২টি প্যান কার্ড রয়েছে ? আয়কর বিভাগ জানতে পারলে জেল হবে, কী করবেন দেখে নিন!
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
Last Updated:
কারও কারও কাছে দুটি বা তার বেশি প্যান কার্ডও দেখা গিয়েছে। সেক্ষেত্রে কী হবে ?
কলকাতা: পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর বা প্যান কার্ড হল সবচেয়ে গুরুত্বপূর্ণ নথি। আয়কর আইন অনুযায়ী, একজন ব্যক্তির নামে একটিই প্যান কার্ড ইস্যু করা হয়। কিন্তু এর পরেও কারোর কাছে দুটি বা তার বেশি প্যান কার্ডও দেখা গিয়েছে। এক্ষেত্রে ধরা পড়লে ১০ হাজার টাকা জরিমানা কিংবা জেল হতে পারে।
অতএব যদি কারও কাছে দুটি প্যান কার্ড থাকে তাহলে অবিলম্বে একটি কার্ড আয়কর বিভাগের কাছে সমর্পণ করা উচিত। যদি কেউ স্বেচ্ছায় করে তাহলে তাঁর বিরুদ্ধে মামলা করা হয় না। অনলাইন বা অফলাইনে বাড়তি প্যান কার্ড জমা দেওয়া যায়।
advertisement
advertisement
দ্বিতীয় প্যান কার্ড সারেন্ডারের পদ্ধতি:
প্রথম ধাপ – আইটি বিভাগের ওয়েবসাইট incometaxindia.gov.in-এ যেতে হবে।
দ্বিতীয় ধাপ – এখন ‘রিকোয়েস্ট ফর নিউ প্যান কার্ড/চেঞ্জ’ বা ‘কারেকশন প্যান ডেটা’-তে ক্লিক করতে হবে।
তৃতীয় ধাপ – ফর্ম ডাউনলোডের পর সেটা যথাযথভাবে পূরণ করে ন্যাশনাল সিকিউরিটিজ ডিপোজিটরি লিমিটেড (এনএসডিএল) অফিসে জমা দিতে হবে।
advertisement
কেন কিছু ব্যক্তির একাধিক প্যান কার্ড থাকে:
একাধিক আবেদন – ধরা যাক, কোনও ব্যক্তি প্যান কার্ডের জন্য আবেদন করলেন কিন্তু পেলেন না। সেক্ষেত্রে তিনি ফের আবেদন করেন। এর ফলে দুবার আবেদন করা হল। এতেই তাঁর নামে একাধিক প্যান কার্ড বরাদ্দ হতে পারে। তাই কার্ডের জন্যে আবেদন করার পর কয়েক সপ্তাহ অপেক্ষা করতে হবে।
advertisement
তথ্য পরিবর্তন: ধরা যাক কোনও ব্যক্তি নিজের নাম পরিবর্তন করেছেন। এখন তিনি আপডেট বিশদে অন্তর্ভুক্ত করার জন্যে প্যানের আবেদন করতে পারেন। নাম পরিবর্তনের ক্ষেত্রে, বিদ্যমান প্যানটি প্রথমে বাতিল করা উচিত।
বদ মতলব: সাম্প্রতিক সময়ে প্রতারণার উদ্দেশ্যে ডুপ্লিকেট প্যানের জন্যে আবেদনের বেশ কিছু ঘটনা ঘটেছে।
বিয়ের পর নতুন আবেদন: যদি একজন মহিলা বিয়ের পরে তার পদবি পরিবর্তন করেন, তাহলে অনেক সময় তিনি তাঁর বিদ্যমান প্যান সংশোধনের জন্য আবেদন না করে একটি নতুন প্যানের জন্য আবেদন করে বসেন। এর ফলে দুটি প্যান কার্ড হয়ে যায়।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 31, 2023 1:06 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
২টি প্যান কার্ড রয়েছে ? আয়কর বিভাগ জানতে পারলে জেল হবে, কী করবেন দেখে নিন!