Car Loans: পুরনো গাড়ি অথবা ব্যবহৃত গাড়ির লোনের জন্য কী ভাবে আবেদন করতে হবে?

Last Updated:

Car Loan: আবেদন করার কী কী বিষয় বিচার করা উচিত?

#কলকাতা: গাড়ি ঋণ বা কার লোন নিয়ে নতুন গাড়ির পাশাপাশি সেকেন্ড-হ্যান্ড গাড়িও কিনতে পারবেন। এই ধরনের লোনকে বলা হয় ব্যবহৃত কার লোন (Used Car Loan)। আকর্ষণীয় সুদের হারের সাথে সাথে ঋণ পরিশোধ করার জন্য ৭ বছর অবধি মেয়াদ পাওয়া যায়। বেশ কিছু ঋণদাতা গাড়ির মূল্যের ১০০% ঋণ হিসেবে প্রদান করে। বেশির ভাগ ব্যাঙ্ক এবং নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কোম্পানি (NBFC) ব্যবহৃত গাড়ির লোনের সুবিধা দেয়। স্ব-নিযুক্ত ব্যক্তি এবং বেতনভোগীরা খুব সহজেই এই লোন পেতে পারেন।
যোগ্যতার মাপকাঠি:
প্রত্যেক ব্যাঙ্কে লোনের জন্য যোগ্যতা এবং অনুমোদনের মাপকাঠি আলাদা আলাদা হয়। এ ছাড়া স্ব-নিযুক্ত ব্যক্তি এবং নিয়মিত আয় আছে, এমন বেতনভোগী কর্মীদের জন্য যোগ্যতার মাপকাঠি আলাদা হয়। তবে লোনের অনুমোদনের জন্য কিছু প্রাথমিক বিষয় থাকে, যা সব ব্যাঙ্কের ক্ষেত্রে এক রকম হয়। নীচে এই বিষয়গুলি নিয়ে আলোচনা করা হল। 
advertisement
advertisement
বেতনভোগীদের যোগ্যতা:
  • বয়স সীমা: আবেদনকারীর বয়স ২১ বছর থেকে ৬৫ বছরের মধ্যে হতে হবে।
  • আয়: মাসিক আয় কমপক্ষে ১৫,০০০ হতে হবে।
  • আয়ের উৎস: বর্তমান নিয়োগকর্তার সাথে কমপক্ষে ১ বছর কাজ করার রেকর্ড থাকতে। হবে।
  • advertisement
    স্ব-নিযুক্ত ব্যক্তির যোগ্যতা:
    • বয়স সীমা: আবেদনকারীর বয়স ২৬ বছর থেকে ৬৫ বছরের মধ্যে হতে হবে। 
    • আয়: বাৎসরিক লভ্যাংশ কমপক্ষে ১.৫ লক্ষ টাকা হতে হবে। 
    • আয়ের উৎস: একই কাজ বা ব্যবসার সঙ্গে কমপক্ষে ৩ বছর যুক্ত থাকার রেকর্ড দেখাতে হবে। 
    • advertisement
      প্রয়োজনীয় নথি:
      ব্যবহৃত গাড়ির লোনের জন্য আবেদন করার সময় নিম্নলিখিত নথিগুলি জমা দিতে হবে।
      • আবেদন ফর্ম 
      • পাসপোর্ট সাইজের ছবি 
      • গাড়ির বর্তমান দামের মূল্যায়ন
      • advertisement
        পরিচয়ের প্রমাণপত্র: নিম্নলিখিত নথিগুলির যে কোনও একটি পরিচয়পত্রের প্রমাণ হিসেবে জমা দিতে হবে।
        • আধার কার্ড 
        • পাসপোর্ট 
        • ড্রাইভিং লাইসেন্স 
        • ভোটার আই-ডি কার্ড 
        • প্যান কার্ড
        • advertisement
          ঠিকানার প্রমাণপত্র: নিম্নলিখিত নথিগুলির যে কোনও একটি ঠিকানার প্রমাণ হিসেবে জমা দিতে হবে--
          • ভোটার আইডি 
          • LIC পলিসি
          • বিদ্যুৎ বিল 
          • আধার কার্ড 
          • ড্রাইভিং লাইসেন্স 
          • advertisement
          • রেশন কার্ড 
          • পাসপোর্ট
          • ভোটার আই-ডি কার্ড
          • আয়ের প্রমাণপত্র: নিম্নলিখিত নথিগুলির যে কোনও একটি আয়ের প্রমাণপত্র হিসেবে জমা দিতে হবে--
            • লাভ এবং লোকসানের হিসাব 
            • ব্যালেন্স শীট 
            • অডিট শীট 
            • ফর্ম ১৬ 
            • স্যালারি স্লিপ
            • ব্যাঙ্ক স্টেটমেন্ট 
            • ব্যবহৃত গাড়ির জন্য লোন নেওয়ার আগে যে বিষয়গুলি জানা প্রয়োজন:
              • নতুন গাড়ির ঋণের তুলনায় ব্যবহৃত গাড়ির ঋণের ক্ষেত্রে সুদের হার তুলনামূলক বেশি হয়। 
              • বেশ কিছু ব্যাঙ্ক এবং নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কোম্পানি (NBFC) ৩ বছরের চেয়ে বেশি পুরনো গাড়ির জন্য লোন দেয় না। 
              • গাড়ির বিমার খরচে লোনের পরিমাণে যোগ করা হবে না, অর্থাৎ ব্যাঙ্ক বিমার খরচ নিজেকেই বহন করতে হবে।
              • ব্যবহৃত গাড়ির লোনের বৈশিষ্ট্য এবং সুবিধা কী? 
                • নতুন কার লোনের তুলনায় পুরনো গাড়ির জন্য লোনের পরিমাণ তুলনামূলক কম হবে। স্বাভাবিক ভাবেই মাসিক কিস্তি বা EMI অঙ্কও কম হবে। 
                • ঋণ পরিশোধের মেয়াদ তুলনামূলক বেশি হয়। ফলে ধীরে ধীরে লোন শোধ করার সুযোগ পাওয়া যাবে এবং আর্থিক টানাপোড়েন এড়ানো যাবে। 
                • বেশ কিছু ব্যাঙ্ক এবং নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কোম্পানি (NBFC) গাড়ির মূল্যের ১০০% পর্যন্ত লোন হিসেবে প্রদান করে।
                • আবেদন প্রক্রিয়া খুবই সহজ এবং অনলাইনে আবেদন করা যাবে।
                • গাড়ির বিমা এবং পরিষেবা খরচ নতুন গাড়ির তুলনায় অনেক কম। 
                • খুব কম নথিপত্র জমা দিতে হয়।
                • আবেদন করার কী কী বিষয় বিচার করা উচিত?
                  • ঋণের জন্য আবেদন করার আগে ভালো ভাবে রিসার্চ করে নিতে হবে যে, কোন ব্যাঙ্কে সব চেয়ে কম সুদের হারে উপযুক্ত মেয়াদে ঋণ প্রদান করছে। একাধিক ব্যাঙ্ক এবং ঋণদাতা সংস্থা সুদের হারে আকর্ষণীয় অফার দেয়। এই জাতীয় অফার পেলে তার সুবিধা নিতে হবে।
                  • অনলাইন আবেদন প্রক্রিয়া বেছে নিতে হবে, এতে অনেক সময় বাঁচবে।
                  • ইন্টারনেটে লোন ক্যালকুলেটর ব্যবহার করে হিসেব করতে হবে। গ্রাহকের প্রত্যাশিত পরিমাণ ঋণ মাসিক কত সুদ তাঁর সাধ্যমতো হবে। সে ক্ষেত্রে মেয়াদ কত এবং মোট কত টাকা অতিরিক্ত দিতে হচ্ছে, তা ভালো ভাবে জেনে নেওয়া উচিত। 
                  • প্রতিষ্ঠিত ঋণদাতা বেছে নিতে হবে, যেখানে লোনের আবেদন প্রক্রিয়া সহজ এবং সরল হবে। 
                  view comments
                  বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
                  Car Loans: পুরনো গাড়ি অথবা ব্যবহৃত গাড়ির লোনের জন্য কী ভাবে আবেদন করতে হবে?
                  Next Article
                  advertisement
                  জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
                  জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
                  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

                  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

                  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

                  VIEW MORE
                  advertisement
                  advertisement