Tips To Save Income Tax: চাকরি করেন? আয়কর বাঁচানোর রাস্তা খুঁজছেন? এই টিপসগুলো মেনে চলুন, অনেক টাকা বেঁচে যাবে
- Written by:Trending Desk
- trending-desk
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
Tips To Save Income Tax: কিছু পদ্ধতি আছে, যেগুলো মেনে চললে আয়করে ছাড় মিলতে পারে। এখানে দেওয়া হল তারই সুলুকসন্ধান।
খরচ প্রতিদিন বাড়ছে। সংসার চালাতে গিয়েই হিমশিম দশা। এর সঙ্গে বিনিয়োগ, সন্তানের লেখাপড়া, অবসরের জন্য টাকা জমানোও আছে। আর আছে আয়কর। আমজনতার যেন “ছেড়ে দে মা কেঁদে বাঁচি” অবস্থা।
আয় করলে আয়কর দিতে হবে। এ থেকে পরিত্রাণের কোনও উপায় নেই। তবে কিছু পদ্ধতি আছে, যেগুলো মেনে চললে আয়করে ছাড় মিলতে পারে। এখানে দেওয়া হল তারই সুলুকসন্ধান।
ধারা ৮০সি-এর আওতায়: করদাতা পিপিএফ (Public Provident Fund), এলআইসি (Life Insurance Premium), এনএসসি (National Savings Certificate), ইএলএসএস (Equity Linked Savings Scheme)-এর মতো বিভিন্ন স্কিমে বিনিয়োগ করে ১.৫ লাখ টাকা পর্যন্ত কর ছাড় পেতে পারেন।
advertisement
advertisement
আরও পড়ুন: HDFC ব্যাঙ্কের ৯০ দিনের FD-তে ৯ লাখ টাকা রাখলে ম্যাচিউরিটির সময়ে কত টাকা পাবেন? দেখুন হিসেব
হোম লোন: হোম লোনের সুদে ২ লাখ টাকা পর্যন্ত করছাড়ের সুবিধা পাওয়া যায়।
এনপিএস: ন্যাশনাল পেনশন স্কিমে (National Pension Scheme) বিনিয়োগ করে সেকশন 80CCD(1B) এর অধীনে ৫০,০০০ টাকা পর্যন্ত অতিরিক্ত কর ছাড় পাওয়ার সুযোগ রয়েছে।
advertisement
স্বাস্থ্য বিমা: ধারা 80D-এর আওতায় নিজের এবং পরিবারের জন্য স্বাস্থ্য বিমার প্রিমিয়ামে ২৫,০০০ থেকে ৫০,০০০ টাকা পর্যন্ত কর ছাড় পেতে পারেন করদাতা।
শিক্ষা ঋণ: ধারা 80E অনুযায়ী, শিক্ষা ঋণের সুদের ওপর কর ছাড় পাওয়া যায়।
স্ট্যান্ডার্ড ডিডাকশন: চাকরিজীবীদের জন্য বছরে ৫০,০০০ টাকার স্ট্যান্ডার্ড ডিডাকশন পাওয়ার সুবিধা রয়েছে।
এলটিএ (Leave Travel Allowance): ছুটিতে ভ্রমণের সময় ব্যয় করা অর্থের ওপর কর ছাড় পাওয়া যায়। তবে এর জন্য করদাতাকে নির্দিষ্ট শর্তাবলী পূরণ করতে হবে।
advertisement
ইপিএফ: চাকরিজীবীদের কর বাঁচানোর সবচেয়ে সহজ উপায় হল কর্মচারী প্রভিডেন্ট ফান্ড (EPF)। আয়কর আইনের ধারা 80C-এর অধীনে ১.৫ লাখ টাকা পর্যন্ত কর ছাড় পাওয়া যায়। EPF অ্যাকাউন্টে বছরে ২.৫ লাখ টাকা পর্যন্ত যে সুদ জমা হয়, তা করমুক্ত থাকে।
আরও পড়ুন: ATM থেকেই তুলতে পারবেন PF-র টাকা, উপকৃত হবেন ৭ কোটি কর্মচারী, কবে থেকে মিলবে সুবিধা? রইল বিস্তারিত
advertisement
হাউস রেন্ট অ্যালাউন্স (HRA): এটি এমন একটি সুবিধা যা কর্মচারীদের বাড়ি ভাড়া মেটাতে দেওয়া হয়। কোম্পানি বেতনের পাশাপাশি এই টাকা দেয়। আয়কর আইনের ধারা 10(13A)-এর অধীনে নির্দিষ্ট শর্তাবলীর ভিত্তিতে HRA-তে কর ছাড় পাওয়া যায়।
টিউশন ফি: আয়কর আইনের ধারা 80(সি)-এর ক্লজ 17 অনুযায়ী, সন্তানের টিউশন ফি বা স্কুল ফির ক্ষেত্রে করদাতা আয়কর ছাড়ের সুবিধা নিতে পারেন। এগুলো মেনে চললে একজন চাকরিজীবী খুব সহজেই মোটা টাকা বাঁচাতে পারেন।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 12, 2024 6:34 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Tips To Save Income Tax: চাকরি করেন? আয়কর বাঁচানোর রাস্তা খুঁজছেন? এই টিপসগুলো মেনে চলুন, অনেক টাকা বেঁচে যাবে








