New Business Ideas: বাড়ি থেকে ব্যবসা করতে চান! এই বিষয়গুলি মাথায় না রাখলে হতে পারে আইনি সমস্যা!

Last Updated:

বাড়ি থেকে ব্যবসা করার জন্যও কিছু জিনিস প্রয়োজন। যেমন লাইলেন্স এবং রেজিস্ট্রেশন। কী ভাবে পাওয়া যাবে সেগুলি দেখে নেওয়া যাক এক নজরে!

কলকাতা: কাজ আর উপার্জনের সংজ্ঞা ক্রমশ বদলে যাচ্ছে। প্রযুক্তির উন্নতি, সুলভ ইন্টারনেট, অতিমারীর প্রকোপ গত এক দশকে এই সংজ্ঞা বদলে দিয়েছে আমূল।
করোনা অতিমারীর সময় থেকেই মানুষের মধ্যে বাড়ি থেকে কাজ করার প্রবণতা বেড়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই মনে করা হচ্ছে বাড়ি থেকে কাজ করলে উৎপাদনশীলতা বাড়তে পারে। কারণ এতে সময় সাশ্রয় হয় অনেকখানি। একই সঙ্গে খরচ কমতে পারে। ফলে ব্যবসার ক্ষেত্রেও অনেকে বাড়ি থেকে ব্যবসা করার কথা ভাবছেন।
advertisement
advertisement
বাড়ি থেকে পরিচালিত ব্যবসা বা ‘হোম বিজনেস’-এর মূল বিষয় হল স্থান। অর্থাৎ এই ব্যবসার কোন সদর দফতর থাকে না। বরং মালিকের বাড়ি থেকেই পরিচালিত হয় যাবতীয় কর্মকান্ড।
ভারতে নেটওয়ার্ক মার্কেটিং বা এমএলএম, ক্যাটারিং, কনটেন্ট রাইটিং, ফোটোগ্রাফি, টিফিন সার্ভিস, প্যাকিং অ্যান্ড রিপ্যাকিং, কম্পিউটার মেরামতি, অনলাইন যোগব্যায়াম ক্লাস, বাস্তু পরামর্শ, বুটিক বা সাবান এবং মোমবাতি তৈরির ব্যবসা বেশ জনপ্রিয়।
advertisement
কিন্তু এভাবে ব্যবসা করার জন্যও কিছু জিনিস প্রয়োজন। যেমন লাইলেন্স এবং রেজিস্ট্রেশন। কী ভাবে পাওয়া যাবে সেগুলি দেখে নেওয়া যাক এক নজরে—
বাড়ি থেকে পরিচালিত সংস্থাগুলির ক্ষেত্রেও লাইসেন্স এবং রেজিস্ট্রেশন জরুরি। যে কোনও স্টার্টআপ-কেও একই ভাবে সরকারি সমস্ত নিয়ম নীতি মেনেই কাজ করতে হয়। এজন্য লাগবে,
advertisement
১. হোম অকুপেশন পারমিট:
এসব ক্ষেত্রে হোম অকুপেশন পারমিটের প্রয়োজন হয়। এই অনুমোদনের দ্বারা এটা নিশ্চিত করতে হবে যে, ব্যবসার জন্য ওই বাড়িতে এমন কোনও পরিস্থিতি তৈরি হবে না যা বৃহত্তর ক্ষেত্রে যানজট তৈরি করে বা এমন কোনও শব্দ যা প্রতিবেশীকে বিরক্ত করে, বা প্রতিকূল পরিবেশ তৈরি করে।
২. সম্পত্তি ব্যবহার এবং জোনিং পারমিট:
এমন কিছু কিছু আবাসিক এলাকা রয়েছে, যেখানে এধরনের কোনও গৃহ ভিত্তিক ব্যবসা করা যায় না। এসব এলাকার নিয়ম খুব কড়া হয়ে থাকে। এবিষয়টি ভাল করে খতিয়ে দেখেই ব্যবসায় নামা দরকার। এজন্য স্থানীয় সরকারি অফিস বা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে নেওয়া দরকার।
advertisement
৩. জেনারেল বিজনেস লাইসেন্স ও পারমিট:
উপরোক্ত দু’টি অনুমতি পাওয়া গেলে তৃতীয় লাইসেন্সটিও নিতে হবে। সেটি হল সাধারণ ব্যবসায়িক লাইসেন্স, যা সমস্ত ব্যবসার ক্ষেত্রে প্রযোজ্য। এজন্য একটি বিজনেস অপারেটিং লাইসেন্স, প্রোফেশনাল বা ট্রেড লাইসেন্স, নুইসেন্স ট্যাক্স পারমিট-সহ অনেক কিছুই প্রয়োজন হবে।
সুতরাং ব্যবসা শুরু করার কথা ভাবলে, আইনি দিকগুলি নিয়েও ভেবে দেখা প্রয়োজন। যাতে ব্যবসা খুব মসৃণ ভাবে এগোতে পারে। প্রয়োজনে আইনি পরামর্শদাতাদের কাছেও যাওয়া যেতে পারে।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
New Business Ideas: বাড়ি থেকে ব্যবসা করতে চান! এই বিষয়গুলি মাথায় না রাখলে হতে পারে আইনি সমস্যা!
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement