliance Industries Limited

Reliance Industries Limited

Reliance to buy control of New York's Mandarin Oriental hotel: নিউইয়র্কের বিখ্যাত পাঁচ তারা হোটেল ম্যান্ডারিন ওরিয়েন্টালের ‘কন্ট্রোলিং স্টেক’ আসতে চলেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের (Reliance Industries Limited) হাতে ৷

  • Last Updated :
  • Share this:

মুম্বই: ৯৮ মিলিয়ন মার্কিন ডলারে এবার নিউইয়র্কের বিখ্যাত পাঁচ তারা হোটেল ম্যান্ডারিন ওরিয়েন্টালের ‘কন্ট্রোলিং স্টেক’ আসতে চলেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের (Reliance Industries Limited) অধীনে ৷ ম্যানহাটানের এই হোটেলের ক্ষমতা এবার মুকেশ আম্বানির সংস্থার হাতে (Reliance to buy control of New York's Mandarin Oriental hotel) ৷

আরও পড়ুন-পার্টিতে যাওয়া মেয়েদের এই ছবিতে লুকিয়ে রয়েছে বড় রহস্য; খেয়াল করে দেখলে চমকে উঠবেন!

কলম্বাস সেন্টার কর্প (কেম্যান) (Columbus Centre Corp (Cayman) কিনে নেওয়ার পরেই এই সংস্থার অন্তর্গত ম্যান্ডারিন ওরিয়েন্টাল নিউইয়র্ক (Mandarin Oriental New York) হোটেলটি এবার রিলায়েন্সের অধীনেই আসতে চলেছে ৷ কারণ কেম্যান আইল্যান্ডসের ৭৩.৩৭ শতাংশ অংশীদারিত্ব ছিল ওই হোটেলে ৷ যা এখন রিলায়েন্সের অধীনে আসতে চলেছে ৷ নিউইয়র্কের ম্যানহাটানের এই বিখ্যাত পাঁচ তারা হোটেলের কর্তৃত্ব তাদের হাতে আসাটা রিলায়েন্সের কাছে অত্যন্ত সুখবর ৷ চলতি অর্থ বর্ষ অর্থাৎ মার্চ ২০২২-এর শেষের মধ্যেই এই হোটেল চলে আসবে রিলায়েন্সের অধীনে ৷

Mandarin Oriental New York Mandarin Oriental New York

আরও পড়ুন-২০২২ সালের ৩১ মার্চের মধ্যে এই ৭ কাজ না করলে দিতে হবে জরিমানা!

রিলায়েন্সের পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে, এই হোটেল অনেক দুর্দান্ত অ্যাওয়ার্ড জিতেছে ৷ এই হোটেলের দায়িত্বভার এখন রিলায়েন্সের অধীনে আসায় হসপিটালিটি ক্ষেত্রেও সংস্থা আরও শক্তিশালী হতে চলেছে ৷ ইআইএইচ লিমিটেড (ওবেরয় হোটেলস), ব্রিটেনের স্টোক পার্ক লিমিটেড এবং মুম্বইয়ে তার ডেভেলপিং কনভেনশন সেন্টার, হোটেল অ্যান্ড রেসিডেন্সে এর আগে বিনিয়োগ রয়েছে রিলায়েন্সের ৷ এবার নিউইয়র্কের এই বিখ্যাত পাঁচ তারা হোটেলের ক্ষমতার রাশও নিজেদের হাতে নিতে সফল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ৷

Published by:Siddhartha Sarkar
First published:

Tags: Reliance Industries