HDFC FD Return Calculator: HDFC ব্যাঙ্কের ৯০ দিনের FD-তে ৯ লাখ টাকা রাখলে ম্যাচিউরিটির সময়ে কত টাকা পাবেন? দেখুন হিসেব

Last Updated:
HDFC FD Return Calculator: ফিক্সড ডিপোজিট বা স্থায়ী আমানত, যা-ই বলা হোক না কেন, তাতে টাকা থাকে সম্পূর্ণ নিরাপদ। বাজারের ওঠানামায় এতে কোন প্রভাব পড়ে না।
1/8
বিনিয়োগের নানা বিকল্প থাকলেও ফিক্সড ডিপোজিটের উপর বিনিয়োগকারীদের আস্থা আজও অমলিন। আসলে ফিক্সড ডিপোজিট বা স্থায়ী আমানত, যা-ই বলা হোক না কেন, তাতে টাকা থাকে সম্পূর্ণ নিরাপদ। বাজারের ওঠানামায় এতে কোন প্রভাব পড়ে না। ফলে নিশ্চিত রিটার্নও পাওয়া যায়। মেয়াদ শেষে সুদ-সহ পুর টাকা ফেরত পান বিনিয়োগকারী।
বিনিয়োগের নানা বিকল্প থাকলেও ফিক্সড ডিপোজিটের উপর বিনিয়োগকারীদের আস্থা আজও অমলিন। আসলে ফিক্সড ডিপোজিট বা স্থায়ী আমানত, যা-ই বলা হোক না কেন, তাতে টাকা থাকে সম্পূর্ণ নিরাপদ। বাজারের ওঠানামায় এতে কোন প্রভাব পড়ে না। ফলে নিশ্চিত রিটার্নও পাওয়া যায়। মেয়াদ শেষে সুদ-সহ পুর টাকা ফেরত পান বিনিয়োগকারী।
advertisement
2/8
সবচেয়ে বড় কথা, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ঝুঁকি নেওয়ার ইচ্ছেও চলে যায়। সেটা সামাজিক জীবনে হোক কিংবা বিনিয়োগে। প্রবীণ নাগরিকরা সবসময়ই নিরাপদ এবং নিশ্চিত রিটার্ন খোঁজেন। মূলত তাঁদের জন্যই তৈরি করা হয়েছে একাধিক সরকারি স্কিম এবং ব্যাঙ্ক বা পোস্ট অফিসের এই ফিক্সড ডিপোজিট। তাঁরা সুদও বেশি পান জমা করা টাকার উপরে সাধারণ নাগরিকের তুলনায়। ফলে, চাইলে যে কেউ পরিবারের প্রবীণ সদস্যের নামেও ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করতে পারেন।
সবচেয়ে বড় কথা, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ঝুঁকি নেওয়ার ইচ্ছেও চলে যায়। সেটা সামাজিক জীবনে হোক কিংবা বিনিয়োগে। প্রবীণ নাগরিকরা সবসময়ই নিরাপদ এবং নিশ্চিত রিটার্ন খোঁজেন। মূলত তাঁদের জন্যই তৈরি করা হয়েছে একাধিক সরকারি স্কিম এবং ব্যাঙ্ক বা পোস্ট অফিসের এই ফিক্সড ডিপোজিট। তাঁরা সুদও বেশি পান জমা করা টাকার উপরে সাধারণ নাগরিকের তুলনায়। ফলে, চাইলে যে কেউ পরিবারের প্রবীণ সদস্যের নামেও ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করতে পারেন।
advertisement
3/8
এই সব কারণেই বর্তমান সময়ে ফিক্সড ডিপোজিট একটি খুবই জনপ্রিয় স্কিম। বিভিন্ন ব্যাঙ্ক বিভিন্ন সুদের হারে ফিক্সড ডিপোজিট অফার করে থাকে। এক নজরে দেখে নেওয়া যাক HDFC ব্যাঙ্কের ৯০ দিনের ফিক্সড ডিপোজিটে ৯ লাখ টাকা ডিপোজিট করলে ম্যাচিউরিটির সময়ে কত টাকা পাওয়া যেতে পারে।
এই সব কারণেই বর্তমান সময়ে ফিক্সড ডিপোজিট একটি খুবই জনপ্রিয় স্কিম। বিভিন্ন ব্যাঙ্ক বিভিন্ন সুদের হারে ফিক্সড ডিপোজিট অফার করে থাকে। এক নজরে দেখে নেওয়া যাক HDFC ব্যাঙ্কের ৯০ দিনের ফিক্সড ডিপোজিটে ৯ লাখ টাকা ডিপোজিট করলে ম্যাচিউরিটির সময়ে কত টাকা পাওয়া যেতে পারে।
advertisement
4/8
HDFC ব্যাঙ্ক নিজেদের গ্রাহকদের ৯০ দিনের অর্থাৎ ৩ মাসের ফিক্সড ডিপোজিটে প্রতি বছরে ৪.৫০% হারে সুদ অফার করছে। এবার দেখে নেওয়া যাক প্রবীণ নাগরিক বা সিনিয়র সিটিজেনরা এক্ষেত্রে HDFC ব্যাঙ্ক থেকে কতটা সুদ পাচ্ছেন। তথ্য অনুযায়ী, HDFC ব্যাঙ্ক সিনিয়র সিটিজেনদের ৯০ দিনের অর্থাৎ ৩ মাসের ফিক্সড ডিপোজিটে প্রতি বছরে ৫.০০% হারে সুদ অফার করছে।
HDFC ব্যাঙ্ক নিজেদের গ্রাহকদের ৯০ দিনের অর্থাৎ ৩ মাসের ফিক্সড ডিপোজিটে প্রতি বছরে ৪.৫০% হারে সুদ অফার করছে। এবার দেখে নেওয়া যাক প্রবীণ নাগরিক বা সিনিয়র সিটিজেনরা এক্ষেত্রে HDFC ব্যাঙ্ক থেকে কতটা সুদ পাচ্ছেন। তথ্য অনুযায়ী, HDFC ব্যাঙ্ক সিনিয়র সিটিজেনদের ৯০ দিনের অর্থাৎ ৩ মাসের ফিক্সড ডিপোজিটে প্রতি বছরে ৫.০০% হারে সুদ অফার করছে।
advertisement
5/8
অতএব, যাদের কাছে কিছু নগদ জমা আছে এবং আগামী ৩ মাসে সেই টাকার কোনও প্রয়োজন নেই, তারা HDFC ব্যাঙ্কের এই ৯০ দিনের ফিক্সড ডিপোজিটে সেই টাকা বিনিয়োগ করতে পারে।
অতএব, যাদের কাছে কিছু নগদ জমা আছে এবং আগামী ৩ মাসে সেই টাকার কোনও প্রয়োজন নেই, তারা HDFC ব্যাঙ্কের এই ৯০ দিনের ফিক্সড ডিপোজিটে সেই টাকা বিনিয়োগ করতে পারে।
advertisement
6/8
HDFC ব্যাঙ্কের এই ৯০ দিনের ফিক্সড ডিপোজিটে যদি সাধারণ গ্রাহকরা ৯ লাখ টাকা জমা করে, তাহলে প্রতি বছরে ৪.৫০% সুদের হারে ম্যাচিউরিটির সময়ে ৯,১০,১২৫ টাকা পাওয়া যেতে পারে।
HDFC ব্যাঙ্কের এই ৯০ দিনের ফিক্সড ডিপোজিটে যদি সাধারণ গ্রাহকরা ৯ লাখ টাকা জমা করে, তাহলে প্রতি বছরে ৪.৫০% সুদের হারে ম্যাচিউরিটির সময়ে ৯,১০,১২৫ টাকা পাওয়া যেতে পারে।
advertisement
7/8
অন্য দিকে, HDFC ব্যাঙ্কের এই ৯০ দিনের ফিক্সড ডিপোজিটে যদি সিনিয়র সিটিজেনরা ৯ লাখ টাকা জমা করে, তাহলে প্রতি বছরে ৫.০০% সুদের হারে ম্যাচিউরিটির সময়ে ৯,১১,২৫০ টাকা পাওয়া যেতে পারে।
অন্য দিকে, HDFC ব্যাঙ্কের এই ৯০ দিনের ফিক্সড ডিপোজিটে যদি সিনিয়র সিটিজেনরা ৯ লাখ টাকা জমা করে, তাহলে প্রতি বছরে ৫.০০% সুদের হারে ম্যাচিউরিটির সময়ে ৯,১১,২৫০ টাকা পাওয়া যেতে পারে।
advertisement
8/8
অর্থাৎ HDFC ব্যাঙ্কের এই ৯০ দিনের ফিক্সড ডিপোজিটে মাত্র ৩ মাসে বিনিয়োগ করা টাকা অনেকটাই বেড়ে যেতে পারে। সুতরাং HDFC ব্যাঙ্কের এই ৯০ দিনের ফিক্সড ডিপোজিটে নিজেদের টাকা বিনিয়োগ করে ভাল মুনাফা লাভ করা যেতে পারে।
অর্থাৎ HDFC ব্যাঙ্কের এই ৯০ দিনের ফিক্সড ডিপোজিটে মাত্র ৩ মাসে বিনিয়োগ করা টাকা অনেকটাই বেড়ে যেতে পারে। সুতরাং HDFC ব্যাঙ্কের এই ৯০ দিনের ফিক্সড ডিপোজিটে নিজেদের টাকা বিনিয়োগ করে ভাল মুনাফা লাভ করা যেতে পারে।
advertisement
advertisement
advertisement