দীপাবলি পর্যন্ত বিনামূল্যে দেওয়া হবে রেশন, রেশন কার্ড ছাড়াও কী ভাবে মিলবে সুবিধা দেখে নিন....

Last Updated:

এই যোজনায় গরিব বা দারিদ্র সীমার নিচে থাকা মানুষ বিনা রেশন কার্ডে বিনামূল্যে রেশন পেয়ে যাবেন ৷

#নয়াদিল্লি: দীপাবলি পর্যন্ত দেশের ৮০ কোটি মানুষকে বিনামূল্যে দেওয়া হবে রেশেন (Free Ration) ৷ সোমবার এই ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)৷ প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনায় (PMGKY) বিনামূল্যে রেশন দেওয়ার সময়সীমা বাড়িয়ে দীপাবলি করে দেওয়া হয়েছে ৷ প্রধানমন্ত্রী জানিয়েছেন, গত বছর করোনার জেরে দেশের ৮০ কোটি মানুষকে প্রায় ৮ মাস বিনামূল্যে রেশন দেওয়া হয়েছিল ৷ এরপর মে-জুন ২০২১ পর্যন্ত বাড়ানো হয়েছিল ৷ এবার এই যোজনার সময়সীমা বাড়িয়ে দীপাবলি পর্যন্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷
এই স্কিমের সুবিধা নেওয়ার জন্য প্রথমে ব্যাঙ্কে একটি অ্যাকাউন্ট খুলতে হবে ৷ প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার সুবিধা পাওয়ার জন্য একটি ফর্ম ফিলআপ করতে হবে ৷ এই ফর্মের মাধ্যমে জানা যাবে আপনার কত টাকা বা সম্পত্তি রয়েছে ৷ এরপর গ্রামের বাসিন্দা হলে গ্রাম পঞ্চায়েতে গিয়ে নিজের নাম রেজিস্টার করতে হবে ৷ শহরের বাসিন্দা হলে পুরসভায় যোগাযোগ করতে হবে ৷ এই যোজনায় গরিব বা দারিদ্র সীমার নিচে থাকা মানুষ বিনা রেশন কার্ডে বিনামূল্যে রেশন পেয়ে যাবেন ৷
advertisement
প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনায় একটি পরিবারকে ৫ কিলো গম বা চাল ও ১ কিলো ডাল দেওয়া হয় ৷ রেশন কার্ডে যে রেশন পাওয়া যায় সেটা ছাড়াও এই ৫কেজি রেশন বাড়তি দেওয়া হচ্ছে ৷ এর জন্য রেশন কার্ডের দরকার নেই ৷ এর জন্য কেবল আধার কার্ড লাগবে ৷ আধার কার্ডের মাধ্যমে এই যোজনার জন্য রেজিস্ট্রেশন করাতে হবে ৷ রেজিস্ট্রেশন করালে একটি স্ট্রিপ দেওয়া হবে ৷ সেটি দেখিয়ে বিনামূল্যে পেয়ে যাবেন রেশন ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
দীপাবলি পর্যন্ত বিনামূল্যে দেওয়া হবে রেশন, রেশন কার্ড ছাড়াও কী ভাবে মিলবে সুবিধা দেখে নিন....
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement