HDFC FD Return Calculator: HDFC ব্যাঙ্কের ৯০ দিনের FD-তে ৯ লাখ টাকা রাখলে ম্যাচিউরিটির সময়ে কত টাকা পাবেন? দেখুন হিসেব
- Written by:Trending Desk
- trending-desk
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
HDFC FD Return Calculator: ফিক্সড ডিপোজিট বা স্থায়ী আমানত, যা-ই বলা হোক না কেন, তাতে টাকা থাকে সম্পূর্ণ নিরাপদ। বাজারের ওঠানামায় এতে কোন প্রভাব পড়ে না।
advertisement
সবচেয়ে বড় কথা, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ঝুঁকি নেওয়ার ইচ্ছেও চলে যায়। সেটা সামাজিক জীবনে হোক কিংবা বিনিয়োগে। প্রবীণ নাগরিকরা সবসময়ই নিরাপদ এবং নিশ্চিত রিটার্ন খোঁজেন। মূলত তাঁদের জন্যই তৈরি করা হয়েছে একাধিক সরকারি স্কিম এবং ব্যাঙ্ক বা পোস্ট অফিসের এই ফিক্সড ডিপোজিট। তাঁরা সুদও বেশি পান জমা করা টাকার উপরে সাধারণ নাগরিকের তুলনায়। ফলে, চাইলে যে কেউ পরিবারের প্রবীণ সদস্যের নামেও ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করতে পারেন।
advertisement
advertisement
HDFC ব্যাঙ্ক নিজেদের গ্রাহকদের ৯০ দিনের অর্থাৎ ৩ মাসের ফিক্সড ডিপোজিটে প্রতি বছরে ৪.৫০% হারে সুদ অফার করছে। এবার দেখে নেওয়া যাক প্রবীণ নাগরিক বা সিনিয়র সিটিজেনরা এক্ষেত্রে HDFC ব্যাঙ্ক থেকে কতটা সুদ পাচ্ছেন। তথ্য অনুযায়ী, HDFC ব্যাঙ্ক সিনিয়র সিটিজেনদের ৯০ দিনের অর্থাৎ ৩ মাসের ফিক্সড ডিপোজিটে প্রতি বছরে ৫.০০% হারে সুদ অফার করছে।
advertisement
advertisement
advertisement
advertisement









