Driving License: অনলাইনে ড্রাইভিং লাইসেন্সের জন্য কী ভাবে আবেদন করবেন জানা নেই? জেনে নিন ধাপে ধাপে!
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
আরটিও অফিস গিয়ে আবেদন করে ড্রাইভিং টেস্ট দিয়ে প্রত্যেককে চালককে লাইসেন্স সংগ্রহ করতে হয়।
#নয়াদিল্লি: কার থেকে শুরু করে মোটরবাইক, যে কোনও রকমের গাড়ি চালানোর জন্য একাধিক নথির প্রয়োজন হয় যার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হল ড্রাইভিং লাইসেন্স (Driving License)। সরকার প্রদত্ত এই লাইসেন্স ছাড়া গাড়ি চালানো বেআইনি এবং ধরা পড়লে মোটা অঙ্কের ফাইন প্রদান করতে হয়। এছাড়া, লাইসেন্স নেই এমন কোনও চালকের অ্যাক্সিডেন্ট জাতীয় দুর্ঘটনা হলে বড় রকমের সমস্যার মুখে পড়তে হতে পারে। এই কারণে গাড়ি চালানোর জন্য বৈধ লাইসেন্স থাকা খুবই জরুরি।
আরটিও অফিস গিয়ে আবেদন করে ড্রাইভিং টেস্ট দিয়ে প্রত্যেককে চালককে লাইসেন্স সংগ্রহ করতে হয়। সরকার একটি নির্দিষ্ট মেয়াদের জন্য লাইসেন্স ইস্যু করে থাকে। মেয়াদ শেষ হলে চালককে পুনরায় তা রিনিউ করতে হবে। একটি লাইসেন্সের মেয়াদ শেষ হওয়ার পর তার কাছে এক বছর পর্যন্ত সময় থাকে রিনিউ করে মেয়াদ বৃদ্ধি করার জন্য। RTO অফিসে গিয়ে ড্রাইভিং লাইসেন্স রিনিউ করা যায় কিন্তু করোনা অতিমারীর কারণে সরকার অনলাইন আবেদনের প্রক্রিয়া চালু করেছে। আরটিও অফিসে না গিয়ে বাড়িতে বসেই চালকরা বৈধতার মেয়াদ বৃদ্ধি করার জন্য আবেদন করতে পারবেন।
advertisement
advertisement
অনালাইন আবেদন প্রক্রিয়া
অনলাইনে কী ভাবে ড্রাইভিং লাইসেন্স রিনিউ করা যায় তা নিচে বিস্তারিত ভাবে দেওয়া হল। নিম্নলিখিত স্টেপগুলি অনুসরণ করে চালকরা সহজেই আবেদন করতে পারবেন।
স্টেপ ১. অনলাইনে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে প্রথমে পরিবহন দফতরের ওয়েবসাইটে, https://parivahan.gov.in/, যেতে হবে।
advertisement
স্টেপ ২. এরপর প্রথমে ‘অনলাইন সার্ভিস’ অপশনে ক্লিক করে ড্রাইভিং ‘লাইসেন্স রিলেটেড সার্ভিস’ অপশনটি বেছে নিতে হবে।
স্টেপ ৩. একটি নতুন পেজ আসবে যেখানে চালকের নিজের রাজ্য বেছে নিতে হবে।
স্টেপ ৪. সংশ্লিষ্ট রাজ্য বেছে নেওয়ার পর একটি নতুন পেজ আসবে যেখানে অনেকগুলি অপশন থাকবে। এখান থেকে ‘ড্রাইভিং লাইসেন্স রিনিউ’ অপশনে ক্লিক করতে হবে।
advertisement
স্টেপ ৫. এই সম্পূর্ণ আবেদন প্রক্রিয়া শেষে ‘সাবমিট’ অপশনটি আসবে।
স্টেপ ৬. সাবমিট করার একটি ফর্ম আসবে যেখানে আবেদনকারীকে বিভিন্ন তথ্য প্রদান করতে হবে।
স্টেপ ৭. এই পেজেই বিভিন্ন নথিপত্র আপলোড করতে বলা হবে। আবেদনকারীকে সমস্ত নথিগুলি আপলোড করতে হবে।
advertisement
স্টেপ ৮. নথির পর একটি স্বাক্ষর এবং চালকের ছবি আপলোড করতে হবে।
স্টেপ ৯. এর পর আবেদন ফি জমার অপশন যেখানে অনালাইনে নির্ধারিত ফি প্রদান করতে হবে।
স্টেপ ১০. আবেদন প্রক্রিয়া শেষে প্রমাণ হিসেবে ‘Receipt’ ডাউনলোড করে প্রিন্ট করে রাখতে হবে।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 05, 2022 8:35 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Driving License: অনলাইনে ড্রাইভিং লাইসেন্সের জন্য কী ভাবে আবেদন করবেন জানা নেই? জেনে নিন ধাপে ধাপে!