ব্যাঙ্কে টাকা রাখা ঠিক হচ্ছে তো? জেনে নিন ব্যাঙ্কে কতটা টাকা রাখা বুদ্ধিমানের কাজ হবে!

Last Updated:

সেভিংস না কি কারেন্ট! কোন অ্যাকাউন্টে বেশি টাকা থাকলে আদতে লাভ?

কলকাতা: সেভিংস না কি কারেন্ট! কোন অ্যাকাউন্টে বেশি টাকা থাকলে আদতে লাভ? অনেকেই মনে করেন কারেন্ট অ্যাকাউন্টে টাকা রাখলে সুবিধা বেশি। কারণ এটা খুব সহজে ব্যবহার করা যায়। টাকা তোলার বা জমা করার কোনও উর্ধ্বসীমা নেই। কিন্তু কারেন্ট বা কারেন্ট অ্যাকাউন্টে অনেক বেশি টাকা রাখলে আদতে লাভ নেই, কারণ এতে কোনও সুদ পাওয়া যায় না।
কারেন্ট অ্যাকাউন্টে কতটা অর্থ রাখা যেতে পারে:
সাধারণত মনে করা হয় দু’তিন মাসের আপৎকালীন খরচ ওই অ্যাকাউন্টে ফেলে রাখাই যথেষ্ট। আর তার সঙ্গে রাখতে হবে ৩০ শতাংশ বাফার। আসলে অনেক সময়ই অ্যাকাউন্টে ন্যূনতম অর্থ না থাকলে ব্যাঙ্কগুলি জরিমানা করে। আবার কখনও চেক বাউন্সের মতো ঘটনাও ঘটতে পারে। সেক্ষেত্রে সতর্কতা মূলক ব্যবস্থা হিসেবেই এই অংশের টাকা রেখে দেওয়া দরকার।
advertisement
advertisement
সেভিংস অ্যাকাউন্টে কত টাকা রাখা দরকার:
কারেন্ট অ্যাকাউন্টের থেকে বেশি অর্থই সেভিংস অ্যাকাউন্টে রাখা প্রয়োজন। অন্তত তিন থেকে ছ’মাসের জরুরি অর্থ সেভিংসে অ্যাকাউন্টে রেখে দেওয়া প্রয়োজন। এটা প্রয়োজনের ভিত্তিতে কম-বেশি হতেই পারে। বাকি টাকা কোনও সাশ্রয়ী খাতে বিনিয়োগ করাই ভাল।
advertisement
কোন টাকা কোন অ্যাকাউন্টে রাখা হবে তার একটি স্পষ্ট হিসেব নিজের কাছে করে রাখতে হবে। এজন্য কিছু বিষয়ে নজর দিতে হবে। যেমন—,
মাসিক খরচের খতিয়ান:
কোনও পরিবারে মোটামুটি সারা মাসে কতটা খরচ হয় তার একটা হিসেব থাকা দরকার। প্রতিদিনের খরচের হিসেব একমাস নজর করলেই এটা বেরিয়ে আসবে। তবে এর সঙ্গে যুক্ত করে নিতে হবে ক্রেডিট ও ডেবিট কার্ডের মাধ্যমে করা খরচও। কারণ এই টাকা হয়তো নিজে থেকেই প্রতিমাসে কাটা পড়ে ঋণ পরিশোধ বাবদ। এই মাসিক খরচের পরিমাণটুকুই কারেন্ট অ্যাকাউন্টে রাখা ভাল। সেই সঙ্গে কিছু টাকা যা জরুরি সময়ে কাজে লাগতে পারে।
advertisement
অন্য দিকে, সেভিংস অ্যাকাউন্টে রাখতে হবে এই খরচেরই তিন বা ছ’গুণ টাকা। যা ভবিষ্যতে কাজে লাগতে পারে। বাকি টাকাটা সঞ্চয় প্রকল্পে জমা করতে হবে।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
ব্যাঙ্কে টাকা রাখা ঠিক হচ্ছে তো? জেনে নিন ব্যাঙ্কে কতটা টাকা রাখা বুদ্ধিমানের কাজ হবে!
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement