Car Loan: কার লোনের উপর টপ-আপ লোন কী ভাবে পাওয়া যাবে?
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
Car Loan: কয়েকটি প্রথম সারির ব্যাঙ্কের টপ-আপ লোনের যোগ্যতার মাপকাঠি এবং বৈশিষ্ট্য দেখে নিন।
#কলকাতা: কোনও গ্রাহক যদি কোনও ব্যাঙ্ক অথবা ঋণদাতা সংস্থা থেকে গাড়ি ঋণ বা কার লোন নিয়েছেন। এ বার হঠাৎই কোনও ব্যক্তিগত প্রয়োজন (বিবাহ, বাড়ির পরিচর্যা বা চিকিৎসাজনিত খরচ) সামনে এল। যার ফলে গ্রাহকের আরও টাকার দরকার পড়বে। সে ক্ষেত্রে কী করবেন ওই গ্রাহক? এর খুব সহজ উপায় রয়েছে। কারণ ওই গ্রাহক বিদ্যমান গাড়ির ঋণ বা কার লোনের উপর খুব সহজেই টপ-আপ লোন (Top-up Loan) নিতে পারবেন। এই লোনের সব থেকে বড় সুবিধা হল, পুনরায় অনুমোদনের জন্য অপেক্ষা করতে হয় না। যে হেতু ঋণদাতার কাছে আগে থেকেই ওই গ্রাহকের সমস্ত নথি রয়েছে এবং এক বার তাঁর আবেদনে লোনের জন্য অনুমোদন দিয়েছে, তাই পুনরায় ঋণের জন্য আর বেগ পেতে হয় না। যদি গ্রাহকের কমপক্ষে ৯ মাসের EMI পরিশোধের রেকর্ডে কোনও দাগ না-থাকে, তবে বর্তমান কার লোনের মূল্যের ১৫০% পর্যন্ত টপ-আপ লোন তিনি পেতে পারেন। বিভিন্ন ঋণদাতার কাছে এই মাপকাঠি ভিন্ন ভিন্ন হতে পারে। কয়েকটি প্রথম সারির ব্যাঙ্কের টপ-আপ লোনের যোগ্যতার মাপকাঠি এবং বৈশিষ্ট্য দেখে নিন।
HDFC ব্যাঙ্কের বিদ্যমান কার লোনের উপর টপ-আপ লোন:
advertisement
advertisement
advertisement
advertisement
ICICI ব্যাঙ্কের বিদ্যমান কার লোনের উপর টপ-আপ লোন:
advertisement
advertisement
অ্যাক্সিস ব্যাঙ্কের বিদ্যমান কার লোনের উপর টপ-আপ লোন:
advertisement
কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের বিদ্যমান কার লোনের উপর টপ-আপ লোন:
- কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক গ্রাহকদের সাধারণত দুই ধরনের টপ-আপ লোনের সুবিধা প্রদান করে-- কোটাক প্রাইম ট্র্যাক রেকর্ড (KPTR) এবং রিপ্লাস (Replus)।
- কোটাক প্রাইম ট্র্যাক রেকর্ড (KPTR) শুধুমাত্র এই ব্যাঙ্কের বিশ্বস্ত কোটাক মাহিন্দ্রা প্রাইম গ্রাহকদের জন্য। গাড়ির লোন পরিশোধ করার ক্ষেত্রে যাঁদের ভালো রেকর্ড রয়েছে, শুধুমাত্র তাঁরাই এই পরিষেবার সুবিধা নিতে পারবেন।
- রিপ্লাস হল, একটি ‘টু ইন ওয়ান’ অফার। যেখানে গ্রাহকরা ব্যক্তিগত লোন অথবা পুনরায় লোন নিতে পারবেন। এই অফারটি বর্তমান গাড়ির লোনের উপর ভিত্তি করে পূর্ব অনুমোদিত হয়।
- এই ব্যাঙ্কে টপ-আপ লোন পেতে বিদ্যমান কার লোনের বয়স ন্যূনতম ১২ মাস হতে হবে এবং মাসিক কিস্তি পরিশোধের রেকর্ড ভালো হতে হবে।
- এই ব্যাঙ্কে টপ-আপ লোন পরিশোধের মেয়াদ ১২ মাস, ২৪ মাস এবং ৩৬ মাস পর্যন্ত হতে পারে।
- টপ-আপ লোনে কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক সর্বোচ্চ ২৫টি EMI-তে ঋণ পরিশোধ করার সুবিধা প্রদান করে।
- আবেদনের জন্য অনলাইন-অফলাইন, দুই রকম সুবিধাই রয়েছে।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 05, 2021 8:03 AM IST