PAN Aadhaar Link Last Date: হাতে মাত্র একদিন! প্যান আধার লিঙ্ক না করালেই দিতে হবে ১০০০ টাকা জরিমানা
- Published by:Madhurima Dutta
- news18 bangla
Last Updated:
Aadhaar-PAN Linking: আপনি আপনার রেজিস্টারড ফোন নম্বর থেকে 567678 বা 56161 নম্বরে মেসেজ করতে পারেন।
#নয়াদিল্লি: আধারের সঙ্গে প্যান সংযুক্তির (Aadhaar-PAN Linking) শেষ তারিখ ৩১ মার্চ, ২০২২ (PAN Aadhaar Link Last Date)। সরকার ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, এই সময়সীমার মধ্যে আধারের সঙ্গে প্যান (Permanent Account Number) লিঙ্ক (Aadhaar-PAN Linking) না করা হলে ৩১ মার্চ, ২০২২-এর পরে প্যান (PAN Aadhaar Link Last Date) অকার্যকরী হয়ে যাবে। জরিমানা দেওয়ার পরে ফের এটি সক্রিয় করা যেতে পারে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেকোনও ব্যর্থতার ফলেই প্যান অকার্যকরী হয়ে যেতে পারে, যার মানে হল আয়কর জমার জন্য কোনও প্যান ব্যবহার করতে পারবেন না সংশ্লিষ্ট ব্যক্তি। করদাতাদের তাদের আয়কর পোর্টাল দেখে নিয়ে আধার এবং প্যান লিঙ্ক (Aadhaar-PAN Linking) করা আছে কিনা তা নিশ্চিত করার পরামর্শ দেওয়া হচ্ছে।
PAN ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলা, স্থাবর সম্পত্তি কেনা বা পরিচয় প্রমাণের মতো বিভিন্ন কাজেই ব্যবহার করা হয়। ফলে যারা তাদের আধার ও প্যান লিঙ্ক (Aadhaar-PAN Linking) করেননি তাদের একাধিক সমস্যার মুখোমুখি পড়তে হতে পারে। বৈধ PAN ছাড়া এই কাজগুলির কোনওটাই করা যাবে না, আর নিষ্ক্রিয় PAN থাকা না থাকার সমান। একবার PAN নিষ্ক্রিয় (PAN Aadhaar Link Last Date) হয়ে গেলে আর্থিক লেনদেন করার বিষয়টি সীমাবদ্ধ হয়ে যাবে এবং 272B ধারার অধীনে তার ১০০০ টাকা অবধি জরিমানা হবে৷
advertisement
advertisement
যাদের আয়কর পোর্টালের অ্যাক্সেস নেই তারা এসএমএসের মাধ্যমেও লিঙ্ক করতে পারেন। আপনি আপনার রেজিস্টারড ফোন নম্বর থেকে 567678 বা 56161 নম্বরে মেসেজ করতে পারেন।
প্যান-আধার লিঙ্ক (Aadhaar-PAN Linking) করা আছে কিনা কীভাবে জানবেন?
১) প্রথমে, আয়কর বিভাগের অফিশিয়াল সাইট - www.incometax.gov.in-এ যান।
advertisement
২) Quick Links অপশনে যান। সেখান থেকে ‘লিঙ্ক আধার স্ট্যাটাস’-এ ক্লিক করুন।
৩) তার পরে, আপনার কম্পিউটার বা মোবাইলে একটি নতুন স্ক্রিন খুলবে। সঠিক স্থানে আপনার প্যান এবং আধার নম্বর লিখতে হবে।
৪) এরপরে 'ভিউ লিঙ্ক আধার স্ট্যাটাস' অপশনে ক্লিক করুন।
৫) আপনার আধার-প্যান লিঙ্কের অবস্থা পেজে দেখা যাবে।
Location :
First Published :
March 30, 2022 8:04 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
PAN Aadhaar Link Last Date: হাতে মাত্র একদিন! প্যান আধার লিঙ্ক না করালেই দিতে হবে ১০০০ টাকা জরিমানা