২০২২ সালের ৩১ মার্চের মধ্যে এই ৭ কাজ না করলে দিতে হবে জরিমানা!
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
ITR verification date: ২০২২ সালের ৩১ মার্চের মধ্যে এই ৭টি কাজ সেরে ফেলতে হবে, না হলে দিতে হবে জরিমানা।
#নয়াদিল্লি: ২০২২ সালের ৩১ মার্চের মধ্যে এই ৭টি কাজ সেরে ফেলতে হবে, না হলে দিতে হবে জরিমানা। এক নজরে দেখে নেওয়া যাক সেই ৭টি কাজ ।
১) আর্থিক বর্ষ ২০১৯-২০-এর ইনকাম ট্যাক্স রিটার্ন ভেরিফাই
আয়কর দফতরের খবর অনুযায়ী যারা এখনও পর্যন্ত আর্থিক বর্ষ ২০১৯-২০-এর নিজেদের ইনকাম ট্যাক্স রিটার্ন ভেরিফিকেশন করায়নি, তাদের অবিলম্বে তা করাতে হবে। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট জানিয়েছে যে ২০২২ সালের ২৮ ফেব্রুয়ারির মধ্যে সকল ট্যাক্সদাতাদের নিজেদের ইনকাম ট্যাক্স রিটার্ন ভেরিফিকেশন করাতে হবে (ITR verification date)।
advertisement
advertisement
২) এই তারিখের আগে জমা করতে হবে লাইফ সার্টিফিকেট
সরকার পেনশনভোগীদের জন্য জীবন প্রমাণ পত্র জমা করার শেষ তারিখ ২০২১ সালের ৩১ ডিসেম্বর থেকে বাড়িয়ে ২০২২ সালের ২৮ ফেব্রুয়ারি করে দিয়েছে। পুরো দেশ জুড়ে সকল পেনশনভোগীদের কাছে জীবন প্রমাণ পত্র হল একটি খুব মূল্যবান কাগজ। এর মাধ্যমে সকল পেনশনভোগীরা প্রতি মাসে পেনশন পায় (life certificate for pensioners)।
advertisement
৩) আর্থিক বর্ষ ২০২১-২২-এর জন্য অগ্রিম কর জমা দেওয়ার শেষ তারিখ
অর্থ বর্ষ ২০২১-২২-এর জন্য অগ্রিম কর জমা দেওয়ার শেষ তারিখ হল ২০২২ সালের ১৫ মার্চ। যারা আয়কর জমা দেয়, তাদের একটি নির্দিষ্ট সময়ের মধ্যে সেই ট্যাক্স জমা দিতে হয়। কেউ যদি সেই তারিখের মধ্যে অগ্রিম ইনকাম ট্যাক্স জমা না করে তাহলে ধারা ২৩৪এ/২৩৪বি অনুযায়ী সুদ লাগু হয়।
advertisement
৪) প্যান (PAN) কার্ডের সঙ্গে আধারের (Aadhaar) লিঙ্ক
যারা এখনও নিজেদের প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করায়নি তাদের ২০২২ সালের ৩১ মার্চের মধ্যে তা করাতে হবে। ২০২২ সালের ৩১ মার্চের মধ্যে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক না করালে নিজেদের প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে এবং ১০০০ টাকা পর্যন্ত জরিমানাও দিতে হবে।
advertisement
৫) ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল (IT Return)
আর্থিক বর্ষ ২০২০-২১-এর ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল ২০২১ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে না করিয়ে থাকলে, এখনও সেই সুযোগ রয়েছে। ২০২২ সালের ৩১ মার্চের মধ্যে করাতে হবে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল। দেরি করে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করার জন্য ৫০০০ টাকার জরিমানা দিতে হবে।
advertisement
৬) আর্থিক বর্ষ ২০২১-২২-এর জন্য ট্যাক্স সেভিংস
যারা আর্থিক বর্ষ ২০২১-২২-এর জন্য পুরনো ট্যাক্স ব্যবস্থার বিকল্প পছন্দ করেছে তাদের ২০২২ সালের ৩১ মার্চের মধ্যে নিজেদের ট্যাক্স সেভিংস প্রক্রিয়া পুরো করতে হবে।
advertisement
৭) ব্যাঙ্ক কেওয়াইসি (KYC)
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) কেওয়াইসি পূর্ণ করার সময়সীমা ২০২১ সালের ৩১ ডিসেম্বর থেকে বাড়িয়ে ২০২২ সালের ৩১ মার্চ করেছে।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 07, 2022 10:27 AM IST