#নয়াদিল্লি: দীপাবলি পর্যন্ত দেশের ৮০ কোটি মানুষকে বিনামূল্যে দেওয়া হবে রেশেন (Free Ration) ৷ সোমবার এই ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)৷ প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনায় (PMGKY) বিনামূল্যে রেশন দেওয়ার সময়সীমা বাড়িয়ে দীপাবলি করে দেওয়া হয়েছে ৷ প্রধানমন্ত্রী জানিয়েছেন, গত বছর করোনার জেরে দেশের ৮০ কোটি মানুষকে প্রায় ৮ মাস বিনামূল্যে রেশন দেওয়া হয়েছিল ৷ এরপর মে-জুন ২০২১ পর্যন্ত বাড়ানো হয়েছিল ৷ এবার এই যোজনার সময়সীমা বাড়িয়ে দীপাবলি পর্যন্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷
এই স্কিমের সুবিধা নেওয়ার জন্য প্রথমে ব্যাঙ্কে একটি অ্যাকাউন্ট খুলতে হবে ৷ প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার সুবিধা পাওয়ার জন্য একটি ফর্ম ফিলআপ করতে হবে ৷ এই ফর্মের মাধ্যমে জানা যাবে আপনার কত টাকা বা সম্পত্তি রয়েছে ৷ এরপর গ্রামের বাসিন্দা হলে গ্রাম পঞ্চায়েতে গিয়ে নিজের নাম রেজিস্টার করতে হবে ৷ শহরের বাসিন্দা হলে পুরসভায় যোগাযোগ করতে হবে ৷ এই যোজনায় গরিব বা দারিদ্র সীমার নিচে থাকা মানুষ বিনা রেশন কার্ডে বিনামূল্যে রেশন পেয়ে যাবেন ৷
প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনায় একটি পরিবারকে ৫ কিলো গম বা চাল ও ১ কিলো ডাল দেওয়া হয় ৷ রেশন কার্ডে যে রেশন পাওয়া যায় সেটা ছাড়াও এই ৫কেজি রেশন বাড়তি দেওয়া হচ্ছে ৷ এর জন্য রেশন কার্ডের দরকার নেই ৷ এর জন্য কেবল আধার কার্ড লাগবে ৷ আধার কার্ডের মাধ্যমে এই যোজনার জন্য রেজিস্ট্রেশন করাতে হবে ৷ রেজিস্ট্রেশন করালে একটি স্ট্রিপ দেওয়া হবে ৷ সেটি দেখিয়ে বিনামূল্যে পেয়ে যাবেন রেশন ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।